বিষয়বস্তুতে চলুন

শাহাদাত হোসেন (চট্টগ্রামের রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডা. শাহাদাত হোসেন
২০২৪ সালে শাহাদাত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ম মেয়র
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩ নভেম্বর ২০২৪
পূর্বসূরীতোফায়েল ইসলাম (প্রশাসক)
ব্যক্তিগত বিবরণ
জন্মচট্টগ্রাম, পূর্ব পাকিস্তান
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাক্তন শিক্ষার্থী
জীবিকাচিকিৎসক, রাজনীতিবিদ

ডা. শাহাদাত হোসেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও চিকিৎসক। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র[] তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি ছিলেন।[][] ২০২৪ সালের ৩ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান।[]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন রেসিডেন্সি প্রোগ্রাম সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

শাহাদাত হোসেন ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম সিটির মেয়র

[সম্পাদনা]

শাহাদাত হোসেন ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে রেজাউল করিম ৩ লাখ ৬৯ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের কারচুপির অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি শাহাদাত হোসেন মামলা করেন।[]

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতন হলে ১ অক্টোবর, নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন ডা. শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন। প্রজ্ঞাপন জারির পর ৩ নভেম্বর চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।[] তাকে শপথ বাক্য পাট করান বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চসিকের নতুন মেয়র হিসেবে শপথ নিলেন ডা. শাহাদাত"দ্য ডেইলি স্টার। ৩ নভেম্বর ২০২৪। 
  2. "Shahadat takes oath as CCC mayor"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০২৪। 
  3. "EC declares BNP leader Shahadat mayor of Chattogram"The Business Standard (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০২৪। 
  4. "শপথ নিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত"বাংলা ট্রিবিউন। ৩ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৪ 
  5. "চসিক মেয়র হিসেবে শপথ নিলেন ডা. শাহাদাত হোসেন"। বাংলাদেশ প্রতিদিন। ৩ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৪ 
  6. "চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. শাহাদাত হোসেন"বাংলাভিশন টিভি। ৩ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]