স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
গঠিত | ২৪ নভেম্বর ২০১৯ |
---|---|
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | সরকারি অধিদপ্তর |
সদরদপ্তর | ৬৭, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, মহাখালী, ঢাকা - ১২১২ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
পরিষেবা | চিকিৎসা |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
মহাপরিচালক | ডা. মো. টিটো মিঞা |
প্রধান প্রতিষ্ঠান | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় |
সম্পৃক্ত সংগঠন | স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ |
ওয়েবসাইট | dgme |
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। মানসম্মত মেডিকেল শিক্ষা সমুন্নত রাখা, মেডিকেল শিক্ষার আধুনিকায়ন ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা ব্যবস্থা সমুন্নত রাখতে এই অধিদপ্তর গঠন করা হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]২৪ নভেম্বর, ২০১৯ সালে স্বাস্থ্য অধিদপ্তরকে দুই ভাগ করে চিকিৎসা শিক্ষা বিভাগের জন্য "স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর" নামে আলাদা অধিদপ্তর গঠন করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের হাতে ন্যস্ত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।[২] স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত সব প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন ও গবেষণার বিষয়গুলো দেখভালের পাশাপাশি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ম্যাটস ও হেলথ টেকনোলজিসহ স্বাস্থ্য সংক্রান্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এ অধিদপ্তরের অধিভুক্ত।[৩]
গঠন
[সম্পাদনা]- মহাপরিচালক: ১ জন
- অতিরিক্ত মহাপরিচালক: ২ জন
- পরিচালক: ৮ জন
- উপ-পরিচালক: ৭ জন
- সহকারী পরিচালক: ১৩ জন
সহ মোট ১৪৯টি পদ সৃষ্টি ও আগের চিকিৎসা শিক্ষা বিভাগের ২৯টি পদসহ মোট ১৭৮টি পদ নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গঠন করা হয়।[৩]
অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ
[সম্পাদনা]সরকারি প্রতিষ্ঠানসমূহ
[সম্পাদনা]- ৩৭টি সরকারি মেডিকেল কলেজ ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
- ঢাকা ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিট
- ২৮টি পোস্ট গ্র্যাজুয়েট প্রতিষ্ঠান
- ১৬টি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্)
- ২৩ টি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি)]
- সেন্টার ফর মেডিকেল এডুকেশন
- সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
- সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
- সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
বেসরকারি প্রতিষ্ঠানসমূহ
[সম্পাদনা]- ৭১টি মেডিকেল কলেজ
- ৫টি আর্মি মেডিকেল কলেজ
- ১২টি ডেন্টাল কলেজ
- ১৪টি ডেন্টাল ইউনিট
- ১৩টি স্বায়ত্বশাসিত ও পোস্ট গ্র্যাজুয়েট প্রতিষ্ঠান
- ২০০টি মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্)
- ৯৭টি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি)
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পরিক্রমা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর"। dgme.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ" (পিডিএফ)। mefwd.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ ক খ গ "গঠন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর"। dgme.gov.bd। ২০২২-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।