আড়ষ্ট অনুবাদের সতর্কবার্তাস্বরূপ {{subst:machine-trans-warn|ক্রিস্তাদেল্ফিয়ান|header=1}} টেক্সটটি কাজ করছে না। এখানে দেখুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:২৫, ১১ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- আসলে ঐ নামে কোনো টেমপ্লেট-ই নেই। সাবস্টিটিউ হবে কী করে? এ জন্য এ সমস্যা। আমি আগামীকাল টেমপ্লেটি তৈরি করে দেওয়ার চেস্টা করবো। — তানভির • আলাপ • ১৮:০৬, ১১ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
আমি আজকে কমন্সে mp3, wav file আপ করতে গিয়ে দেখি সেগুলো আপ করা যায় না। কী করা যায় জানাবেন কি ভাই? ফাইলগুলো উইকিপিডিয়াতে দিলে আমার খুব ভালো লাগবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:৩৫, ২৩ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- এমপিথ্রি ও ডাব্লিউএভি ফাইল ফরম্যাটগুলো উইকিমিডিয়া কমন্স সাপোর্ট করে না। আপনাকে ফ্রি অডিও বা ভিডিও ফাইল আপলোড করতে হলে ওজিজি ফরম্যাটে কনভার্ট করে তবে আপলোড করতে হবে। কনভার্টের জন্য উইন্ডোজে ফরম্যাট ফ্যাক্টরি ব্যবহার করতে পারেন। ফ্রি এই সফটওয়্যারটা বেধড়ক কাজের। আমি লিনাক্স চালালেও কখনও কনভার্টের দরকার পড়েনি সেভাবে, তাই লিনাক্সেরটা জানিনা, খুঁজতে হবে। — তানভির • আলাপ • ০৯:৫১, ২৩ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ব্যবহারকারী:Ajraju7 নামের একটি অ্যাকাউন্ট থেকে গত ১০ই জুলাই ২০১১ তারিখে একটি পাতায় মাত্র দুটো সম্পাদনা করেছেন। নতুন ব্যবহারকারী, সম্পাদনাগুলো অনেকের মতই গঠনমূলক ছিলো না। কিন্তু এ কর্মকান্ডের ১৫দিন পরে এসে আপনি তাকে অসীম সময়ের জন্য ব্লক করেছেন। এই ১৫ দিনের মধ্যে এ ব্যাক্তির অন্য আর কোন কর্মকান্ড ছিল না, তাকে কোন কারণ না দেখিয়ে এবং যথেষ্ট পর্যবেক্ষণ না করে কেন অসীম সময়ের জন্য ব্লক করা হল তার যথাযথ কারণ জানালে বাধিত হবো। যে অ্যাকাউন্ট থেকে উল্লেখযোগ্য কোন সম্পাদনাই হয়নি এবং এমনকি তার ভুল কর্মকান্ডের জন্য একবারও সতর্কও করা হয় নি। এমন একটি অ্যাকাউন্ট ব্লক করার প্রয়োজনীয়তা কোথায়? --বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২০, ২৫ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- জিজ্ঞাসার জন্য ধন্যবাদ। কারণটি হচ্ছে তিনি একজন ক্রস-উইকি স্প্যামার। আপনি তাঁর এসইউএল দেখে ধারণা নিতে পারেন। তিনি কমন্স ও মেটাসহ বেশ কয়েক স্থানে একটি প্রতিষ্ঠানের নামের স্প্যাম ও ভ্যান্ডালাইজিং করেছেন। বাংলা উইকিপিডিয়াতেও করেছেন। পাঁচটি লোকাল উইকিতে ব্লক পারফর্মের পর, বর্তমানে তাঁর অ্যাকাউন্টটি স্টুয়ার্ড কর্তৃক গ্লোবালি লকড। তাই এখন আসলে লোকাল ব্লকে আর কিছু যায়-আসে না। — তানভির • আলাপ • ০৩:৩৪, ২৫ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- "কী ভাবে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করবেন" কে "কিভাবে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করবেন" করা হোক। কেননা "কী ভাবে" লিখলে মনে হয়: কী ভাব (mood) সহকারে। :p
- আগে থেকেই ছিলো। ঠিক করা হবে। — তানভির • আলাপ • ০৫:৫৩, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- "কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন"কে "কিভাবে" দিয়ে প্রতিস্থাপনের অনুরোধ।
- ঠিক করা হবে। — তানভির • আলাপ • ০৫:৫৩, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- "যে-কোনো" না লিখে সমাসবদ্ধ পদ একত্রে লেখার নিয়মানুযায়ী "যেকোনো" লেখা যায়।
- আমি ঐভাবে লিখে অভ্যস্ত তাই লিখেছি (হুমায়ুন আজাদকে দেখে শেখা, আমার ওপর তাঁর বাংলা প্রভাব বেশ! যদিও বানান জ্ঞান আমার মোটেও ভালো না)। খুব সমস্যা হবে কী? — তানভির • আলাপ • ০৫:৫৩, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- চলুক তবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:০৮, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- "অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।" বাক্যে "কোন" না লিখে "কোনো" লেখা উত্তম।
- ঠিক, আগে থেকেই ছিলো, কিন্তু ঠিক করা হবে। — তানভির • আলাপ • ০৫:৫৩, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- "এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে।" বাক্যে "পারবে" না লিখে "পারবেন" লেখার প্রস্তাব করছি। কারণ যাঁকে স্বাগত জানাচ্ছি, তিনিও সম্মানিত, অগ্রগামী উইকিপিডিয়নরাও সম্মানিত। বাস্তবে ততটা প্রচলিত না হলেও এখনও আমরা বড়দের সম্মানার্থে করুন, বলুন ইত্যাদি ব্যবহার করি।
- ঠিক, আগে থেকেই ছিলো, কিন্তু ঠিক করা হবে। — তানভির • আলাপ • ০৫:৫৩, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- স্বাক্ষর-নির্দেশনা অংশে "এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে।" বাক্যে "স্বয়ংক্রিয়ভাবে" একত্রে লেখার নিয়ম।
- ঠিক, আগে থেকেই ছিলো, কিন্তু ঠিক করা হবে। — তানভির • আলাপ • ০৫:৫৩, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- "একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।" কথাটিকে এভাবে না লিখে "একজন সাহায্যকারী যথাশিঘ্র সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবেন।" কথাটি লিখলে ভালো হয়। কারণ প্রথম প্রথম আমিও মনে করতাম, যাঁরা এই উইকিপিডিয়া পরিচালনা করেন, তাঁরা আসলে আমাকে স্বাগত জানাতে বসে আছেন ইন্টারনেটে। তাছাড়া {{সাহায্য করুন}} বার্তাটি দেখে সাহায্য করার ব্যাপারটিও সবাই জানেন না, আমারতো মনে হয় অভ্যর্থনা কমিটির সবারই নিয়মিত সেটা পর্যবেক্ষণ করা হয় না। সেক্ষেত্রে "কিছুক্ষণের মধ্যে" কথাটি নতুন ব্যবহারকারীকে, আমাদের দ্রুততার ব্যর্থতায়, বিমুখ করতে পারে।
- বস্তুনিষ্ঠ কথা। ঠিক করা হবে। :) — তানভির • আলাপ • ০৫:৫৩, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- স্বাক্ষর অংশের বক্তব্যটা কি এমন হতে পারে: "বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির পক্ষে: [অমুক (অমুকের স্বাক্ষর)]"?
- আমার মনে হয় না, পক্ষে কার নাম দেবো? বটের? ‘অমুকের পক্ষে স্বাগতম বট’ টাইপের? ব্যাপারটা আমার কাছে কার্যকর মনে হচ্ছে না, কারণ বটের নামে ক্লিক করে আর কিছু লেখা পড়ে গুবলেট হবার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। — তানভির • আলাপ • ০৫:৫৩, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- না না, মোটেই না। এই অংশটা এখন যেভাবে যাচ্ছে, কোনো সন্দেহ নেই, খুব ভালো হচ্ছে। আমি আসলে ভেবেছিলাম ব্যাপারটা অন্যরকম হবে। কারণ উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি কথাটার পরে চারটা টিল্ডা দেখেছিলাম বলেই সেই ফরম্যাটটা সম্পর্কে লিখেছিলাম। এই প্রস্তাবটা উইথড্রো করছি। :) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:০৮, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
খুব সুন্দর হয়েছে। পদ্ধতিটা খুবই ভালো হবে। নতুনরা একত্রে অনেককে পাবে তাদের জিজ্ঞাসাগুলো জানানোর জন্য। তানভির ভাইকে অভিনন্দন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:২৭, ২৬ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- আসলে আরও পরিবর্তন করতে হবে। ইউজাবিলিট আরও বাড়াতে হবে। মাথায় প্ল্যান আছে, সময় পেলেই ঢেলে দেবো। — তানভির • আলাপ • ০৫:৫৩, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- ইনশাল্লাহ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:০৮, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
কমন্স সিএসএস জেএস এর কি কোনো পরিবর্তন হয়েছে? বা সিস্টেমে বোধ হয় কোনো পরিবর্তন হয়েছে। Template:Taxobox টা কাজ করছে না।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:১১, ২৭ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- নাহ জয়ন্তদা। শুধুমাত্র এই ছোট্ট পরিবর্তনটির জন্য এতোগুলো পাতায় এই ম্যাসাকার! আশা করছি এখন ঠিক আছে। আমি টেমপ্লেটটি সুরক্ষিত করেছি। আরও কিছু হাই রিস্ক টেমপ্লেট আমাদের প্রটেক্ট করতে হবে। তবে ক্যাসক্যাডিং নয়। ব্যাপারটা মাথায় ছিল, এখন কাজ শুরু করছি। — তানভির • আলাপ • ০৫:৩৫, ২৮ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভির ভাই, বাংলাদেশের বিয়ে নিবন্ধটিতে ogg ফরম্যাটে কনভার্ট করে ধামাইল গীতের একটা অডিও যোগ করেছি। আপনার বক্তব্যটা এক্কেবারে খাঁটি, ফরম্যাট ফ্যাক্ট্রি অসাধারণ রকমের পারমরমেন্স দিচ্ছে। ঐ সফ্টওয়্যারটার লিংক দিয়ে খুব উপকার করেছেন, আমি কৃতজ্ঞ। তাছাড়া নিবন্ধে অডিও যোগ করা এই প্রথম, অনুভূতিটা অবশ্যই ভালো লাগার।
- সমস্যা হলো অডিও ফাইলটাতে কোনো ক্যাপশন দেখাচ্ছে না, যদিও আমি ক্যাপশন যোগ করেছি। তাছাড়া ইনফর্মেশন সংক্রান্ত একটা i সাইন দেখাচ্ছে, যা দেখতে বড় দৃষ্টিকটু লাগছে।
- নিবন্ধটিতে আমি বিয়ের "উপহার"-এর দুটি ছবি এ্যালবাম বা গ্যালারী আকারে দিয়েছি। আমি চাচ্ছিলাম গ্যালারীর একটা নাম দিতে, যাতে নিবন্ধের মধ্যেকার হঠাৎ উদ্ভূত ছবিগুলো একটা অর্থ বহন করে, আমি সেটা পারছি না।
কোনো উপায় থাকলে জানানোর অনুরোধ। বাই-দা-ওয়ে (এটার বাংলা কী?), উন্মুক্ত ভিডিও ফরম্যাটটাও জেনে রাখতে চাই। কাজে দিতে পারে। সমস্যাগুলো দেখলে খুশি হবো। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:২২, ২৯ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- তানভির ভাই, এই থ্রেডে একটু দৃষ্টি আকর্ষণ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩৭, ৪ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন
রোজার মাসয়ালা নামের একটি সম্পাদনা করেছিলাম।
আমার সম্পাদনাটা কেন বাদ দেয়া হলো জানাবেন? — Tareqmasud (আলাপ • অবদান) ৩ আগস্ট ২০১১, ১৫:২৭ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- কপিরাইট লঙ্ঘন ও অবিশ্বকোষীয়। — তানভির • আলাপ • ১১:১৩, ৪ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় তানভির, আমি কি উইকিসংকলনে কালকূট (সমরেশ বসু)-এর লেখা আপলোড করতে পারব? সেক্ষেত্রে কি কোন সমস্যা আছে? দয়া করে জানাবেন। -তৃণাঞ্জন (আলাপ) ০৫:২২, ৪ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- না, পারবেন না। সমরেশ বসু ১৯৮৮ সালে মারা গেছেন। তাঁর রচনাসমূহ এখনও পাবলিক ডোমেইনে উন্মুক্ত হয়নি। — তানভির • আলাপ • ০৮:৫৮, ৪ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- মৃত্যুর কত বছর পরে কোন ব্যক্তির রচনা পাবলিক ডোমেইনে উন্মুক্ত হয়? দয়া করে জানাবেন। -তৃণাঞ্জন (আলাপ) ১০:৫৬, ৪ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- ৭৫ বছর। মি. বসুর জন্য তাই এটা হবে ২০৬৩! — তানভির • আলাপ • ১০:৫৯, ৪ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- একুশে বইমেলা থেকে বাংলাদেশ সরকারের কপিরাইটের একটা ব্রশিউর নিয়েছিলাম। ওটাতে লেখা: কপিরাইট আইন ২০০০ (২০০৫ সালে সংশোধিত)-এর ২৪ ধারা অনুসারে: কপিরাইটের মেয়াদ ফটোগ্রাফ ব্যতীত অন্যান্য কর্মের ক্ষেত্রে কপিরাইট প্রণেতার মৃত্যুর পর ৬০ বছর। ফটোগ্রাফের মেয়াদ ৬০ বছর। আন্তর্জাতিক সংস্থার কর্মের কপিরাইটের মেয়াদ: ৬০ বছর (ধারা ৩২)। এটা এখানে প্রযোজ্য কী? যদি প্রযোজ্য হয় তাহলে সমরেশ বসু'র কর্ম ২০৪৮-এ উন্মুক্ত হয়ে যাবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩৪, ৪ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- বাংলাদেশেরটা ষাট বছর, কিন্তু মি. বসু ভারতীয়। তবে ভারতীয় আইনেও দেখলাম ষাট বছর। বেশ তবে ২০৪৮। ৭৫ বছর কমন। আন্তর্জাতিক ধারা অনুসারে এটি হতে হবে ২৫ থেকে ৭৫-এর মধ্যে। বিভিন্ন দেশ এর মধ্যেই নিজেদেরটা নির্ধারণ করে। তাই ৭৫ বছর বলেছিলাম। — তানভির • আলাপ • ২৩:৪৬, ৪ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভির ভাইয়া, শুভাশিস গ্রহণ করবেন, নোটিশ বোর্ডে অসুস্থ পড়লাম, তথাপি সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি। সম্প্রতি আমার একাউন্টটির পাসসয়ার্ড কিভাবে পরিবর্তন করতে পারি। এ সংক্রান্ত মইনুল ভাইয়ার সাথে পরামর্শ চেয়েছিলাম সমস্যা দেখুন ও ওনার পরামর্শ এখানে। পারলে আমাকে সাহায্য করেন। অথবা কোন্ অ্যাডমিনের কাছে সাহায্যে চাইলে ভালো হয়? --Sabuj Barua (আলাপ) ১০:৩২, ১০ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন
Invite to WikiConference India 2011
আবু সালেহ
দেখুন আমি সংকলিত করছিলাম।কিন্তু আপনি সংযোগ বাতিল করে দেয়ায়ুও আমার রিসোর্স গুলো সব নস্ট হয়ে গেছে। আমি উইকিতে খুব একটা সদিদ্ধ হস্ত নই।তবুও চেস্টা করছিলাম।আশাকরি আপি আমার লিঙ্ক ও রিসোর্সগুলো পাঠিয়ে দিবেন। ধন্য বাদ — 180.149.31.137 (আলাপ) থেকে ১৮ আগস্ট ২০১১, ১২:২৪ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
তানভীর,
শুভেচ্ছা। উইকি এডিটের বিশেষ নির্দিষ্ট কিছু নিয়ম-রীতি জানতে আপনাকে একটা ইমেইল করেছি। এখানে জানিয়ে যাবার প্রয়োজন বোধ করলাম। ধন্যবাদ। NasrinatWiki (আলাপ) ১৫:৩৩, ৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- তানভীর, একটি বিশেষ প্রয়োজনে আপনাকে আবার বিরক্ত করছি। একটি ইমেইল করেছিলাম বেশ কিছুদিন আগে। ইমেইলের জবাব পেলে একটা কাজে হাত দেওয়া সম্ভব হবে। আপনার হয়তো সুবিধা হবে, এটা ভেবেই আমি ইমেইলটা আবার পাঠাচ্ছি। শুভেচ্ছা। NasrinatWiki (আলাপ) ০৭:৩০, ৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভির ভাই, আজাকির ভুক্তি অনেকদিন ধরে হালনাগাদ হচ্ছে না। তাকিয়ে দেখি সর্বশেষ ভুক্তি প্রস্তাবনার ৭টি অনালোচিত প্রস্তাবনার ৬টিই আমার। এই পাতাটি সম্পর্কে একটু প্রচারণারও দরকার আছে মনে হয়। নিয়মিত অবদানকারীরা তাহলে আরো ভুক্তি বাড়াতে পারেন। বিশেষ করে সুব্রতদা, বরুণদা, আশা, সবুজ রায়, ইউসুফ ভাই -এঁদের নিয়মিত অবদান বাড়ছে। তাঁদেরকে আমন্ত্রণ জানানোও যেতে পারে। তাছাড়া পুরোনদের মধ্যে সৈকত ভাই নিয়মিত আছেন, তিনিও অবদান রাখতে পারেন। পাতাটি হালনাগাদ হলে ভালো লাগবে, ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৪১, ৯ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
মঈনুল ভাইকে সমর্থন জানাই।--আশা (আলাপ) ১৯:৫৮, ৯ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- "আজাকি - মঈনুল ইসলাম এবং সমসাময়িক ঘটনাসমূহ - আশা" কর্তৃক উত্থাপিত বিষয়গুলোয় মূলতঃ প্রশাসকদেরই দৃষ্টি নিবদ্ধ হবার কথা - অন্ততঃ আমার মনে হয়। সুতরাং, তাদের প্রত্যাশাকে মূল্যায়ণ ও প্রস্তাবনাকে স্বাগতঃ জানাচ্ছি যা প্রকারান্তরে বাংলাকে গভীর ভালবাসারই নামান্তর। আসলে একটু আগ্রহ, আন্তরিকতা ও সদিচ্ছাই পারে বাংলা উইকিকে জাগাতে। বিশেষতঃ উদীয়মান তরুণ ও উদ্যোগী হিসেবে তানভিরের কাছ থেকেই বোধ করি বেশী প্রত্যাশা করছি। এছাড়াও, বিজ্ঞ প্রশাসকমণ্ডলীর অন্যদের কাছ থেকেও এ প্রত্যাশা কামনা করা নিশ্চয়ই অবান্তর নয়! "প্রধান পাতায়" আজকের নির্বাচিত চিত্রও অদৃশ্যমান টেমপ্লেটের লালচে মোড়কে আবদ্ধ রয়েছে। রয়েছে বেশ কিছু লাল লিঙ্কও, যা সুন্দর দেখায় না। তানভির, অগ্রসর হতে বাঁধা কোথায়? বেশ জানতে ইচ্ছে করছে আপনার চিন্তাধারাকে! - সুব্রত রায় (আলাপ) ১৬:৫৫, ১১ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- মঈনুল ও আশা ভাই এবং সুব্রতদা, আপনাদের সবার আগ্রহকে স্বাগত জানাই। আমি প্রশাসক হবার আগ থেকেই আজাকিতে সক্রিয়, এবং বাংলা উইকিপিডিয়ার সবচেয়ে বেশি আজাকিভুক্তিও আমার লেখা। এছাড়াও মাঝে টানা বেশ কয়েক মাস প্রতি সপ্তাহে আমি আজাকি আপডেটের কাজ করেছি। কিন্তু পাতাটিতে কাজ করতে গিয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় সময় অপচয় রোধ করতে ও ব্যস্ততায় সেখান থেকে চলে আসি। আজাকিতে সক্রিয় হতে আসলে বেশি কিছু লাগে না। আপনারা সবাই নিবন্ধ লেখেন, রিলায়েবল সোর্সসহ একটি আকর্ষণীয় তথ্য (খুব আকর্ষণীয় না হলেও হয়তো চলবে) জমা দিলেই হয়। অন্য কেউ একজন সোর্স দেখে সেটি ভেরিফাই করে দিলেই হয়ে যায়। আর পাতাটি প্রতি সপ্তাহে আমিই আপডেট করতে পারবো। সেটা সমস্যা নয়। আপনার সবাই একটু সক্রিয় হলে আমিও উৎসাহ নিয়ে আবার ফিরে আসতে পারি। দেবার মতো ভুক্তি আমার কাছে প্রচুর আছে! :) — তানভির • আলাপ • ১১:০৭, ১৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ভাই,
"উইকিপিডিয়া:সমসাময়িক ঘটনাসমূহ" পাতাটার আপডেট অবস্থা খুবই খারাপ।
২০০৮ সালের পুরানো তথ্য রয়েছে।
পাতাটা কি বর্তমানে জীবিত?
