বর্ধমানভুক্তি
অবয়ব
বর্ধমানভুক্তি অধুনা পশ্চিমবঙ্গের বর্ধমান ও বাঁকুড়া জেলাদুটি নিয়ে গঠিত একটি প্রাচীন ও মধ্যযুগীয় অঞ্চল।
গুপ্ত যুগে প্রাচীন বাংলার রাঢ় অঞ্চল একাধিক ছোটো অঞ্চলে বিভক্ত ছিল। যথা, কঙ্কগ্রামভুক্তি, বর্ধমানভুক্তি ও দণ্ডভুক্তি। এই অঞ্চলের তিন দিকে ছিল অজয় নদ, দ্বারকেশ্বর নদ ও হুগলি নদী। পশ্চিমে ছিল বনাঞ্চল।[১] বর্ধমানের মল্লসারুল তাম্রশাসন থেকে জন্য যায়, ষষ্ঠ শতাব্দীতে বর্ধমানভুক্তি স্বাধীন বঙ্গ রাজ্যের অধিপতি মহারাজাধিরাজ গোপচন্দ্রের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল।[২]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ Ghosh, Binoy, Paschim Banger Sanskriti, (in Bengali), part I, 1976 edition, pp. 82-86, Prakash Bhaban
- ↑ Alam, Aksadul। "Gopachandra" (English ভাষায়)। Banglapedia। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৫।