নামিবিয়ার ভাষা
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(অক্টোবর ২০২১) |

ইংরেজি ভাষা নামিবিয়ার সরকারি ভাষা।[১] প্রায় ৫% লোক মাতৃভাষা বা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষাতে কথা বলেন। আরও প্রায় ৭% লোক আফ্রিকান্স ভাষা ব্যবহার করেন। নামিবিয়াতে এখনও প্রায় হাজার বিশেক বক্তাবিশিষ্ট জার্মানভাষী সম্প্রদায় আছে। বেনুয়ে-কঙ্গো ভাষা পরিবার এবং খোইসান ভাষা পরিবারের প্রায় ২০টি ভাষা নামিবিয়াতে প্রচলিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Languages Of Namibia"। WorldAtlas (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭।