বিষয়বস্তুতে চলুন

জাইমা রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাইমা রহমান
জন্ম (1995-10-26) ২৬ অক্টোবর ১৯৯৫ (বয়স ২৯)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাকুইন মেরি বিশ্ববিদ্যালয়
মাতৃশিক্ষায়তনইন্টারন্যাশনাল স্কুল ঢাকা
পেশাআইনজীবী
পিতা-মাতা

জাইমা রহমান (জন্ম: ২৬ অক্টোবর[] ১৯৯৫) একজন আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশী চিকিৎসক ডা. জোবাইদা রহমানের কন্যা। তার পিতামহ ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার মাতামহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া[] পেশাগত জীবনে তিনি লন্ডনে আইন শিক্ষা সম্পন্ন করে বার অ্যাট ল সম্পন্নকারী একজন ব্যারিস্টার। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি আন্তর্জাতিক প্রার্থনা অনুষ্ঠানে (ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট) অংশ নিয়ে পিতার প্রতিনিধিত্ব করার মাধ্যমে তিনি গণমাধ্যম ও রাজনৈতিক মহলের নজরে আসেন।[]

প্রাথমিক জীবন ও পরিবার

[সম্পাদনা]

জাইমা রহমান ১৯৯৫ সালের অক্টোবর মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন[][]। তার পিতা তারেক রহমান একজন রাজনীতিক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মাতা ডা. জুবাইদা রহমান একজন চিকিৎসক।[] জাইমা তার শৈশবের উল্লেখযোগ্য অংশ ঢাকার শহীদ মইনুল রোডের বাসভবনে দাদি খালেদা জিয়ার সাথে কাটিয়েছেন।[] পারিবারিকভাবে তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনী।[] তিনি তারেক ও জুবাইদার একমাত্র সন্তান এবং তার কোনো ভাইবােন নেই।[] তার নানী সৈয়দা ইকবাল মান্দ বানু ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান।[] এছাড়াও তার মায়ের কাকা জেনারেল এমএজি ওসমানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক, এবং মায়ের চাচাতো বোন আইরিন খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রাক্তন সেক্রেটারি জেনারেল।

শিক্ষা

[সম্পাদনা]

ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) থেকে বিদ্যালয় পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করার পর ২০০৭-২০০৮ সালের রাজনৈতিক পরিবর্তনের সময় পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে প্রবাস জীবন শুরু করেন জাইমা রহমান।[] যুক্তরাজ্যে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন অধ্যয়ন করে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডনের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে ২০১৯ সালে বার অ্যাট ল (Barrister-at-Law) সম্পন্ন করেন।[][]

পেশাগত জীবন

[সম্পাদনা]

আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে ব্যারিস্টার হওয়া ও পেশাগত জীবনে আইনজীবী জাইমা রহমান ২০২৫ সাল পর্যন্ত সক্রিয় রাজনৈতিক অঙ্গনে যুক্ত হননি।[]

আলোচিত কার্যক্রম

[সম্পাদনা]

২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধি হিসেবে অংশ নেন জাইমা রহমান।[] তিন সদস্যের এই বিএনপি প্রতিনিধিদলে তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন।[] ওই সফরের সময় জাইমা রহমান যুক্তরাষ্ট্রের সাবেক গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ. ডেস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনারের সাথে সাক্ষাৎ করেন।[][] এটি ছিল বিএনপির কোন আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে জাইমার প্রথম অংশগ্রহণ এবং এই ঘটনাকে দল ও দলের বাইরে জাইমা রহমানকে ভবিষ্যতে রাজনীতিতে অংশগ্রহণের সম্ভাবনা দেখা হয়েছে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Debut of third generation in BNP politics"Daily Sun। ১২ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫ 
  2. "ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান" [Barrister Zaima Rahman has arrived in Washington DC]। ইত্তেফাক। ৫ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫ 
  3. "Zaima to represent father Tarique at National Prayer Breakfast, sparking political speculations"UNB (United News of Bangladesh)। ৩ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫ 
  4. "নানা আয়োজনে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদযাপন"ntvbd.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-১০-২৫। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-০৪ 
  5. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম"আত্মসমর্পণ করে জামিন পেলেন তারেকের শাশুড়ি"আত্মসমর্পণ করে জামিন পেলেন তারেকের শাশুড়ি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-০৪ 
  6. মোমিন, আবদুল। "বার-এট-ল ডিগ্রি লাভে শুভেচ্ছায় সিক্ত জাইমা রহমান"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-০৪ 
  7. "মার্কিন নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে জাইমা রহমানের বৈঠক"Jugantor। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-০৪ 
  8. "BNP delegation meets ex-US assistant secretary Robert Destro"The Financial Express। ৬ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫ 
  9. "'ভবিষ্যতই বলে দেবে জাইমা রহমান কতদূর যাবেন'" [“Only the future will tell how far Zaima Rahman will go”]। বাংলা ট্রিবিউন। ৬ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