যদি আংশিক জীবিত হয় তাহলে, কাজ শুরু করা যায় না।
--আশা (আলাপ) ১৯:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- পাতাটি মৃত। আপনি চাইলে পাতাটি নিয়ে কাজ করতে পারেন। তবে পর্যাপ্ত পরিমাণ নিবন্ধ না থাকায়, সমসাময়িক ঘটনার বিষয় সংশ্লিষ্ট নিবন্ধগুলোতে নীল লিংক দিতে আপনাকে বেগ পেতে হবে। মূলত এটাই চ্যালেঞ্জ। আপনি চাইলে কাজ করতে পারেন। সাহায্য লাগলে আমরা আছি। স্বাগতম। বাস্তবতার চাপে পাতাটির ঐ অবস্থা। আমি এক সময় লিংকটা সরিয়ে দেওয়ার প্রস্তাবও তুলেছিলাম মনে হয়। মনে পড়ছে না এখন। — তানভির • আলাপ • ০৬:২৩, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ভাই, Lekhok bangla deyalika নামক এই অবদানকারীর অবদানগুলো কপিরাইট লঙ্ঘন বলে মনে হচ্ছে। যাচাই করার অনুরোধ থাকলো। একটা অবদান আমি রিভার্ট করেছি, সেগুলোও যাচাই করার অনুরোধ থাকলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- জ্বি ঐগুলো কপিরাইট লঙ্ঘনই। সংশোধনগুলো বাতিল ও মুছে ফেলা হয়েছে। জানানোর জন্য অনেক ধন্যবাদ। — তানভির • আলাপ • ০৬:২০, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় তানভির স্যার, আমি কয়েকটি বাংলা ও ইংরেজি নিবন্ধে ফেয়ার ইউজ ছবির ব্যবহার করতে দেখেছি। কারণ হিসেবে দেখিয়েছিল, পাঠকদের আনন্দ-উত্সাহ বা বুঝতে সহজ হওয়ার জন্য। রিয়াজের কিছু ছবি সংগ্রহ করেছি BFDC 'র ফটোগ্রাফার রফিকুল ইসলাম রনির কাছ থেকে। যা তিনি আমাকে একটি সিডিতে করে দিয়েছেন। এবং রিয়াজ বিমান বাহিনীতে থাকাকালীন কিছু ছবি তিনি নিজেই আমাকে প্রদান করেছেন, যেগুলোর ফটোগ্রাফার মি. আসাদ। কিন্তু উনাদের অনুমতি কিভাবে দেখাবো সেই কৌশলটি আমার অজানা। সীমানা পেরিয়ে চলচ্চিত্রের নিবন্ধের কাহিনী সংক্ষেপে আমি দুটি স্ক্রিনশট ব্যবহার করতে চেয়েছিলাম উপরোক্ত কারণেই। যাইহোক, এখন জানার বিষয় হলো রফিকুল ইসলাম রনি ও মি. আসাদের অনুমতি কিভাবে দেখাবো? জানালে উপকৃত হব। ধন্যবাদ --Hemayet (আলাপ) ০৬:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- এ বিষয়ে বিস্তারিত জানতে প্রথমে দেখুন এই লিংকটি। এরপর বোঝার কোনো সমস্যা থাকলে জানান। ধন্যবাদ। — তানভির • আলাপ • ০৬:২৫, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- OTRS Template এ আইডি নাম্বার ও টিকেট বা ওয়েব লিংকের বিষয়টি দেখলাম। আইডি নাম্বার ও টিকেট এগুলো কিভাবে জানব বুঝলামনা আর ওয়েব লিংকের বিষয়টি, ফেইসবুক এর পাতা দেখানো যাবে কি? সবচেয়ে ভালো হয় OTRS এর আওতায় বাংলা উইকিপেডিয়ায় আপলোডকৃত কোনো নমুনা দেখতে পারলে। আইডি নাম্বার ও টিকেটের বিষয়টি বুঝতেছি না আর এটা পাবইবা কি করে। জানালে উপকৃত হব। এছাড়া আমার নিজের তোলা কাজী হায়াৎ নিবন্ধে এই চিত্রটি চিত্র:Kazi Hayat.jpg আপলোড করেছি এটার লাইসেন্স দর্শানো ঠিক আছে কিনা জানালে ভালো হয়। ধন্যবাদ --Hemayet (আলাপ) ০৭:২৯, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- আরোও দেখলাম, permissions-commons@wikimedia.org ঠিকানায় বার্তা পাঠানোর ব্যাপারটিও বলা হয়েছে এটা কে পাঠাবে, ছবির স্বত্তাধিকারী যিনি তিনি নাকি লেখক? --Hemayet (আলাপ) ০৯:১৭, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভির,
শুভেচ্ছা জানবেন। অনেক কষ্ট, ধৈর্য্য, ত্যাগ-তীতিক্ষার বিনিময়ে টেম্পলেটঃ বর্তমান প্রমিলা দ্বৈত ব্যক্তিগত র্যাংকিং সৃষ্টি করেছি মূলতঃ ইংরেজী উইকি অনুসরণ করে। কিন্তু প্রমিলা দ্বৈত টেনিস র্যাংকিং নিবন্ধে এর প্রয়োগ ঘটছে না। অগ্রসর হবেন কি? এ বিষয়ে দু'টো প্রশ্ন রাখছি -
- টেম্পলেটের ভূমিকা কি?
- বাংলা উইকিতে ইংরেজী টেম্পলেটগুলো কাজ করে না কেন?
যথোপযুক্ত ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি নিরসন করবেন বলে আশা রাখছি। স্টুয়ার্ড নির্বাচন, ২০১১-১২ আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকুক উইকি সম্প্রসারণে। শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:৫১, ১৯ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- তানভির, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রমিলা দ্বৈত টেনিস র্যাংকিংয়ে টেম্পলেটের যথাযথ প্রয়োগ করে এর সদ্গতি করায়। অজস্ত্র ধন্যবাদ জানাতাম যদি উপরের ছোট প্রশ্ন দু'টোর উত্তর পেতাম ও জিজ্ঞাসু মনকে স্থির করাতাম। আরেকটু অগ্রসর হবেন কি - ফিফা র্যাংকিং নিবন্ধে পতাকার টেম্পলেটগুলো সংশোধনকল্পে! উইকি সম্প্রসারণে আপনার অগ্রযাত্রা ও অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে অব্যাহত থাকুক। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৩:২২, ২০ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
প্রথম বাংলাদেশী হিসেবে স্টুয়ার্ড নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৫৭, ৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- অভিনন্দন :)-- নাসির খান সৈকত • আলাপ • ০৮:০৭, ৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- অভিনন্দন, তানভির ভাই। প্রথম বাংলাদেশী হিসেবে এই মর্যাদা সত্যিই দারুণ! আশা করি আপনার সহায়তার হাত আরো প্রসারিত হবে প্রতিজন অবদানকারীর জন্য আরো সুসংহতভাবে। অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!! —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:২৬, ৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
অনেক অনেক অভিনন্দন রইলো। --রাগিব (আলাপ | অবদান) ১৮:০৩, ৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- তানভির ভাই। শুভেচ্ছা রইল।--আশা (আলাপ) ১৮:০৫, ৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- বেলায়েত ভাই, নাসির ভাই, মঈনুল ভাই, রাগিব ভাই, ও আশা ভাইসহ সবাইকে ধন্যবাদ, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথম দিন ভালোই লাগলো। মজার ব্যাপারটা হচ্ছে এক সাথে গাদাখানেক বাটন পেয়ে গেছি। যেমন বাংলা উইকিপিডিয়াতে (আলোচনা | বাধা দাও | বাধা দানের লগ | আপলোডসমূহ | লগ | মুছে ফেলা ব্যবহারকারী অবদান | ব্যবহারকারী অধিকার ব্যবস্থাপনা | ব্যবহারকারী নামান্তর | ব্যবহারকারীর গোপন অবদান | অপব্যবহার লগ) বাটনগুলো দেখাচ্ছে। ওভারসাইট আর ব্যুরোক্র্যাটও চলে এসেছে (আর এগুলো সকল উইকির জন্যই প্রযোজ্য :D)! সীমা ছাড়া ক্ষমতা দেখছি! :P
- যা হোক, সকল টেকনিক্যাল ক্ষমতা দিলেও নীতিমালা অনুসারে একটা ক্ষমতা-ই নেই, আর তা হচ্ছে লোকাল কমিউনিটিতে এগুলো প্রয়োগের ক্ষমতা (যদি ঐ কমিউনিটিতে ঐ কাজ করার মতো সক্রিয় ব্যবহারকারী থাকেন)। তবে বাংলা উইকিপিডিয়া আমার হোম উইকি হওয়ায় এখানে আমার ক্ষমতা প্রয়োগ আমি আরও সীমিত রাখবো। বিশেষ করে এখানে চেকইউজার বা ওভারসাইট পারফর্ম করতে হলে (খুব জরুরী ও অন্য স্টুয়ার্ড না থাকলে) সকল ক্ষেত্রে অন্য স্টুয়ার্ডরাই সেই অ্যাকশনগুলো পারফর্ম করবেন।
- এখন ঘুমাতে যাই! — তানভির • আলাপ • ১৮:২৮, ৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- ওহ, এই ওভারসাইট বাটনের মাধ্যমে শুধু লগ পরীক্ষা করা যায়। কিন্তু কোনো ওভারসাইট ও চেকইউজার পারফর্ম করতে হলে মেটার ইউজার রাইটস থেকে উইকি নির্বাচন করে সিলেক্ট করে নিতে হয়। স্টুয়ার্ড গ্লোবাল গ্রুপ হলেও, ক্রস-উইকি কাজে ব্যবহারকারী অধিকার পরিবর্তনের জন্য একটি লোকাল উইকিকে হাব হিসেবে ব্যবহার করা হয়, যেখানে স্টুয়ার্ড রাইটস অ্যাসাইন করা থাকে। আর টেকনিকালি সেই উইকিটি হচ্ছে মেটা-উইকি। তাই স্টুয়ার্ডরা গ্লোবালি ও মেটা-উইকিতে স্টুয়ার্ড হিসেবে থাকেন। :) — তানভির • আলাপ • ১৮:৩৫, ৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
পশ্চিম ত্রিপুরা জেলার নিবন্ধটি সম্পাদনের পরে পাতাটি শো করছে না। আমাকে একটি খালি পাতা দেখাচ্ছে। অনুগ্রহ করে একটু দেখবেন। --- ইয়াহিয়া (আলাপ)
- বেলায়েত ভাই ঠিক করে দিয়েছেন। টেমপ্লেটে প্যারামিটারে সমস্যা ছিলো। :) — তানভির • আলাপ • ০২:৫৫, ১৩ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
"আমার পছন্দ" থেকে বেশ কিছু ফিচার এ্যানেবল করার পর উইকিপিডিয়ায় কাজ করার মজাই বেড়ে গেছে আমার। 8) এতোদিন খেয়ালই করিনি ফিচারগুলো। যাহোক, উইকিপিডিয়া:ব্যবহারকারী অধিকার স্তর পাতার কোন কোন অধিকার একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আমার পক্ষে গ্রহণ করার সম্ভব, এবং আমি আবেদন করতে পারি? এগুলো গ্রহণ করলে কি আমার পক্ষে কাজ করা আরেকটু সহজ হবে (যেমনটা রোলব্যাক থাকায় হয়েছে)? -প্রশ্নগুলোর উত্তর জানালে উপকৃত হব। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩১, ১১ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- জানাবো। একটু ধৈর্য্য ধরেন। উত্তরের জন্য বড় খাটনির একটা ছোট প্রস্তুতি দরকার। :/ — তানভির • আলাপ • ০৬:৩৩, ১৩ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
বট অনুরোধের টেম্প্লেটে সমস্যা আছে। ডানের সম্পাদনা করুন লিংকে ক্লিক করলে ঐ সাবপেইজের বদলে টেম্প্লেটটা খুলে। --রাগিব (আলাপ | অবদান) ২০:৩২, ১৪ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভির, স্টুয়ার্ড হিসেবে আপনার অন্তর্ভূক্তি এবং নতুন পরিচিতিতে সবিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আশা করছি, উইকি'র স্বার্থে স্বীয় প্রতিভা, মেধা-মননকে আরো বিস্তৃত ও বিকশিত করবেন স্ব-মহিমায়। শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৫:৩৫, ২৪ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সৈয়দ মোস্তফা কামাল নিবন্ধের, পাতাটি ফেরত পাওয়াতে খুশি হলাম । আপনাকে ধন্যবাদ Mdyusufmiah (আলাপ) ০২:৫৫, ২৫ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- প্রায় কয়েটি পাতায় উপরের সম্পাদনা লগে ক্লিক করলে, পুরানু লিখা দেখা যায় না, পাতাটি ব্লান্ক হয়ে আসে । এমনি অবস্থায় কি করা উচিৎ
তানভির ভাই। আপনার এটিওন নিউজের সাক্ষাৎকার দেখলাম। আমরা ছোট ভাগ্নে 004satcho উইকিতে দৌড়াদুড়ি করে। সে আপনার কথা শুনে তার স্কুলের ছবি তুলার জন্য অস্থির হয়ে গেছে।--আশা (আলাপ) ১৫:২১, ২৬ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- তাই নাকি, এটিএন নিউজে কখন দেখালো? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:২২, ২৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছালামু আলাই কুম, তানভির ভাই, অপলোড করা ছবি গুলো কোথায় খুজে পাওয়া যায়। দয়া করে একটু বললে কৃতার্থ রবো।Mdyusufmiah (আলাপ) ১৬:০২, ২৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- কোনো ব্যবহারকারীর আপলোডকৃত ছবির তালিকা পাবেন এই পাতায়।
- যথাযথ স্থানে ব্যবহারকারীর নাম লিখে এন্টার চাপুন, কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। — তানভির • আলাপ • ০৯:৫৯, ৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভির ভাই, শুভেচ্ছা রইলো। আমি সংক্ষিপ্ত পৃষ্ঠাসমুহে দেখছি কিছু নিবন্ধ আছে যেগুলো আসলে দ্ব্যর্থতা নিরসনকারী পৃষ্ঠা। উদাহরণস্বরূপ ঝামা বা আমলা দেখতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে দ্ব্যর্থতা নিরসনকারী পৃষ্ঠা কি আসলেই সংক্ষিপ্ত পৃষ্ঠার তালিকায় আসবে? না আসলে এগুলোকে এখান থেকে সরানোর কী ব্যবস্থা করা যায়? কারণ এই পৃষ্ঠাগুলোতে তো আর বেশী কিছু যোগ হবে না, তাই না? নাকি এই পৃষ্ঠাগুলোকে খুঁজে বের করে পৃষ্ঠার নামের সাথে দ্ব্যর্থতা নিরসন জুড়ে দিতে হবে? ধন্যবাদ। --অয়ন (আলাপ) ১৬:৩৩, ২৮ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- বিষয়টা আমারও জিজ্ঞাস্য। তানভির ভাইয়ের উত্তর আশা করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩৯, ৪ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- ভালো প্রশ্ন। ব্যাপারটি আমার ঠিক জানা নেই। সম্ভবত দ্ব্যর্থতা নিরসনকারী পাতা সরানোর কোনো উপায় নেই। এই বিশেষ পাতাটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধ নামস্থানে থাকা পাতাগুলোর আকার হিসাব করে রিপোর্ট দেয়। দ্ব্যর্থতা নিরসনকারী পাতাও নিবন্ধ নামস্থানেরই অংশ। — তানভির • আলাপ • ০৯:৫৬, ৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- সেক্ষেত্রে দ্ব্যর্থতা নিরসনকারী পাতার কন্টেন্ট "বিষয়শ্রেণী:দ্ব্যর্থতা নিরসন" কথাটিকে সনাক্ত করত "সংক্ষিপ্ত পৃষ্ঠাসমূহ" পাতার কোডকে বলতে পারি, যেন সে ঐ পাতাগুলো exclude করে। মনে হয় কোড দিয়ে সমস্যাটার সমাধান সম্ভব খুব সহজেই। একজন মিডিয়াউইকি কোডার হিসেবে প্রস্তাবটার সম্ভাব্যতা যাচাই করার অনুরোধ। মনে হয় শুধু একটা if function দিয়েই কাজ হয়ে যাবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৩০, ৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সুপ্রিয়! আপনি জানেন কি প্রস্তাবনা পাতায় আপনার মনোনয়নকৃত অ্যাবা পর্যালোচিত হয়েছে, এবং সেখানে এখনও এমন কিছু বিষয় রয়েছে যা স্পষ্ট করা প্রয়োজন। অনুগ্রহ করে আপনার মনোনয়নকৃত ভুক্তির নিচের মন্তব্য (গুলো) সম্পর্কে আলোচনা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এতে সাড়া দিন। আপনি জানেন কি-এ আপনার অবদানের জন্য অশেষ ধন্যবাদ! —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩৭, ৪ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সুপ্রিয়! আপনি জানেন কি প্রস্তাবনা পাতায় আপনার মনোনয়নকৃত উজি পর্যালোচিত হয়েছে, এবং সেখানে এখনও এমন কিছু বিষয় রয়েছে যা স্পষ্ট করা প্রয়োজন। অনুগ্রহ করে আপনার মনোনয়নকৃত ভুক্তির নিচের মন্তব্য (গুলো) সম্পর্কে আলোচনা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এতে সাড়া দিন। আপনি জানেন কি-এ আপনার অবদানের জন্য অশেষ ধন্যবাদ! —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩৭, ৪ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সুপ্রিয়! আপনি জানেন কি প্রস্তাবনা পাতায় আপনার মনোনয়নকৃত ইউনাইটেড স্টেটস নেভি পর্যালোচিত হয়েছে, এবং সেখানে এখনও এমন কিছু বিষয় রয়েছে যা স্পষ্ট করা প্রয়োজন। অনুগ্রহ করে আপনার মনোনয়নকৃত ভুক্তির নিচের মন্তব্য (গুলো) সম্পর্কে আলোচনা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এতে সাড়া দিন। আপনি জানেন কি-এ আপনার অবদানের জন্য অশেষ ধন্যবাদ! —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩৭, ৪ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
Hi, Wikitanvir.
