তিউনিসিয়ার ভাষা
অবয়ব

আরবি ভাষা তিউনিসিয়ার সরকারি ভাষা।[১] এই ভাষাতে তিউনিসিয়ার প্রায় ৯৮% লোক কথা বলে। এছাড়াও কিছু বার্বার ভাষাতে অনির্ণীত সংখ্যক কিছু লোক কথা বলে। বেশ কয়েক হাজার লোক ফরাসি ভাষাতে কথা বলে। আন্তর্জাতিক কাজকর্মে ফরাসি ভাষা ব্যবহার করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "WIPO Lex"। wipolex.wipo.int। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৭।