রামদী ইউনিয়ন
রামদী | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে রামদী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৯′০″ উত্তর ৯০°৫৪′০″ পূর্ব / ২৪.১৫০০০° উত্তর ৯০.৯০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | কুলিয়ারচর উপজেলা ![]() |
সরকার | |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
'রামদী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার একটি ইউনিয়ন।[১]
প্রশাসনিক অঞ্চল
[সম্পাদনা]রামদী ইউনিয়ন ২৮টি গ্রাম নিয়ে গঠিত। সেগুলি হল:
১। পীরপুর
২। পূর্বভাগলপুর
৩। ক্ষুদ্রভাগলপুর
৪। রামদী
৫। বড়চর
৬। পূর্বতারাকান্দি
৭। বালুচর
৮। আগরপুর পূর্বপাড়া
৯। আগরপুর দক্ষিণপাড়া
১০। আগরপুর উত্তরপাড়া
১১। আগরপুর মধ্যপাড়া
১২। আগরপুর পশ্চিমপাড়া
১৩। পশ্চিম তারাকান্দি
১৪। আগরপুর তেমনিপাড়া
১৫। আগরপুর দাসপাড়া
১৬। আগরপুর মোদকপাড়া
১৭। বাগপাড়া
১৮। আতকাপাড়া
১৯। খালখাড়া
২০। কোনাপাড়া
২১। মনোহরপুর
২২। পূর্বজগতচর
২৩। পশ্চিম জগতচর
২৪। উত্তর জাফরাবাদ
২৫। মোজরাই
২৬। পূর্ব মোজরাই
২৭। আমোদরকান্দি
২৮। তারাকান্দি ঘোষপাড়া।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]রামদী ইউপিতে ১২টি মাদরাসা (পুরুষ ৭টি,মহিলা ৫টি) ৯টি সরকারী প্রাইমারী স্কুল,কে,জি স্কুল ৬টি, সরকারি নিম্ন মাধ্যমিক স্কুল ৩টি, কলেজ ১টি,বিশ্ববিদ্যালয় পর্যায়ের কওমী মাদরাসা রয়েছে। আল্লামা বাহাউদ্দীন (দাঃবাঃ) কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া ইসলামিয়া আগরপুর বাসষ্ট্যান্ড ও মদীনাতুল উলূম আদর্শপাড়া এ দুটি উল্লেখযোগ্য কওমী মাদরাসা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কুলিয়ারচর উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |