দাগি
দাগি | |
---|---|
![]() প্রচারণা পোস্টার | |
পরিচালক | শিহাব শাহীন |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | শিহাব শাহীন |
কাহিনিকার | শিহাব শাহীন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সাজিদ সরকার |
চিত্রগ্রাহক | শুভঙ্কর ভার |
সম্পাদক | জোবায়ের আবির পিল |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | চরকি (বাংলাদেশ) এসভিএফ (ভারত) |
মুক্তি | ঈদ-উল-ফিতর ২০২৫ |
স্থিতিকাল | ১৪২ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | আনু. ৳২ কোটি[১] |
আয় | আনুমানিক ২.৫ কোটি টাকা |
দাগি ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন। এসভিএফ আলফা-আই ও চরকি যৌথভাবে প্রযোজনা করেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। চলচ্চিত্রটি পবিত্র ঈদ-উল-ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
২০২৪ সালের ১০ই ডিসেম্বর চলচ্চিত্রটি একটি ভিডিওর মাধ্যমে ঘোষণা করা হয়[২] এবং ২০২৫ সালের ১১ মার্চ টিজার প্রকাশ করা হয়।[৩] শিহাব শাহীনের দ্বিতীয় সিনেমা ‘দাগি’।[৪]এটি সুড়ঙ্গ এর পর নিশোর একক ভাবে এবং তমা মির্জার সাথে জুটি হিসেবে দ্বিতীয় চলচ্চিত্র।[৫] শুভঙ্কর ভারের চিত্রগ্রহণে সম্পাদনা করেছেন জোবায়ের আবির পিল, সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার এবং শব্দ পরিকল্পনা করেছেন রিপন নাথ।
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- কয়েদি নম্বর ৭৮৬(নিশান) চরিত্রে আফরান নিশো [৬]
- কয়েদির (নিশান) স্ত্রীর চরিত্রে তমা মির্জা
- একটি বিশেষ চরিত্রে সুনেরাহ বিনতে কামাল [৭]
- বিশেষ চরিত্রে মনোজ কুমার প্রামানিক
- রাশেদ মামুন অপু
- গাজী রাকায়েত
- শহীদুজ্জামান সেলিম
- মিলি বাশার
- মনিরা আক্তার মিঠু
- মেহের আশা
- বাসার বাপ্পি
- প্রীতি আলভী
- লুৎফর রহমান শিমন্ত
নির্মাণ
[সম্পাদনা]২০২৪ সালের ১০ই ডিসেম্বর চলচ্চিত্রটি প্রাতিষ্ঠানিক ভাবে ঘোষণার মাধ্যমে চিত্রগ্রহণ শুরু হয়।[৫] ঢাকাসহ সৈয়দপুর, রাজশাহী, গাজীপুরের বিভিন্ন এলাকায় শুটিং চলে। পরিশেষে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শেষ হয়।[৮]
উৎপাদন পরবর্তী
[সম্পাদনা]২০২৫ সালের ১১ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে ট্রিজার প্রকাশ করা হয়। যেখানে আফরান নিশোকে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে দেখা যায়।[৮] ২০২৫ সালের ২৪ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সর্ব সাধরণের সামনে প্রদর্শনের অনাপত্তি সনদ পায়।
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ২০২৫ সালে ঈদ-উল-ফিতরে উপলক্ষে বরবাদ, জংলি, চক্কর ৩০২, জ্বীন ৩ ও অন্তরাত্মার সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ভারতে এসভিএফ এবং বাংলাদেশে চরকি বিতরণ করবে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আলম (২০২৫-০৩-২৪)। "ঈদের সিনেমার কোনটির কত বাজেট"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৪। অজানা প্যারামিটার
|বক্স অফিস ৳20 কোটি=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ SVF (২০২৪-১২-১০)। "Daagi (দাগি) - Official Announcement | Afran Nisho, Tama, Sunerah, Shihab S | Alpha-i | Chorki | SVF"।
- ↑ SVF (২০২৫-০৩-১১)। "Daagi (দাগি)| Official Teaser | Afran Nisho | Tama | Sunerah | Shihab Shaheen | SVF Alpha-i | Chorki"।
- ↑ Bharat, E. T. V. (২০২৫-০৩-১৩)। "'দাগি' আসামি হয়ে ফিরলেন আফরান নিশো, কবে মুক্তি?"। ETV Bharat News। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-১৪।
- ↑ ক খ প্রতিবেদকঢাকা, বিনোদন। "কয়েদি নম্বর ৭৮৬! 'দাগি'র টিজারে 'সুড়ঙ্গ' জুটির চমক"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-১১।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "'দাগি'র টিজারে 'কয়েদি' নিশো (ভিডিও) | কালবেলা"। কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-১৪।
- ↑ "'দাগি'তে সুনেরাহর বাবা নিশো, মা তমা মির্জা!"। www.kalerkantho.com। ২০২৫-০৩-১২। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-১৪।
- ↑ ক খ bdnews24.com। "জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, বললেন নিশো"। জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, বললেন নিশো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে দাগি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে দাগি
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |