গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি
প্রাক্তন নাম | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি |
---|---|
নীতিবাক্য | শিক্ষা নিয়ে গড়বো দেশ তথ্য প্রযুক্তির বাংলাদেশ |
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২৬ জুলাই ২০১৬ |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
বাজেট | ৳১৬.২১ কোটি (২০২৪-২৫)[১] |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ |
ঠিকানা | , , |
ওয়েবসাইট | bdu |
![]() |
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়।[২] এর পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার কালিয়াকৈরে অবস্থিত।[৩]
ইতিহাস
[সম্পাদনা]একুশ শতকের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার দিকে জোর দিতে ২০১৬ সালের ২৬ জুলাই বাংলাদেশ সরকার জাতীয় সংসদে গাজীপুর জেলার কালিয়াকৈরে কালিয়াকৈর হাই-টেক পার্ক সংলগ্ন এলাকায় ৫০ একর জায়গাজুড়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আইন প্রণয়ন করে। ২০১৯ সালের মার্চ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করেছে।[৪]
২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয়টির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে।[২][৫] যদিও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণের জন্য আন্দোলন করেছেন।[৬][৭] ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' করার দাবিতে ঢাকা-গাজীপুর রেলপথ অবরোধ করে।[৮][৯]
উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা
[সম্পাদনা]রূপকল্প ২০২১ বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ তৈরি, ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অংশগ্রহণ, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এ পৌছানোতে ভুমিকা রাখা, বাংলাদেশ এ অনলাইন শিক্ষার প্রসার ঘটানো এবং দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম উন্নতমানের বিশ্ববিদ্যালয়-এ পরিণত হওয়া। উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দক্ষ মানবসম্পদ তৈরি ও উচ্চ শিক্ষায় গবেষণা এবং উদ্ভাবনীতে উৎকর্ষ সাধন।
অবকাঠামো
[সম্পাদনা]রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বকোণে গাজীপুর জেলার কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন বিটিআরসি এর তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রের মধ্যে ৫০ একর জায়গাজুড়ে[১০] বিশ্ববিদ্যালয় অবকাঠামো তৈরী করা হয়|[১১]
শিক্ষায়তনিক
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে। প্রাথমিকভাবে প্রকৌশল অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন আইওটি এবং শিক্ষা ও গবেষণা অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি শুরু হয়।[১২]
অনুষদ
[সম্পাদনা]সাইবার ফিজিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং অনুষদ
- আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ
ডিজিটাল ট্রান্সফরমেশন ইঞ্জিনিয়ারিং অনুষদ
- এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
সফটওয়্যার এন্ড মেশিন ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং অনুষদ
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ
- ডাটা সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
সিকিউরিটি এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অনুষদ
- সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ
ইনস্টিটিউট
[সম্পাদনা]ইনস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিসটেন্স লার্নিং
- সার্টিফিকেট কোর্স অন ডিজিটাল লার্নিং ডিজাইন
- সার্টিফিকেট কোর্স অন ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট
- সার্টিফিকেট কোর্স অন মোবাইল এপ্লিকেশন ডেভলপমেন্ট
- সার্টিফিকেট কোস ইন সাইবার সিকিউরিটি
উপাচার্যবৃন্দ
[সম্পাদনা]নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
ক্রম | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ |
---|---|---|---|
১ | অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর | ২০১৮ | ২০২২ |
২ | অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম | ২০ নভেম্বর ২০২২ | ১৪ সেপ্টেম্বর ২০২৪ |
৩ | অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ | ২৬ অক্টোবর ২০২৪ | বর্তমান |
প্রশাসনিক এবং একাডেমিক শাখা
[সম্পাদনা]২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হয়। গাজীপুর জেলার কালিয়াকৈরে দুটি অস্থায়ী ভবন ভাড়া করে এই শিক্ষা কার্যক্রম শুরু হয়।
নগর কার্যালয়
[সম্পাদনা]বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষার জন্য রাজধানীর আসাদগেটে ফ্ল্যাট নং-এ -৬,প্লট নং-২/৩, ব্লক-এ, ইকবাল রোড, (মিরপুর রোড) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় বিশ্ববিদ্যালয়টির নগর কার্যালয় স্থাপন করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয় কে কত বাজেট পাচ্ছে"। thedailycampus.com। ২০২৪-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪।
- ↑ ক খ "অধ্যাদেশ নং ০৫, ২০২৫।--বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫" (পিডিএফ)। dpp.gov.bd। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ২০২৫-০২-১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুরে"। www.banglanews24.com। ২০১৮-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ"। bdu.ac.bd। ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৪।
- ↑ "১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ১৩ ফেব্রুয়ারি ২০২৫। ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালা"। বাংলা ট্রিবিউন। ১৮ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবীতে মানববন্ধন"। যায়যায়দিন। ১৮ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ"। দৈনিক প্রথম আলো। ২৪ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের রেল অবরোধ"। The Daily Star Bangla। ২৪ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "শীঘ্রই শুরু হতে যাচ্ছে 'বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি'র কার্যক্রম"। Odhikar। ২০২০-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "'শিগগিরই শুরু হবে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের কাজ'"। campustimes.press। ২০২০-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে শিক্ষার্থী ভর্তি"। একুশে টিভি। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৩।