হাজরাপুর ইউনিয়ন
হাজরাপুর | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মাগুরা জেলা |
উপজেলা | মাগুরা সদর উপজেলা ![]() |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৩,০৭৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
হাজরাপুর ইউনিয়ন বাংলাদেশর খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]হাজরাপুর ইউনিয়ন খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার অন্তর্গত। মাগুরা সদর উপজেলার মাগুরা- ঝিনাইদহ মহাসড়কের ৬ কিলোমিটার পশ্চিম দিকে ইছাখাদা পুরাতন বাজার নামক স্থানে ৫নং হাজরাপুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ১৪.৭০ বর্গ কিলোমিটার[১]
ইতিহাস
[সম্পাদনা]বর্তমান ইউনিয়ন ভবনটির স্থাপন কাল ১৯৬০ সাল।
প্রশাসনিক বিন্যাস
[সম্পাদনা]২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় ২৩,০৭৫ জন। হাজরাপুর ইউনিয়নে মৌজার সংখ্যা- ১৪টি এবং মোট গ্রাম সংখ্যা ১৫টি। গ্রামের নাম সমূহঃ-
ক্রমিক | গ্রামের নাম | ওয়ার্ড নম্বর | ডাকঘর |
---|---|---|---|
১ | ইছাখাদা | ১ নং ওয়ার্ড | রাউতড়া |
২ | মিঠাপুর | ২ নং ওয়ার্ড | রাউতড়া |
৩ | গাংগুলিয়া | ৬ নং ওয়ার্ড | রাউতড়া |
৪ | খালিমপুর | ৩ নং ওয়ার্ড | রাউতড়া |
৫ | হাজরাপুর | ৩ নং ওয়ার্ড | রাউতড়া |
৬ | রাজারামপুর | ৪ নং ওয়ার্ড | রাউতড়া |
৭ | বামনপুর | ৬ নং ওয়ার্ড | রাউতড়া |
৮ | বাঁশতৈল | ৬নং ওয়ার্ড | রাউতড়া |
৯ | নন্দলালপুর | ৬ নং ওয়ার্ড | রাউতড়া |
১০ | গৌরীচরণপুর | ৭ নং ওয়ার্ড | রাউতড়া |
১১ | নোওয়াপাড়া | ৮ নং ওয়ার্ড | রাউতড়া |
১২ | সাচানী | ৮ নং ওয়ার্ড | রাউতড়া |
১৩ | রামনগর | ৯ নং ওয়ার্ড | রাউতড়া |
১৪ | রাউতড়া | ১০ নং ওয়ার্ড | রাউতড়া |
১৫ | উথলি | ১০ নং ওয়ার্ড | রাউতড়া |
শিক্ষা
[সম্পাদনা]২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানে শিক্ষার হার– ৪৯%।
- সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৬টি
- বেসরকরি প্রাঃ বিদ্যালয়- ৩টি # উচ্চ বিদ্যালয়ঃ ২টি
- মাদ্রাসা- ১টি
- গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫ টি।
স্বাস্থ্য
[সম্পাদনা]কৃষি
[সম্পাদনা]যোগাযোগ
[সম্পাদনা]মাগুরা- শহরের ভায়না রোড বাস স্ট্যান্ড থেকে ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা পুরাতন বাজারে নামতে হবে। হাজরাপুর ইউনিয়ন মাগুরা শহর থেকে ৬ কিলোমিটার পশ্চিমে ইছাখাদা পুরাতন বাজার নামক স্থানে ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি অবস্থিত। মাগুরা জেলা শহর থেকে হাজরাপুর যাতায়াতের মাধ্যম রয়েছে বাস, অটো রিক্সা, সিএসজি, মটর চালিত ভ্যান ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]দর্শনীয় স্থান
[সম্পাদনা]- আলমখালী নদী
- পীর মুকাররম আলী শাহ এর মাজার শরীফ
- রাজারামপুর ও হাজরাপুরের নীলকুঠি
- রাউতড়া গিরিধারী অাশ্রম
- রাউতড়া পশ্চিমপাড়া দুর্গা মন্দির
- রাউতড়া মধ্যপাড়া কালী মন্দির
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "এক নজরে হাজরাপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ০৪ আগস্ট ২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]