বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ
নীতিবাক্য | জীব সেবাই শিব সেবা |
---|---|
ধরন | মেডিকেল কলেজ এবং হাসপাতাল |
স্থাপিত | ১৯৫৬ |
অধিভুক্তি | পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | ডা. পঞ্চানন কুন্ডু |
ডিন | ডা. রণদেব বন্দ্যোপাধ্যায় |
স্নাতক | ২০০ |
স্নাতকোত্তর | ৮৯ (M.D./M.S.) |
অবস্থান | , , ৭২২১০২ , ২৩°১৪′০৩″ উত্তর ৮৭°০২′০৬″ পূর্ব / ২৩.২৩৪১০৪৪° উত্তর ৮৭.০৩৪৮৬৪৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | Urban |
ওয়েবসাইট | bsmedicalcollege |
![]() |

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ১৯২৬ সালে বাঁকুড়া সম্মিলনী ট্রাস্ট এই কলেজ স্থাপন করে। ১৯৬১ সালে পশ্চিমবঙ্গ সরকার এই কলেজ অধিগ্রহণ করে। প্রথমে ১৯৫৬ সালে ৫০-টি, পরে ২০০০ সালে ১০০-টি, ২০০৫ সালের ডিসেম্বর মাসে ১৫০-টি ও বর্তমানে ২০১৯ সালে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) কলেজের জন্য ২০০টি এমবিবিএস আসনের অনুমোদন দেয়। ২০০৯ সালের মার্চ মাসে এমসিআই জেনেরাল মেডিসিন, জেনেরাল সার্জারি, পেডিয়াট্রিক মেডিসিন ও গায়না ও অবস্টেট্রিকস-এ স্নাতকোত্তর পাঠক্রম অনুমোদন করে। বর্তমানে এখানে প্রতি বছর ৭৯-টি স্নাতকোত্তর ছাত্র ভর্তির অনুমতি আছে।[১]
কলেজের প্রশাসন পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস একজামিনেশন ও সিবিএসই পিএমটি। মোট আসনের ১৫ শতাংশ সিবিএসই পিএমটি ছাত্রদের জন্য সংরক্ষিত।
কলেজে ছাত্রদের জন্য ৪টি ও ছাত্রীদের জন্য ২টি ছাত্রাবাস আছে।
আরও দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]- ↑ "Official webpage"। ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।