জোবাইদা রহমান
জোবাইদা রহমান | |
---|---|
![]() ২০২৩ সালে জোবাইদা রহমান | |
জন্ম | [১] | ১৮ জুন ১৯৭২
জাতীয়তা | |
মাতৃশিক্ষায়তন | |
পেশা | রাজনীতিবিদ, চিকিৎসক |
উপাধি | ডাক্তার |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
দাম্পত্য সঙ্গী | তারেক রহমান (বি. ১৯৯৪) |
সন্তান | জাইমা রহমান (কন্যা) |
পিতা-মাতা | মাহবুব আলী খান (বাবা)
সৈয়দা ইকবাল মান্দ বানু (মা) |
আত্মীয় | খালেদা জিয়া (শাশুড়ি) জিয়াউর রহমান (শশুর) এমএজি ওসমানী (চাচা) আইরিন খান (চাচাতো বোন) |
ওয়েবসাইট | www |
জোবাইদা রহমান (জন্ম: ১৮ জুন ১৯৭২) একজন বাংলাদেশী চিকিৎসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের কাকা। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খান এর চাচাতো বোন।[৩]
১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারী তারেক রাহমানের সাথে জোবাইদার বিয়ে হয়।[৪] ২০০৮ সালে তারেকের জেলমুক্তির পর শিক্ষাছুটি নিয়ে তারেকের চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।[৫]
কর্মজীবন
[সম্পাদনা]জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন।[৬] পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস (বিসিএস)পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকুরীতে যোগ দেন। এর দুই বছর আগে তারেকের সঙ্গে বিয়ে হয় জোবাইদার।[৫]
জিয়া পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ দুই নেতা দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় জোবাইদা রহমানের দলের হাল ধরার কথা প্রচার হলেও তিনি কখনো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি কিংবা প্রত্যক্ষ রাজনীতিতে তাকে দেখা যায় নি।[২][৩]
জোবাইদা রহমানের রাজনীতিতে আসা নিয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার বৈঠকে মন্তব্য করেছিলেন-
সে (জোবাইদা) শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে। সে রাজনীতিতে এলে ভালোই হবে।[৭]
মামলা ও বিতর্ক
[সম্পাদনা]জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের জরুরি সরকারের শাসনামলে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা ও জোবাইদার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় দুদক মামলা করে। যার ফলে আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়।[৮][৯] ২০২৪ সালে এই মামলার সাজা স্থগিত করা হয়।[১০]
২০০৮ সালে শিক্ষাছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর আবার দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরও ফেরত এসে চাকুরীতে যোগ না দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছে।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Official Site of zubaida Rahman"। www.zubaidarahman.net। ৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৩।
- ↑ ক খ "আলোচনায় ডা. জোবাইদা রহমান"। একুশে টিভি। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৮।
- ↑ ক খ "আলোচনায় ডা. জোবাইদা"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৮।
- ↑ "Personal life"। Tarique Rahman। Archived from the original on ২০২৪-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০১৫-১১-২৮।
- ↑ ক খ গ "তারেকের স্ত্রী ডা. জোবাইদা বরখাস্ত"। Risingbd Online Bangla News Portal। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৮।
- ↑ "শুভ জন্মদিন ডা. জোবাইদা রহমান"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮।
- ↑ "তারেকের স্ত্রী জোবাইদার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী"। Bangla Tribune। ২০২২-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৮।
- ↑ "জোবাইদা রহমান ন্যায় বিচার পাননি: রিজভী"। banglanews24.com। ২০২২-০৪-১৩। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৮।
- ↑ "জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে: সুপ্রিম কোর্ট"। দ্য ডেইলি স্টার Bangla। ২০২২-০৪-১৩। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৮।
- ↑ "জুবাইদা রহমানের সাজা স্থগিত"। দৈনিক প্রথম আলো। ২ অক্টোবর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে জোবাইদা রহমান সম্পর্কিত মিডিয়া দেখুন।