বলাকা কমিউটার
অবয়ব
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
প্রথম পরিষেবা | ৩১ ডিসেম্বর ২০১৫ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | জারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন |
শেষ | রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৬ ঘণ্টা |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৪৯/৫০ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | হ্যাঁ |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | নাই |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
বলাকা কমিউটার (ট্রেন নাম্বার-৪৯/৫০) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। জারিয়া ঝাঞ্জাইল থেকে ঢাকা যাত্রাপথে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলাকে সংযুক্ত করেছে।[২]
উদ্বোধন
[সম্পাদনা]২০১৫ সালের ৩১ ডিসেম্বর হতে ট্রেনটি সেবা প্রদান শুরু করে।[৩]
যাত্রাপথ
[সম্পাদনা]বলাকা কমিউটার জারিয়া ঝাঞ্জাইল থেকে, গৌরীপুর, ময়মনসিংহ, গাজীপুর হয়ে ঢাকা পর্যন্ত মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
[সম্পাদনা]বলাকা কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে:
- জারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন
- পূর্বধলা রেলওয়ে স্টেশন
- জালশুকা রেলওয়ে স্টেশন
- শ্যামগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন
- গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশন
- বিষকা রেলওয়ে স্টেশন
- শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন
- ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন
- কৃষি বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন
- সুতিয়াখালী রেলওয়ে স্টেশন
- ফাতেমানগর রেলওয়ে স্টেশন
- আহমদবাড়ী রেলওয়ে স্টেশন
- আউলিয়ানগর রেলওয়ে স্টেশন
- ধলা রেলওয়ে স্টেশন
- গফরগাঁও রেলওয়ে স্টেশন
- মশাখালি রেলওয়ে স্টেশন
- কাওরাইদ রেলওয়ে স্টেশন
- সাত খামাইর রেলওয়ে স্টেশন
- শ্রীপুর রেলওয়ে স্টেশন
- ইজ্জতপুর রেলওয়ে স্টেশন
- রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- টঙ্গী রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- তেজগাঁও রেলওয়ে স্টেশন
- কমলাপুর রেলওয়ে স্টেশন
সময়সূচি
[সম্পাদনা]বলাকা কমিউটার ট্রেনের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)
- ঢাকা থেকে ছাড়ে ভোর ৪টা ৪৫ মিনিটে, জারিয়া ঝাঞ্জাইল পৌঁছায় সকাল ১০টা ১৫ মিনিটে।
- জারিয়া ঝাঞ্জাইল থেকে ছাড়ে দুপুর ১২টায়, ঢাকা পৌঁছায় বিকাল ৫টা ৪০ মিনিটে। এবং ঢাকা বিমান বনদর থেকে ছাড়ে ভোর ৫ টা ৩০ মিনিটে।
সম্পর্কিত নিবন্ধ
[সম্পাদনা]বাংলাদেশের মেইল ও কমিউটার ট্রেনের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ রেলওয়ে
- ↑ "জারিয়া-ঢাকা বলাকা কমিউটার ট্রেন উদ্বোধন | সারাদেশ | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২০২০-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২।
- ↑ "পুর্বধলায় কমিউটার ট্রেন বলাকা এক্সপ্রেসের উদ্বোধন : চলবে জারিয়া-ঢাকা রেলপথে"। Loklokantor। ২০১৫-১২-৩১। ২০২০-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২।