I saw this kind of bot edits by WikitanvirBot more than once so I just had to let you know.
Sometimes, your bot makes edits such as this one, where it changes a perfectly good interwiki by one to a wrong category: wrong because the category is empty and its name is in French. The replaced interwiki has entries/articles and looks valid Malagasy (at least, to me :)). Could you please double check the replacements the bot before it actually edits the page? Thanks, Malafaya (আলাপ) ১৬:২৭, ৬ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভির, ঈদ-পরবর্তী শুভেচ্ছা জানবেন।
অল্প কিছুক্ষণ পূর্ব থেকে অযাচিত ঘর হিসেবে [
Normal 0 false false false MicrosoftInternetExplorer4]
লেখাটি বারংবার আসছে যা রীতিমতো বিরক্তিকর। একটু লক্ষ্য করুন - আইভিয়ান সার্কোজ নিবন্ধটিতে।
ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১২:৫৩, ৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- লেখা ছিলো, তাই এসেছিলো। এবার মুছে দিয়েছি তাই আসেনি। :)

সমস্যা সমাধান হয়েছে
— তানভির • আলাপ • ১৩:১২, ৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- ধন্যবাদ আপনাকে, কাব্যিক ছন্দে লেখা ও সহযোগিতার জন্যে। বিন্দু বিন্দু করে ক্রমশঃ এগুচ্ছে উইকি, তাল মিলিয়ে আমিও হয়তোবা। তবে আপনার-সহ সকলের কাছ থেকেই আশা করি উইকি সমৃদ্ধিতে সম্মিলিত ও সুপ্রচেষ্টা। তাই, প্রতিটি নিবন্ধেই প্রশাসকমণ্ডলীর অংশগ্রহণ অতীব জরুরী। দ্রষ্টব্যঃ মাঝখানে ৩ ঘন্টা পেরিয়ে গেল উইন্ডোজ সেটআপ দিতে! আপনাকে লেখার পরপরই একটু পর পর রিস্টার্ট দিচ্ছে। পুণরায় ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:৫২, ৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
অ্যালানের এই চিঠির তো বাংলা করা হয়েছিল। আশা অথবা আমি বোধহয় এটাকে বাংলা করেছিলাম মেটাতে। বাংলাটা ঠিকঠাক করে দেখানোর ব্যবস্থা করা যায় না? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৫:১২, ৯ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভির ভাই, আপনার বানান বটটা এবারে একবার চালু করা দরকার। প্রয়োজনে প্রথমে সীমিত আকারে চালিয়ে একটু পর্যবেক্ষণ করা যায়। তারপর নাহয় বিশাল আকারে একটা পর্যালোচনা করলেন। কিন্তু বানানের ব্যাপারে এধরণের বট এবারে চালু করা প্রয়োজন মনে করছি। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৫১, ১১ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- কি কি বানান ঠিক করতে হবে, তার একটা তালিকা দিতে পারবেন মঈনুল ভাই? — তানভির • আলাপ • ০৫:২৩, ১২ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- প্রথমেই ষ-ত্ব বিধান, ণ-ত্ব বিধান চেক করা। এক্ষেত্রে বিদেশী শব্দগুলোতে ভেজাল আছে, ভেজাল হবে আ-কার, ই-কার ইত্যাদি মাঝখানে ঢুকে গেলে। খ্রীস্টাব্দ, খ্রীষ্টাব্দ > খ্রিস্টাব্দ। আলোচনা সভার এই আলোচনাটি বোধহয় আপনার মনে আছে। সেখানে ফয়েজ ভাই বেশ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দিয়েছিলেন, যার দুটোর খণ্ডন আমাদের কাছে আছে। ১. "খ্রিস্টাব্দ" বানানটি গ্রহণ করলে যদি দোষ না হয়, তাহলে সকল ক্ষেত্রে বাকি সবগুলো বদলে এটাতে চলে এলে ক্ষতি কিংবা ভুল কোনোটিইতো দেখি না। হ্যা, হয়তো কোনো অবদানকারীর ব্যক্তিস্বাতন্ত্র ক্ষুণ্ন হয়, কিন্তু যে বানানটা অঠিক নয়, এমন একটা বানানে একমত হতে আপত্তির কারণ আসলে দেখি না। ২. "একই ভাবে" না লিখে "একইভাবে" লেখা উচিত, কারণ "একই ভাবে" লেখা হলে তা বোঝায় "এক্ই ভাব সহকারে" (in the same mood), কিন্তু "একইভাবে" লেখা থাকলে বোঝায় "একই রকমে" (same as)। জয়ন্তদা কলকাতার বানানরীতির ব্যাপারে আলাকপাত করে আমার আলোচ্য কোনো বানান কন্ট্রাডিক্ট করছে কিনা বলতে পারবেন। তবে "পাখি", "পাখী" ইত্যাদি বানানের ক্ষেত্রে আমি হ্রস্ব-ই-কার ব্যবহার করার পক্ষপাতি। এসকল ক্ষেত্রে বিতর্ক এড়ানোর যুক্তি আমি দেখি: উচ্চারণভঙ্গি। পাখিইই বলে কেউ টান দেয় না, সহজ করে বলে pakhi। তাই এসকল ক্ষেত্রে অযথা বিতর্ক তৈরি না করে সহজতর একটিতে একমত হওয়াটা দরকার। এই পাতায় আপনি আরো কিছু নির্দেশনা পাবেন বলে মনে হয়, যদিও বটকে বোঝানো হয়তো অতটা সহজ হবে না। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৫২, ১২ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- 'বট' দিয়ে সকল বানান নির্ভুলভাবে শুদ্ধ করা সম্ভব হবে কি হবে না তা এখনি বলতে পরছি না ; ভেবে বলবো - সমাস সম্পর্কে দৃঢ় জ্ঞান থাকা আবশ্যক হবে। তবে বানান প্রমিতকরণের কাজটি প্রথমে শুরু করা যায়। একাধিক বানান শুদ্ধ হলেও যে-বানানটি উইকিপিডিয়ার জন্য গ্রহণ করা হবে তা মনোনীত করে ‘বট’ প্রয়োগ করা যায়। তারপর 'প্রকৃত ভুল' বানানগুলো শুদ্ধ করার কাজ নেয়া যায়। এখানে সাবধানতা অবলম্বন না-করলে অনেক ক্ষেত্রে একটি ভুল প্রতিস্থাপিত হবে আরেকটি ভুল দিয়ে। (অবশ্য বট কী লজিকে কাজ করে আমি জানি না।)। লক্ষ্য করুন প্রথম পংক্তির ‘কি’ এবং শেষোক্ত ‘কী’। ‘বট’ দিয়ে এই পার্থক্য বজায় রাখা কি সম্ভব? দেখি অন্যান্যরা কী বলেন। -Faizul Latif Chowdhury (আলাপ) ১৮:০৭, ১৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- মঈনুল কর্তৃক প্রসঙ্গের অবতারণা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। প্রতিটি নিবন্ধেই নিবন্ধকার কর্তৃক সৃষ্ট বিষয়-সহ সংশ্লিষ্ট অক্ষর > শব্দ > বাক্য সময়ে সময়ে বিশেষ তাৎপর্য বহন করে। কখনো খুব পোক্ত আবার কখনো ..! মেশিনচালিত বাংলা বানান বট কিন্তু অনেকাংশেই 'গুগল ট্রান্সলেট' পর্যায়ে নিবন্ধের মানকে দূর্বল কিংবা শক্ত করতে পারে। এছাড়াও, সবুজ লিঙ্ক লাল লিঙ্কে রূপ নিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিবন্ধে ড. [সুশিলকুমার দে] এবং ড. সুশীল কুমার দে রয়েছেন। কিভাবে সম্ভব হবে বাংলা বানান বট দিয়ে। এতে তো আরো ঝামেলা বাড়বে ও নিবন্ধের অঙ্গহানী, সৌন্দর্যহানী, মূল ভাব বিনষ্ট হয়ে যাবার সম্ভাবনা