ছোট মহেশখালী ইউনিয়ন
ছোট মহেশখালী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ছোট মহেশখালী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৩২′৫২″ উত্তর ৯১°৫৭′২৪″ পূর্ব / ২১.৫৪৭৭৮° উত্তর ৯১.৯৫৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | মহেশখালী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ জিহাদ বিন আলী |
আয়তন | |
• মোট | ৬.৯০ বর্গকিমি (২.৬৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৮,৬৬৪ |
• জনঘনত্ব | ৪,২০০/বর্গকিমি (১১,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
ছোট মহেশখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ছোট মহেশখালী ইউনিয়নের আয়তন ১৭০৫ একর (৬.৯০ বর্গ কিলোমিটার)।[১] এটি মহেশখালী উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ছোট মহেশখালী ইউনিয়নের লোকসংখ্যা ২৮,৬৬৪ জন। এর মধ্যে পুরুষ ১৫,১০৬ জন এবং মহিলা ১৩,৫৫৮ জন।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মহেশখালী উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ছোট মহেশখালী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে শাপলাপুর ইউনিয়ন, পশ্চিমে বড় মহেশখালী ইউনিয়ন, দক্ষিণে মহেশখালী পৌরসভা এবং পূর্বে মহেশখালী চ্যানেল, কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন ও পোকখালী ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]মহেশখালী উপজেলার অর্ন্তগত বৃহত্তর গোরকঘাটা ইউনিয়ন থেকে ১৯৯১ সালের ৩১ অক্টোবর ৯নং ছোট মহেশখালী ইউনিয়ন গঠন করা হয়।[৩]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ছোট মহেশখালী ইউনিয়ন মহেশখালী উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মহেশখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর সিপাহীর পাড়া, মধ্যম সিপাহীর পাড়া |
২নং ওয়ার্ড | পূর্ব সিপাহীর পাড়া, দক্ষিণ সিপাহীর পাড়া |
৩নং ওয়ার্ড | দক্ষিণ নলবিলা |
৪নং ওয়ার্ড | উম্বনিয়া পাড়া, উত্তর কূল, বশিরাখোলা |
৫নং ওয়ার্ড | লম্বাঘোনা, দক্ষিণ কূল |
৬নং ওয়ার্ড | লম্বাঘোনা পূর্ব, মাইজ পাড়া, মুদিরছড়া, আহমদিয়া কাটা |
৭নং ওয়ার্ড | ডেইল পাড়া |
৮নং ওয়ার্ড | পশ্চিম ঠাকুরতলা |
৯নং ওয়ার্ড | ঠাকুরতলা |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]ছোট মহেশখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৩৫%। এ ইউনিয়নে ২টি দাখিল মাদ্রাসা, ১টি এতিমখানা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি প্রাথমিক বিদ্যালয়, বেশ কয়েকটি ইবতেদায়ী-নূরানী মাদ্রাসা ও ১টি বেসরকারি গণগ্রন্থাগার রয়েছে।
- মাদ্রাসা
- আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা[৪]
- সিপাহীরপাড়া মদিনাতুল উলুম সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- হযরত শাহ জালাল (রহ.) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা[৫]
- মাধ্যমিক বিদ্যালয়
- ছোট মহেশখালী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ছোট মহেশখালী বহুমূখী আদর্শ উচ্চ বিদ্যালয়[৬]
- প্রাথমিক বিদ্যালয়
- আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুদিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সিপাহীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইউসুফ নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গণগ্রন্থাগার
[সম্পাদনা]২০০৩ সালে মুহাম্মদ এরফান উল্লাহর প্রস্তাবে ও নেতৃত্বে ঠাকুরতলার ডেইল পাড়ায় সলিম উল্লাহ, সন্তোষ কুমার দত্ত, মোহাম্মদ ফখর উদ্দীন, তৌহিদুল আলম পারভেজ, মুহাম্মদ শাহজাহান, নুরুল আলম, শিহাব উদ্দিন, ইমরান উল্লাহ ও আব্দুর রহিম প্রমুখের সমন্বয়ে ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি (World Amity Library) নামে একটি বেসরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। বিগত ১০/১০/২০২১ইং তারিখে জেলা সরকারি গণগ্রন্থাগার,কক্সবাজারের অধীনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণগ্রন্থাগার অধিদপ্তরে এটি বেসরকারি গ্রন্থাগার হিসাবে তালিকাভুক্তি হয়, যাঁর নম্বর: কক্স/০৭/২০২১, তারিখ:১০/১০/২০২১খ্রি.। এ গণগ্রন্থাগারে প্রায় সহস্রাধিক বই, সাময়িকী, পত্রিকা ইত্যাদি রয়েছে। এখানে একজন গ্রন্থাগারিক নিয়মিত দায়িত্ব পালন করে থাকেন। এটি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে, বিশেষত বাদে আছর হতে আগ মাগরিব (বিকাল ০৪:০০-০৬:০০টা) পযর্ন্ত এটি খোলা থাকে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ছোট মহেশখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল মহেশখালী-শাপলাপুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা টমটম।
খাল ও নদী
[সম্পাদনা]ছোট মহেশখালী ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে মহেশখালী চ্যানেল। এছাড়া রয়েছে গোরকঘাটা খাল, ছেংছড়ি খাল, বড়খাল।[৭]
হাট-বাজার
[সম্পাদনা]ছোট মহেশখালী ইউনিয়নের প্রধান হাট/বাজার হল লম্বাঘোনা বাজার।[৮] এ ছাড়াও ঠাকুরতলা মোড়ে ও ঠাকুরতলা হিন্দু পাড়ার ভিতরে সন্ধ্যায় অস্থায়ী মাছের বাজার বসে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- আদিনাথ মন্দির ও আদিনাথ জেটি।[৯]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]- প্রথম চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী
- দ্বিতীয় চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান
- তৃতীয় চেয়ারম্যান জনাব আব্দুস সামাদ
- চতুর্থ চেয়ারম্যান জনাব সিরাজুল মোস্তফা
- পঞ্চম চেয়ারম্যান জনাব জিহাদ বিন আলী
- বর্তমান চেয়ারম্যান: রিয়ান সিকদার
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মহেশখালী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - ছোট মহেশখালী ইউনিয়ন - ছোট মহেশখালী ইউনিয়ন"। chotamoheshkhaliup.coxsbazar.gov.bd। ৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "ছোটমহেশখালী ইউনিয়নের ইতিহাস - ছোট মহেশখালী ইউনিয়ন - ছোট মহেশখালী ইউনিয়ন"। chotamoheshkhaliup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Our Madrasha | Welcome To Anjuman-E- Rahmania Ahmadia Sunnia Trust" (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১০।
- ↑ "মাদ্রাসা - ছোট মহেশখালী ইউনিয়ন - ছোট মহেশখালী ইউনিয়ন"। chotamoheshkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ছোট মহেশখালী ইউনিয়ন - ছোট মহেশখালী ইউনিয়ন"। chotamoheshkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "খাল ও নদী - ছোট মহেশখালী ইউনিয়ন - ছোট মহেশখালী ইউনিয়ন"। chotamoheshkhaliup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - ছোট মহেশখালী ইউনিয়ন - ছোট মহেশখালী ইউনিয়ন"। chotamoheshkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - ছোট মহেশখালী ইউনিয়ন - ছোট মহেশখালী ইউনিয়ন"। chotamoheshkhaliup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।