কাওরাইদ রেলওয়ে স্টেশন
অবয়ব
কাওরাইদ রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা ঢাকা বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | নারায়ণগঞ্জ–বাহাদুরাবাদ ঘাট রেলপথ |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৮৮৫ |
অবস্থান | |
![]() |
কাওরাইদ রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবংময়মনসিংহ থেকে কলকাতাবন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নতমানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। ১৮৮৫ সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৪৪ কিমি দীর্ঘ মিটারগেজ রেললাইন স্থাপন করা হয়। এসময় এই লাইনের স্টেশন হিসেবে কাওরাইদ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।[৩]
পরিষেবা
[সম্পাদনা]কাওরাইদ রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
- তিস্তা এক্সপ্রেস
- অগ্নিবীণা এক্সপ্রেস
- যমুনা এক্সপ্রেস
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস
- হাওর এক্সপ্রেস
- মোহনগঞ্জ এক্সপ্রেস
- দেওয়ানগঞ্জ কমিউটার
- জামালপুর কমিউটার
- ভাওয়াল এক্সপ্রেস
- বলাকা কমিউটার
- মহুয়া এক্সপ্রেস
- ময়মনসিংহ কমিউটার ও
- লোকাল ট্রেন।
সম্পর্কিত নিবন্ধ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নয় ঘণ্টা পর চলল ট্রেন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "ট্রেনের যাত্রা বিরতির দাবিতে শ্রীপুরে রেল অবরোধ"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।