বাড়বে বৈ কমবে না। এছাড়াও, বাংলাদেশী ও ভারতীয় বানানের মধ্যেও খানিকটা তফাৎ রয়েছে। যেমনঃ 'ছোট < ছোটো'। শুধরানোর উপায় ম্যানুয়ালী ক্রস লিঙ্ক দিয়ে। নতুবা ...। চমৎকার প্রস্তাবনা হাজির করেছেন ফাইজুল সাহেব। আমার প্রস্তাবনা হচ্ছে - যে-কোন নিবন্ধ চোখে পড়লেই একটু ঢুঁ মেরে পরিস্কার করা অর্থাৎ সংশোধন করা। এতেই বোধকরি সর্বদিক দিয়ে মঙ্গল ও সুন্দর দেখাবে। শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:৪৪, ১৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- আলোচনাটা গঠনমূলক হচ্ছে দেখে ভালো লাগছে। বট সম্পর্কে একটু ধারণা (আমি প্রোগ্রামিং যতটুকু বুঝি) দিয়ে বলি, [রো]বট হলো একটা প্রোগ্রাম, প্রোগ্রামে যেভাবে কন্ডিশন বা শর্ত দেয়া হবে, বট সেভাবে কাজ করবে। বানানের ক্ষেত্রে বট খুব সহজ একটা লজিকে কাজ করে: If Find এটা Then Replace ওটা -টাইপের। এখানে তানভিরবটের জন্য শব্দ এবং সম্ভাব্য পরিবর্তিত শব্দ দরকার এজন্য যে, প্রোগ্রামকে বলতে হবে ভুলটাকে শুদ্ধটা দিয়ে বদলে দাও। হাতে হাতে প্রতিটা শব্দ বদলে দেয়ার ব্যাপারতো সবসময়ই খোলা আছে। কিন্তু যেক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্নের বানান মানুষ স্বভাবতই ভুল করে, সেক্ষেত্রে বটকে সেটা দেখিয়ে দিলে বট খুব সহজে কাজটা বিপুল পরিমাণ নিবন্ধে একসাথে করতে পারে। সুতরাং এবার বট সম্পর্কে প্রাথমিক ধারণা রেখে আমরা মন্তব্য করতে পারবো। যেহেতু আমরা বটের লজিকটা বুঝলাম, তাই একথা স্পষ্ট যে, বট শুধুমাত্র সেই পরিবর্তনটা করবে, যা তাকে করতে বলা হয়েছে, এর বেশি তার কোনো জ্ঞানই থাকবে না, কারণ তানভিরবটের আর্টিফিশিয়্যাল ইন্টিলিজেন্স নেই, সব লজিক্যাল ইন্টিলিজেন্স। আমরা সবাই-ই শুরু থেকে বিভিন্ন বিতর্ক নিয়ে সচেতন, আমিও। বিতর্কিত বিষয়কে অযথা ঘোলা করার ব্যাপারে আবার আমার তীব্র আপত্তি। এক্ষেত্রে আমি যে মতাদর্শে চলি: সন্দেহযুক্ত হালাল পরিত্যাজ্য (আল-হাদিস), অর্থাৎ বিতর্ক আছে, ওটাকে ওখানে রেখে সরে আসো। বাকিটা নিয়ে ভাবো। তারপর সময় থাকলে বিতর্ক নিয়ে আলোচনা করে সমাধানে আসার চেষ্টা করো। আমাদের সবারই জানা আছে যে, "কি" এবং "কী" বানানে আলাদা আবেদন আছে, এবং ব্যাকরণসিদ্ধ। তাহলে বিতর্কিত বিষয়ে বটকে কোনো নির্দেশনাই দিব না আমরা। ঠিক একইভাবে "লক্ষ্য" মানে "উদ্দেশ্য" কিন্তু "লক্ষ" মানে "লাখ" এবং "দেখুন" অর্থে প্রযোজ্য। এক্ষেত্রেও আমরা বটকে কিছুই করতে বলবো না। তবে ফয়েজ ভাই, আপনার মতো বিজ্ঞ ব্যক্তি যেহেতু আবার সচল হয়েছেন, আমার মনে হয় আমাদের সিরিয়াসলি আপনার প্রস্তাবটিকে বিবেচনা করা উচিত: উইকিপিডিয়ার প্রমিত বানানটি ঠিক করা। আমি আপনার সাথে আছি। সুব্রতদা, আমরা ব্যক্তির নামের বানানে যাবো না, কেননা ব্যক্তির নাম ব্যক্তিভেদে স্বতন্ত্র এবং সেখানে বটের লজিক অকার্যকর।
- এখন আমাদের কাজটি হবে এমন কিছু ভুল শব্দ এবং করেসপন্ডিং সঠিক শব্দ প্রস্তাব করা, যা বেশিরভাগ উইকিপিডিয়ান ভুল করে থাকেন, অথচ সেখানে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ কোনো বিরোধ নেই, এবং ব্যাকরণগত জটিল বিরোধ অবর্তমান। যেমন আমি "সুত্র" শব্দটিকে "সূত্র" দিয়ে বদলে দেবার প্রস্তাব করেছি। তবে এক্ষেত্রেও সত্যি কথা বলতে কি সমস্যা থাকতে পারে, যদি কোনো ব্যক্তি তাঁর নাম "সূত্রধর" না রেখে "সুত্রধর" রাখেন, তবে রোবট কিন্তু না বুঝেই সেটা বদলে দিতে পারে। আমাদের জানতে হবে "সুত্রধর" কি কারো নাম হতে পারে? -এভাবেই আসলে উইকিতানভিরবট-কে কিছু ভুল এবং করেসপন্ডিং সঠিক বানান প্রস্তাব করতে হবে, সেবিষয়ে আলোচনা করতে হবে। আমার অবস্থান আশা করি পরিষ্কার করতে পেরেছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:২২, ১৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- তানভির ভাই, ব্যবহারকারী আলাপ:WikitanvirBot I দেখি আপনার আলাপ পাতায় রিডিরেক্ট করা। তাই এব্যাপারে আপনিই একটি পাতা তৈরি করুন, তিনটি কলাম হবে এরকম:
ভুল বানান |
শুদ্ধ বানান |
মন্তব্য/পরামর্শ
|
ঘরের লেখ |
ঘরের লেখ |
ঘরের লেখ
|
- কাজটি দ্রুত শুরু হোক। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৩১, ১৯ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বানান শুদ্ধিকরণ এ পাতাটিতে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, হয়তো পাতাটি আপনাদের আলোচনায় সহযোগী হবে এবং বট দিয়ে বানান শুদ্ধিকরণে আপনাদের উপকারে আসবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৩২, ২০ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
বেলায়েত ভাইয়ের পরামর্শমতে, এখানে একটি বানান প্রস্তাবনা-আলোচন খোলা হয়েছে। সবাইকে সেখানে আলোচনা করার জন্য স্বাগতম। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৪৮, ২০ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভির ভাই, মাঝে মাঝেই অপসারণের ঝান্ডাটা হাতে নেন বলে আপনাকে এ্যাপ্রোচ করা। উইকির নিবন্ধ সংখ্যা এখন ২২,৫৬৪টি। অথচ বিষয়শ্রেণী:অপসারণ যোগ্য নিবন্ধ পাতায় অনেকদিন থেকে জমা পড়ে আছে ৩৭টি নিবন্ধ। এগুলো অতিদ্রুত মুছে ফেলার অনুরোধ করছি, কারণ এগুলো ভিযিট করলে উইকির মান বাড়বে না, অথচ মুছে ফেললে ২২,৫০০'র মাইলফলক অটুট থাকবে। ইংরেজি উইকির আলাপ পাতায় বার্তা রেখেছি, দেখার অনুরোধ থাকলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:১৫, ১৬ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
করা হয়েছে। :-) — তানভির • আলাপ • ০৪:০৯, ১৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভীর ভাই কেমন আছেন ।অনেক দিন পরীক্ষার কারণে কোন কাজ করতে পারিনি আবার নতুন করে কাজ করবো।এখন আমি আপনাকে একটি প্রশ্ন করবো যে আমি কি বাঙ্গলী জীবনী তে নতুন নাম যুক্ত করতে পারবো কি না।
আশা করি উত্তরটা তাড়াতাড়ি পাব ।মুন্না হক (আলাপ) ০৭:০৭, ২৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
Hello
Hello Mr. Tanvir,
I would like to know about bengali infobox creation and editing using complete bengali scrip.
