নেতাজি ভবন মেট্রো স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেতাজি ভবন
কলকাতা মেট্রো স্টেশন
স্থানাঙ্ক২২°৩২′০০″ উত্তর ৮৮°২০′৪৬″ পূর্ব / ২২.৫৩৩৩৩° উত্তর ৮৮.৩৪৬১১° পূর্ব / 22.53333; 88.34611
প্ল্যাটফর্মআইল্যান্ড প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনভূগর্ভস্থ
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন কলকাতা মেট্রোর লোগো কলকাতা মেট্রো পরবর্তী স্টেশন
রবীন্দ্র সদন
অভিমুখে দক্ষিণেশ্বর
নীল লাইন যতীন দাস পার্ক
অভিমুখে কবি সুভাষ
অবস্থান
মানচিত্র

নেতাজি ভবন মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রোর একটি স্টেশন। [১]

নামকরণ[সম্পাদনা]

এই স্টেশনের আগে নাম ছিল ভবানীপুর মেট্রো স্টেশন। স্টেশনটি নিকটে অবস্থিত নেতাজি ভবনের নামে নামাঙ্কিত। নেতাজি ভবন হল স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাসভবন। বর্তমানে বাড়িটি একটি সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র।

অভ্যন্তরীন সাজসজ্জা[সম্পাদনা]

নেতাজির জীবনের নানা ঘটনা তাই এই স্টেশনের গায়ে চিত্রিত করা হয়েছে।

বিশেষত্ব[সম্পাদনা]

কলকাতা মেট্রোর উদ্বোধনের সময় এই স্টেশনটিই ছিল মেট্রোর দক্ষিণ টার্মিনাল। আশুতোষ মেমোরিয়াল হল , শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল ও যদুবাবুর বাজার এই স্টেশনের কাছে অবস্থিত।

২০১৮ সালে আন্তর্জাতিক নারী দিবস থেকেই নেতাজি ভবন স্টেশনকে পুরোপুরি মহিলা চালিত হিসেবে ঘোষণা করা হয়েছে।[২]

পাদটীকা[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৩ 
  2. "নারী দিবসে দুই স্টেশন পুরো মহিলা পরিচালিত" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]