সলঙ্গা ইউনিয়নবাংলাদেশেররাজশাহী বিভাগেরসিরাজগঞ্জ জেলারউল্লাপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৩৪.২৫ বর্গকিমি (১৩.২২ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪৪,৮২১ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৫টি ও মৌজার সংখ্যা ১৬টি।[৩] জনসংখ্যার শতকরা ৯৫% মুসলমান, ৪% এবং১% অন্যান্য ধর্মাম্বধী। শতকরা ৮০% ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল। এখানেধান, পাট, আলু, শরিষাসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়। এখানে ৫টি উচ্চ বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩টিমাদরাসা, ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ধরণেরশিক্ষা প্রতিষ্ঠান আছে। ১৫ কিলোমিটার পাকা রাস্তা, ৪০ কিলোমিটার কাঁচা রাস্তাআছে। ঢাকা-রাজশাহী বিশ্ব রোর্ড যোগাযোগ আছে যা ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে বয়ে গেছে। এছাড়া ছোট বড় বেশ কয়েকটি ব্রীজ ওকালভার্ট আছে। মাঝামাঝি ১টি নদী আছে।
↑"সলংগা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
↑"Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।