Please tell me where i will get all instructions...
thanks
Arup
আমার ভুল না হলে অনেকদিন আগে আপনি বোধহয় বলেছিলেন যে, ইংরেজি উইকিপিডিয়ার রেফটুলবার গ্যাজেটটি আপনি বাংলা উইকিতে চালু করতে যাচ্ছেন। সেটা গ্যাজেট পাতায় দেখাচ্ছে। চালু করাসত্ত্বেয় তা কাজে আসছে না। এটা চালু করতে কি জাভাস্ট্রিপ্টটা ব্যবহারকারী নামস্থানে বসাতে হবে? আমি বসাতে গেলাম (বসাইনি), মনে হলো: নাসির ভাইয়ের দেয়া "বাংলা কীবোর্ড" আনচেক করার জাভাস্ক্রিপ্টকে মনে হচ্ছে ওভারল্যাপ করছে, মানে ঐ টিকচিহ্ন আবার চলে আসছে। বিষয়টার একটা সমাধান জানার অপেক্ষায় থাকলাম। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৫৭, ২৯ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
http://en.wikipedia.org/wiki/St._Nicholas_Church -- The German site must be really Nikolaikirche !!!!!!!!!!!! --Soenke Rahn (আলাপ) ১৯:২৬, ৭ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
বিষয়শ্রেণী:মডার্ন লাইব্রেরি প্রণীত বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ১০০টি ইংরেজি উপন্যাস বিষয়শ্রেণীটি তৈরি করলাম না, যদিও এর অধীনে রয়েছে ৩৩টি নিবন্ধ। কিন্তু সমস্যা হচ্ছে অধিকাংশ নিবন্ধ একলাইনের। দেখে দেখে মুছে ফেলার অনুরোধ থাকলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:৫৪, ৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
করা হয়েছে — তানভির • আলাপ • ১৬:৫৫, ১৮ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তানভির ভাই,
- উইকিপিডিয়া:সম্প্রদায়ের প্রবেশদ্বার-এ কাজ করা দরকার। সেখানে নতুন ই-মেইল সহায়িকার উল্লেখ খুব জরুরি।
- তাছাড়া আমার খুব মনে হয় যে, সম্প্রদায়ের প্রবেশদ্বারকে নতুন করে সাজানো দরকার। প্রয়োজনে আমি ব্যবহারকারী নামস্থানে নতুন করে একটা নকশা করলাম। সবাই সম্মত হলে তা মূল স্থানে সরিয়ে নিলাম।
- এখন আপাতত ওটাকে গুছিয়ে নেয়া দরকার।
- এবং আমাকে দয়া করে জানাবেন সম্প্রদায়ের প্রবেশদ্বার সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শগুলো, কী কী থাকা লাগবেই, কী কী না হলেই নয়, কী কী ঐচ্ছিক, আর কিভাবে কিভাবে সাজালে নতুনদের সুবিধা হয় বলে আপনি মনে করেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৫৬, ২১ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
বেশিরভাগই বানান সংশোধন। দয়া করে এগুলো ঠিক করুন:
মিডিয়াউইকি:Newarticletext পাতায় পরিবর্তন:
- পরিক্ষা নিরীক্ষা > পরীক্ষা-নিরীক্ষা
- গুগুল, নাকি গুগল
- যখন কোন নিবন্ধ তৈরি করবেন > যখন কোনো নিবন্ধ তৈরি করবেন
- তথ্যসূত্র ছাড়া যে কোনো নিবন্ধ যে কোনো পুর্ব-নোটিশ ছাড়া > যেকোনো
- এর পরেও আপনার মনে কোনো প্রশ্ন থাকে আপনি তা > ...যদি প্রশ্ন থাকে
- এই ব্যবহারকারীকে এখন পর্যন্ত কোন বার্তা প্রদান করা হয় নি। > কোনো
- উইকিপিডিয়াতে এই শিরোনামে কোন আলাপ পাতা নেই। > কোনো
- যে কোন বর্ণনা সেখানেই রাখা উচিত। > যেকোনো
- এই চিত্র যে সমস্ত পাতায় ব্যবহৃত হয়েছে তার তালিকা > যেসমস্ত
- উইকিপিডিয়াতে এই শিরোনামে কোন ফাইল নেই। > কোনো
- যদি এই ফাইলটি অতিসম্প্রতি অপসারণ করা হয়ে থাকে, ইহা কিছু পাতাতে লাললিঙ্ক রূপে থাকতে পারে। > এটি | লাল লিঙ্করূপে।
মিডিয়াউইকি:Wikimedia-copyrightwarning পাতায় কোনো সংশোধন লাগবে না। সংযোজনের ব্যাপারে চিন্তা করিনি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৪:৩৫, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- করে দিয়েছি। সব দেখে জানান ঠিক আছে কী না, না হলে আবার শোধরানো যাবে। ঠিক করার জন্য ধন্যবাদ। :) — তানভির • আলাপ • ০৬:৪৮, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- কিছু বাকি আছে:
- কোনো নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রপূর্বক উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ পাঠ করে নিন। > অনুগ্রহপূর্বক।
- যখন কোন নিবন্ধ তৈরি করবেন, প্রকাশিত নির্ভরযোগ্য উৎস থেকে > কোনো।
- এখান থেকে অপসারণেরর সম্ভবনা কমাতে আপনি > সম্ভাবনা।
- বিশেষ:MyPage/{{PAGENAME}}] তে আপনার নতুন নিবন্ধ শুরু করেতে পারেন। > -তে এবং করতে।
- এই ব্যবহারকারীকে এখন পর্যন্ত '''কোনো বার্তা প্রদান''' করা হয় নি। > হয়নি। (কারণ "নি" আলাদা অর্থ প্রকাশ করে না)
- এই চিত্র যে সমস্ত পাতায় ব্যবহৃত হয়েছে > যেসমস্ত।
- উইকিপিডিয়াতে এই শিরোনামে কোন ফাইল নেই। > কোনো।
- আপনাকে কষ্ট দেয়ায় আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। কিন্তু এই ছোট্ট ছোট্ট বানান ভুলও অন্তত আমার কাছে বেশ বেখাপ্পা লাগে, অথচ এগুলো এমন বানান, যেগুলো নতুন অবদানকারীদের সামনে প্রথম দিকেই পড়ে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:০০, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- কোনো কষ্ট নয়, ঠিক করে দেওয়া হবে। আমি-ই দুঃখিত দ্বিতীয়বারের মতো টাইপো করার জন্য। — তানভির • আলাপ • ১৫:০১, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
Your Bot makes nonsense. Look on the article. Please do not insert the interwiki on it. False translation. Another Bots, of not speaking German owner, makes the same error. --Soenke Rahn (আলাপ) ১১:৪৫, ২৫ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
জামিলুর রেজা চৌধুরী স্যারের ছবিটি আমারই তোলা। জিএফডিএল যুক্ত করে দিছি। Nurunnaby Hasive (আলাপ) ১৬:৪১, ২৭ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- খুবই ভালো করেছেন, তবে কী না, মুক্ত ছবি কমন্সে আপলোড করাই ভালো। — তানভির • আলাপ • ১৬:৪৩, ২৭ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
- ঠিক আছে। ভবিষ্যৎতে করবো। Nurunnaby Hasive (আলাপ) ১৬:৫২, ২৭ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
Normal 0 false false false MicrosoftInternetExplorer4
ঈশ্বরচন্দ্র গুপ্ত নিবন্ধের শুরুতে
Normal 0 false false false MicrosoftInternetExplorer4
Normal 0 false false false MicrosoftInternetExplorer4
লাইনটি এলো। সংশোধনের প্রত্যাশায় রইলাম। কেন এমনটি হয়ে থাকে ব্যাখ্যা দিবেন কি? শুভেচ্ছা সহযোগে -
সুব্রত রায় (আলাপ) ১৮:১৪, ৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- বুঝছি না। আপনার ব্রাউজার কি? — তানভির • আলাপ • ১৮:২৮, ৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- মজিলা ফায়ারফক্স। ভার্সন 6.0.2 বোধকরি অযাচিত ঝামেলা শিরোনামের পূর্বেও এটি বহাল তবিয়তে অবস্থান করছে| তবে কবিগান নিবন্ধে এটি নেই! - সুব্রত রায় (আলাপ) ১৮:৩৭, ৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- অযাচিত ঝামেলা শিরোনামের পূর্বেও
Normal 0 false false false MicrosoftInternetExplorer4
এটি বহাল তবিয়তে অবস্থান করছে| কবিগান নিবন্ধেও এখন রয়েছে। ক্লু পেয়েছি যে স্লাশ বা অবলিক (/) ব্যবহারের ফলেই সম্ভবতঃ সৃষ্টি হয়েছে। হয়তোবা বিশেষ বাগ ধরণের! - সুব্রত রায় (আলাপ) ১৯:৫৭, ৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
Hi, Tanvir.
Why does your bot insist in changing a good interwiki for a wrong one?It can't be in auto mode because there's an ambiguous reference. Please see https://lb.wiktionary.org/w/index.php?title=Kategorie%3ANahuatl&action=historysubmit&diff=25406&oldid=25405, where it changes the good category by one that is a mistake and thus marked for deletion. Please, correct when you can. Thanks, Malafaya (আলাপ) ২০:৪৭, ৯ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- You can also check with the discussion I had with a native speaker about it at wikt:ast:Usuariu_alderique:Etienfr#Nahuatl. Malafaya (আলাপ) ২০:৫২, ৯ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- Please, let be the bot vandalism. --Soenke Rahn (আলাপ) ১৫:২১, ১১ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
অন্তত ২০১১ এর ৩১ ডিসেম্বর অবধি সব আলোচনা আর্কাইভ করা দরকার। এই পাতার সাইজ ভয়াবহ বেশি, তা দেশে বসে ব্রাউজের সময় টের পেয়েছি। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৫১, ১৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- এখনই করে দিচ্ছি। — তানভির • আলাপ • ০৮:৫২, ১৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
শাহরুখ বোলা “খুবসুরাত হ্যায় তু” পাতাটিতে কোনো লেখা নেই দেখে অপসারণ ট্যাগ সেঁটিছিলাম। কিন্তু পরে খটকা লাগলো, ক'দিন আগে এই পাতায় বেশ কিছু সম্পাদনা দেখেছিলাম, তাহলে ওটা খালি কেন? তাই ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখি আশিক নজরুল সব ডিলিট করে দিয়েছিলেন। এখন ঐ পাতায় হেমায়েত ভাইয়ের সর্বশেষ সংস্করণটি বহাল করা দরকার। টুইংকল থাকলে আমিই করতে পারতাম, কিন্তু এখন একজন এ্যাডমিনের সহায়তা দরকার। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৩৫, ২৫ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- করে দিয়েছি। যেহেতু আপনি একটি সম্পাদনা করে ফেলেছেন, তাই রোলব্যাক আর কাজে লাগতো না। — তানভির • আলাপ • ১৮:৫৬, ২৬ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
টুইংকল ব্যবহার শুরু করেছি। এক্কেরে পাংখা! টেমপ্লেট:Globalize ব্যবহার করতে গিয়ে দেখি Australia, Canada -এরকম প্যারামিটার প্রস্তাব করছে। প্যারামিটারে থাকুক চাই না থাকুক টেমপ্লেট:Globalize-এ "বাংলাদেশ" ও "ভারত" প্যারামিটার দুটি যোগ করার অনুরোধ থাকলো। এই উইকিতে এই দুটো দৃষ্টিভঙ্গিই বেশি দেখা যাবে, তাই প্রস্তুত থাকা দরকার। ...আর পরামর্শের জন্য ধন্যবাদ। আমি আসলে নিবন্ধের বক্তব্য থেকে বিষয়শ্রেণী নিয়েছিলাম। :) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৩৬, ২৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
তানভির ভাই, আশা করি ভালো আছেন। অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত চলচ্চিত্রের বাংলা নিবন্ধ গুলোতে পোস্টার / ছবি যুক্ত করতে চাই কি কলেন? এটা করলে মনে হয় নিবন্ধ গুলো আরো সৌন্দর্য মন্ডিত লাগবে। ধন্যবাদ --হেমায়েত (আলাপ) ০৭:৪৮, ২৯ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- আসলে ফেয়ার ইউজ ছবি ব্যবহারে আমার কোনো আপত্তি নেই। কারণ যেহেতু আইন পক্ষে আছে, নিবন্ধের মানোন্নয়নে সেটার সুযোগ আমরা নিতেই পারি। আমি ব্যক্তিগতভাবে ফেয়ার ইউজ ছবি এখন আর আপলোড করি না, তবে আপনি যদি নিবন্ধগুলোর মানোন্নয়ে বা অন্য আরও কোনো নিবন্ধে তা করতে চান, তবে করতে পারেন। — তানভির • আলাপ • ১০:০৮, ২ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ওখানে সমস্যা আছে। বট আবেদনের পাতায় কোনো আবেদনের সংশ্লিষ্ট আলোচনা বা মন্তব্য অনুচ্ছেদে সম্পাদনার লিংকে ক্লিক করলে ঐ আবেদনের সাবপেইজের বদলে টেম্প্লেটের পাতা খুলে যায়। --রাগিব (আলাপ | অবদান) ১০:৫৫, ২৯ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- ঠিক করা হয়েছে রাগিব ভাই। আপনি আগে একবার বলেছিলেন, কিন্তু ভুলে গিয়েছিলাম আমি। সেজন্য দুঃখিত। — তানভির • আলাপ • ০৪:৪৯, ৩০ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ব্যবহারকারী < প্রশাসক < ব্যুরোক্র্যাট! অভিনন্দন নিন তানভির, বাংলা উইকিপিডিয়ার ২য় ব্যুরোক্র্যাট হিসেবে মনোনীত/নির্বাচিত হওয়ায়। পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছি মি. রাগিব-কে, যিনি তাঁর যোগ্য সহচর হিসেবে তানভিরকে পেয়েছেন। আসলে কাজের বিশেষ মূল্যায়ণেই ব্যক্তি তাঁর নির্দিষ্ট ঠিকানা ও লক্ষ্য খুঁজে পান। পুণরায় অভিনন্দন! ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১১:৪৪, ২৯ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- তানভির ভাইকে অভিনন্দন বাংলা উইকির দ্বিতীয় ব্যুরোক্র্যাট নির্বাচিত হওয়ায় :) -- – তানভির মোর্শেদ (আলাপ) ২১:২১, ১০ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
তানভির ভাই, ব্যুরোক্র্যাট হওয়ায় অভিনন্দিত না করায় দুঃখিত। দেরিতে হলেও অভিনন্দন গ্রহণ করুন। ...একটা প্রয়োজনে আপনার সহায়তা কামনা করছি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিবন্ধের ডেডলিংকগুলো বের করা গেলে কিছু কাজ করা যেত। একটু কি সহায়তা করা যায় বট দিয়ে? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:০৪, ৩১ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- চেষ্টা করছি। — তানভির • আলাপ • ১০:০৫, ২ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
নমস্কার,
আমি গত প্রায় ২বছর ধরে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের উপরে কাজ করছি। সাম্প্রতিক আপনার একটি সংশোধনের প্রেক্ষিতে আমার এই আলোচনা। অলিম্পিকের বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা সংক্রান্ত পাতার সংযোগ আপনি পরিবর্তন করেছেন দেখতে পাচ্ছি। পরিবর্তনটি হল ১০০মিটার থেকে ১০০ মিটার। অর্থাৎ সংখ্যা ও এককের মাঝে একটি ফাঁক সংযোজন। যদ্দুর জানি এটা একটা লেখার ধরণ। বাংলায় দুভাবেই লেখা যায় মনে হয়। তবে এটা ঠিক, আপনার সংশোধনটা বেশি পরিষ্কার লেখা। আসলে আমি যখন শুরু করি তখন ১০০মিটার লেখা শুরু করি। যাই হোক এখন সমস্যা হল এই স্থানান্তরের ফলে অনেকগুলি link-এর navigation ঠিক মত হচ্ছে না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে,- ধরা যাক আমি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে আলজেরিয়া পাতাটিতে আছি। এবার সেখান থেকে যদি আমি ৮০০মিটার দৌড়বাজী পাতাটিতে যাই তাহলে আগে {{২০০৮গ্রীষ্মকালীনঅলিম্পিকেদৌড়বাজী}} নামক link panel-এ ৮০০মিটার সংক্রান্ত link-টি bold ও link-হীন দেখাত। কিন্তু তা এখন আর দেখাচ্ছে না।
আমার অনুরোধ হল, যদি এই পরিবর্তনটা করছেনই তাহলে সর্বত্র যদি করে দেন তাহলে বাধিত হব। নয়ত আপাততঃ পরিবর্তনগুলি বাতিল করুন। আমি এটি আমার ToDo list-এ তুলে নিচ্ছি। পরে ধরে ধরে আমি এটা করে দেব।
ভাল থাকবেন ও শুভেচ্ছা নেবেন...
Pasaban (আলাপ) ০৯:৪৪, ২ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
- লিংকের ব্যাপারে কোনো সমস্যা করার কথা না, কারণ ‘০০মিটার’ পাতাগুলো ‘০০ মিটার’ পাতাগুলোয় রিডাইরেক্ট করা আছে। আপনি কি এরকম পরিবর্তনের কথা বলছেন? যদি তাই হয় তবে আমি করে দিতে পারি। কোথায় কোথায় করতে হবে সেটা শুধু আমাকে জানান। তাই এখন শুরু করার সময় ঐ ফরম্যাটে (‘০০ মিটার’, স্পেসসহ আর কি) শুরু করার অনুরোধ। আপনার কাজের জন্য অনেক কৃতজ্ঞতা বোধ করছি। — তানভির • আলাপ • ১০:০৪, ২ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
অনেক অনেক ধন্যবাদ। আমি ঠিক এটাই চাইছিলাম। বাকি যে টুকু কাজ আছে আমি করে নিতে পারব। আর একটা কথা, যেহেতু আপনি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক তাই আপনার কাছে আর একটা অনুরোধ আছে। এই ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের কোনো বিষয়ে আপনি নিজে বা আপনার জানা আর কেউ কোনো রকম কাজ করলে আমার সাথে একটু যোগাযোগ করতে বলবেন। অনেকটা এগিয়েছি, আরো বাকি। আলোচনা করে করলে খুব সুবিধা হবে। সমস্যা হল পরের অলিম্পিক এসে পড়ছে! শুভেচ্ছা নেবেন... Pasaban (আলাপ) ০৭:০৬, ৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন