ষোলনল ইউনিয়ন
ষোলনল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ষোলনল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৯′৫৯″ উত্তর ৯১°৮′১৮″ পূর্ব / ২৩.৪৯৯৭২° উত্তর ৯১.১৩৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বুড়িচং উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫২০ |
ওয়েবসাইট | sholonalup |
ষোলনল বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]২৪.৪০ (বর্গ কিঃ মিঃ)
জনসংখ্যা
[সম্পাদনা]৪৫,৩৭০ জন (প্রায়) (জানুয়ারী/২০১৫ জন্ম নিবন্ধন অনুযায়ী)
পুরুষ: ২৪,৩৩৬ জন, মহিলা: ২১,০৩৪জন।
ইতিহাস
[সম্পাদনা]১৯৫৭ সালে ৪নং ষোলনল ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রাথমিক ভাবে উক্ত পরিষদের কোন অফিস ছিলনা।তখন নানুয়ার বাজারের একটি অস্থায়ী অফিস হতে পরিষদের সকল কার্যক্রম পরিচালিত হত। পরিবর্তিতে ভরাসার বাজারে একতলা বিল্ডিং নির্মান করে স্থায়ী অফিস ভবন নির্মনা করা হয়।
এই ইউনিয়নটি গোমতীর কোল ঘেসে অবস্থিত। এই ইউনিয়নের দক্ষিণ পশ্চিম পাশ্র্বে গোমতী নদী অবস্থিত। এই ইউনিয়নের উত্তরে বুড়িচং এবং পীরযাত্রাপুর ইউনিয়ন, পূর্বে বাকশীমুল এবং আমড়াতলী ইউনিয়ন, দক্ষিণে দুর্গাপুর উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে ময়নামতি ইউনিয়ন পরিষদ অবস্থিত।
ষোলনল ইউনিয়নের যে সব চেয়ারম্যান গন এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন:
১)জনাব আব্দুল খালেক চেয়ারম্যান ২) জনাব আমীর আলী চেয়ারম্যান ৩) জনাব আব্দুল ওহাব চেয়ারম্যান ৪) জনাব আব্দুল আলীম চেয়ারম্যান (দুই বার নির্বাচিত) ৫) জনাব নজরুল ইসলাম চেয়ারম্যান ৬) জনাব সফিকুর রহমান চেয়ারম্যান ৭) জনাব ফাজেল ভইয়া চেয়ারম্যান ৮) জনাব আসু ভূইয়া চেয়ারম্যান ৯) জনাব মোছলেম চেয়ারম্যান ১০) জনাব মো: বিল্লাল হোসেন (বর্তমানে দায়িত্বরত)
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বুড়িচং উপজেলার দক্ষিণাংশে ষোলনল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে গোমতী নদী ও ময়নামতি ইউনিয়ন, উত্তর-পশ্চিমে পীরযাত্রাপুর ইউনিয়ন, উত্তরে বুড়িচং সদর ইউনিয়ন, উত্তর-পূর্বে বাকশীমূল ইউনিয়ন, পূর্বে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন, এবং দক্ষিণে গোমতী নদী ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ষোলনল ইউনিয়ন বুড়িচং উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বুড়িচং থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৩নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]√ সোনার বাংলা কলেজ √ ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় √ ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস স্কুল √ ভরাসার সূর্যোদয় কিন্ডার গার্টেন √ রুফিয়া খাতুন মডেল একাডেমি √ ইছাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা √ ইছাপুরা প্রাথমিক বিদ্যালয় √ ইছাপুরা কিন্ডারগার্টেন √পয়াত সোনামনি কিন্ডারগার্টেন √ পয়াত সরকারি প্রাথমিক বিদ্যালয় √ ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয় √ শিমিলখাড়া প্রাথমিক বিদ্যালয় √ সোনাইসার কিন্ডার গার্টেন √ পূর্বহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় √ খাড়াতাইয়া দাখিল মাদ্রাসা √ খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় √ খাড়াতাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় √ মিথিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় √ মিথিলাপুর উচ্চ বিদ্যালয় √ মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় √ মহিষমারা উচ্চ বিদ্যালয় √ খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]পাকা রাস্তা : ২৮ কিঃ মিঃ কাঁচা রাস্তা : ৩১ কিঃ মিঃ ইটের সলিং : ০৩ কি: মি: কুমিল্লা শহরের শাসনগাছা হতে সিএনজি কিংবা বাস যোগে আসা যায়। উপজেলা সদর হতে সিএনজি কিংবা বাস যোগে আসা যায়। এই ইউনিয়নের উপর দিয়ে কুমিল্লা- মিরপুর সড়কটি অতিক্রম করেছে। তাছাড়া আগানগর- কামারখাড়া ব্রীজ সড়কটি এই ইউনিয়নের অন্যতম প্রধান সড়ক হিসেবে পরিচিত।
খাল ও নদী
[সম্পাদনা]ষোলনল ইউনিয়নে একটি মাত্র নদী রয়েছে। যার নাম গোমতী নদী। নদীটি ষোলনল ইউনিয়নের দক্ষিণ ও পশ্চিম পার্শ্ব ঘেষে অবস্থিত। ষোলনল ইউনিয়ন তিতি খাল নামে একটি খাল রয়েছে।যা ভরাসার,ইছাপুরা,গোবিন্দপুর হয়ে পয়াত জলা হয়ে বাকশীমুল ইউনিয়নে পৌছেছে। যা বর্তমানে বিভিন্নভাবে দখল হয়ে হারিয়ে যেতে বসেছে।
হাট-বাজার
[সম্পাদনা]ষোলনল ইউনিয়নের প্রধান বাজার হচ্ছে খাড়াতাইয়া নতুন বাজার। এছাড়া রয়েছে ভরাসার বাজার এবং বাবুর বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]ভাষা ও সংস্কৃতি
[সম্পাদনা]ভূ-প্রকৃতি ও ভৌগোলিক অবস্থানের কারনে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে ষোলনল ইউনিয়নের ভাষা ও সংস্কৃতির কিছুটা পার্থক্য রয়েছে। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে।আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ব্রাহ্মণবাড়ীয়া, ঢাকার ভাষার অনেকটা সাযুজ্য রয়েছে। গোমতী নদীর গতিপ্রকৃতি ইউনিয়নের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]হাজী বিল্লাল হোসেন (কর্তব্যরত চেয়ারম্যান)
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]https://sholonalup.comilla.gov.bd/
বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |