জংলি (২০২৫-এর চলচ্চিত্র)
জংলি | |
---|---|
![]() প্রচারণা পোস্টার | |
পরিচালক | এম রহিম |
প্রযোজক | জাহিদ হাসান |
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার | আজাদ খান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | প্রিন্স মাহমুদ |
চিত্রগ্রাহক | রিপন চৌধুরী |
সম্পাদক | মো: কালাম |
প্রযোজনা কোম্পানি | এমআইবি স্টুডিও টাইগার মিডিয়া |
পরিবেশক | দ্যা অভি কথাচিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫২ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | আনু. ৳২.৫ কোটি [১] |
আয় | প্রায় ৳১.৫ কোটি [২] |
জংলি ২০২৫ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। পরিচালনা করেছেন এম রাহিম। আজাদ খানের গল্পে চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা।[৩][৪] প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।[৫] যা ২০২৫ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।[৬]
২০২৪ সালের শুরুতে চিত্রধারণ শুরু হয় এবং ২৯ মার্চে সিয়ামের জন্মদিনে তার প্রথম দর্শন প্রকাশ করা হয়।[৭][৮][৩] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান রহমান খান।[৯]
কাহিনী
[সম্পাদনা]জনি ভার্সিটিতে পড়ে। ভার্সিটিতে মারামারি করার জন্য তার দুর্নাম আছে। বাবা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই বিবেচনায় তাকে ছাড় দেওয়া হয় বারবার। তবে জনির এই বেপরোয়া আচরণের পেছনে রয়েছে তার বাবার সঙ্গে দূরত্ব। দুর্ঘটনায় মায়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে বাবা। তারই ভার্সিটিতে পড়া নূপুরকে ভালোবাসে জনি। তাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে চায়। কিন্তু বিধি বাম! অপ্রত্যাশিতভাবে একদিন অন্যদিকে মোড় নেয় সে সম্পর্ক। সবকিছু ছেড়ে তাই সে বের হয়ে যায়, হয়ে ওঠে সত্যিকার অর্থেই ‘জংলি’, কোনো কিছুই যাকে আর ছুঁতে পারে না। সেই জংলির জীবনে উড়ে এসে জুড়ে বসে এক ছোট্ট মেয়ে, পাখি। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারে জংলির মন বদলাতে? নাকি জংলি জংলিই থেকে যায়?[১০]
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- সিয়াম আহমেদ - জনি
- শবনম বুবলি - তিথি
- নৈঋতা হাসিন রৌদ্রময়ী - পাখি
- রাশেদ মামুন অপু - সাংবাদিক
- সোহেল খান
- আরফান মৃধা শিবলু
- শহীদুজ্জামান সেলিম - একজন জ্যেষ্ঠ আইনজীবী
- সুব্রত বড়ুয়া
- প্রার্থনা ফারদিন দীঘি - নূপুর
- দিলারা জামান
- গুলশান আরা আহমেদ - তিথির মা
নির্মাণ
[সম্পাদনা]২০২৪ সালের শুরুতে চিত্রধারণ শুরু হয়। পর্যায়ক্রমে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় চিত্রধারণের কাজ চলে।[১১]
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ২০২৪ সালে বেশ ক’বার ঘোষণা এলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে আর মুক্তি পায়নি। পরিশেষে ২০২৫ সালে ৩১শে মার্চ ঈদুল ফিতর উপলক্ষে বরবাদ, চক্কর ৩০২, দাগি, জ্বীন ৩ ও অন্তরাত্মার সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
২০২৫ সালের ২২শে ফেব্রুয়ারি একটি প্রি টিজারে চলচ্চিত্রটি মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়।[১২] এবং পরবর্তীতে যথাক্রমে সিনেমার গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। ২০২৫ সালের ২৪ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সর্ব সাধরণের সামনে প্রদর্শনের অনাপত্তি সনদ পায়। সবশেষে মার্চের ৩১ তারিখ পবিত্র ঈদ-উল-ফিতরের দিন চলচ্চিত্রটি মুক্তি পায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আলম, মনজুরুল (২০২৫-০৩-২৪)। "ঈদের সিনেমার কোনটির কত বাজেট"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৪।
- ↑ "জানা গেল ১৬ দিনে 'জংলি'র আয়"। সময় টিভি। ২০২৫-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-১৮।
- ↑ ক খ "জংলি সিয়াম এবার আরবান লুকে"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২৫-০২-০৯। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২৪।
- ↑ প্রতিবেদকঢাকা, বিনোদন। "নতুন লুকে সিয়ামের চমক"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২৪।
- ↑ প্রতিবেদকঢাকা, বিনোদন। "সাত মাস ধরে চুল কাটেননি সিয়াম..."। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২৪।
- ↑ "সিয়ামের 'জংলি' মুক্তির নতুন তারিখ ঘোষণা"। Independent Television। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১০।
- ↑ "জন্মদিনে 'জংলি' হয়ে ধরা দিলেন সিয়াম"। rtvonline.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২৪।
- ↑ bdnews24.com। "অভিনব প্রচারে 'জংলি' টিম"। অভিনব প্রচারে ‘জংলি’ টিম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২৪।
- ↑ অনলাইন, চ্যানেল আই (২০২৫-০২-০৯)। "'জংলি'তে সিয়ামের নতুন লুক প্রকাশ"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২৪।
- ↑ নাগ, পৃথা পারমিতা (২০২৫-০৪-১০)। "মেয়ের গায়ে হাত দিলে ভদ্র বাপও জংলি হয়া যায়..."। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-১৭।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৪-০৪-২১)। "'জংলি'র শুটিং শুরু, সিয়ামের নায়িকা কি বুবলী"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২৪।
- ↑ SAMAKAL। "দীঘির সঙ্গে সিয়াম কেনো এমন কাণ্ড করলেন?"। দীঘির সঙ্গে সিয়াম কেনো এমন কাণ্ড করলেন? (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে জংলি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে জংলি
![]() |
বাংলা চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |