বিষয়বস্তুতে চলুন

বিশ্বনাথ পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্বনাথ পৌরসভা
স্থানীয় সরকার
প্রাতিষ্ঠানিক লোগো
ইতিহাস
শুরু০৫ ডিসেম্বর ২০১৯
নেতৃত্ব
মেয়র
মুহিবুর রহমান
নির্বাচন
এফপিটিপি
সভাস্থল
বিশ্বনাথ পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

বিশ্বনাথ পৌরসভা বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিশ্বনাথ উপজেলারএকটি প্রবাসী অধ্যুষিত পৌরসভা।[][] বর্তমান প্রশাসক জনাব আলাউদ্দিন কাদের, সহকারী কমিশনার (ভূমি), বিশ্বনাথ, সিলেট।

অবস্থান

[সম্পাদনা]

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় বিশ্বনাথ পৌরসভার অবস্থিত।

সীমানা

[সম্পাদনা]

পূর্বে: অলংকারী ও বিশ্বনাথ ইউনিয়ন পশ্চিমে: দৌলতপুর ইউনিয়ন উত্তরে: অলংকারী ও রামপাশা ইউনিয়ন দক্ষিনে: বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়ন

ইতিহাস

[সম্পাদনা]

২১ অক্টোবর ২০১৯ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিশ্বনাথ পৌরসভার অনুমোদন হয়।[] এবং ০৫ ডিসেম্বর ২০১৯ বিশ্বনাথ পৌরসভা হিসেবে গেজেট প্রকাশ হয়।

বিশ্বনাথ পৌরসভাটি বাসিয়া নদীর দুই তীর ঘেষে গড়ে ওঠেছে। এখানে প্রাচীনকাল থেকে জন বসতি গড়ে ওঠে। এ অঞ্চলে প্রাচীন বৌদ্ধ বসতি বিদ্যমান ছিলো। পরবতীতে সিলেটে হযরত শাহ জালাল (র:) এর আগমনের ফলে মুসলিম জন বসতি গড়ে ওঠে। তারপর একসময় সিলেটে বেশ কিছু ব্রাম্মণ বসতি ও পরবর্তীকালে বৈদ্য কায়স্থ জনবসতি গড়ে ওঠে। হযরত শাহ জালালের (র:) সহগামী অনুগামী অলি-আউলিয়াদের বেশ কটি মাজার এখানে বিদ্যমান। সিলেটের মধ্যে প্রবাসি অধ্যুষিত এলাকার একটি এই বিশ্বনাথ

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

বিশ্বনাথ পৌরসভার ওয়ার্ড গ্রামের নাম ও তালিকায়

১নং ওয়ার্ড বিশ্বনাথ

  • অলংকারী
  • পৌদনাপুর
  • আগরকান্দি
  • রামধানা
  • শেখেরগাঁও
  • শিমুলতলা
  • কামালপুর
  • টেক কামালপুর
  • পালেরচক
  • কৃপাখালি

২নং ওয়ার্ড বিশ্বনাথ

  • রাজনগর
  • মোল্লারগাঁও
  • মুফতিরগাঁও
  • জানাইয়া নেয়াগাঁও
  • জানাইয়া মশুলা
  • বিশ্বনাথ নতুন বাজার
  • ষ্টেশন নতুন বাজার

৩নং ওয়ার্ড বিশ্বনাথ

  • দূর্গাপুর
  • কারিকোনা
  • মহরমপুর
  • সুড়িরখাল
  • শাহজীরগাঁও
  • সেনেরগাঁও
  • ভোগশাইল
  • ইকবালপুর
  • সরুওয়ালা
  • কল্যাণভাট
  • বৈদ্যকাপন
  • পূর্ব মন্ডলকাপন
  • পশ্চিম মন্ডলকাপন

৪নং ওয়ার্ড বিশ্বনাথ

  • বিদায়শুলপানি
  • হরিকলস
  • বরইগাঁও
  • মজলিশ ভোগশাইল
  • মশুলা
  • ধোপাখলা
  • গন্ধারকাপন
  • গোবিন্দপুর
  • দত্তা
  • একতিরা
  • দত্তা কানিশাইল
  • কালীগঞ্জ বাজার
  • তাতালপুর
  • আলাপুর
  • সদলপুর
  • তাজপুর
  • ভাটশালা

৫নং ওয়ার্ড বিশ্বনাথ

  • উত্তর মিরেরচর
  • দক্ষিণ মিরেরচর
  • গোয়ালগাঁও
  • সাবড়াগাঁও
  • ইলামেরগাঁও
  • দক্ষিণ ছত্তিশ
  • শরিষপুর
  • দূর্যাকাপন
  • রামকৃষ্ণপুর
  • গঙ্গাধরপুর

৬নং ওয়ার্ড বিশ্বনাথ

  • বাউসেন
  • চরচন্ডী
  • হাবড়া
  • উত্তর ছত্তিশ
  • রমজানপুর
  • আটপাড়া
  • পুরান হাবড়া বাজার
  • নতুন হাবড়া বাজার
  • ছত্তিশ নোয়াগাঁও
  • মিয়াজানের গাঁও

৭নং ওয়ার্ড বিশ্বনাথ

  • বিশ্বনাথ পুরান বাজার
  • ষ্টেশন পুরান বাজার
  • চৌধুরীগাঁও
  • পূর্ব চান্দসিরকাপন
  • পশ্চিম চান্দসিরকাপন
  • জাহারগাঁও

৮নং ওয়ার্ড বিশ্বনাথ

  • উত্তর মশুলা
  • দক্ষিণ মশুলা
  • গঙ্গাধরপুর
  • ভাগমতপুর
  • শ্রীধরপুর

৯নং ওয়ার্ড বিশ্বনাথ

  • পুরানগাঁও
  • কোনাপাড়া
  • বিশঘর
  • আনরপুর
  • ইলামেরগাঁও
  • বিশ্বনাথেরগাঁও
  • নরশিংপুর
  • আটঘর
  • নকিখালি পয়েন্ট

আয়তন ও জনসংখ্যা

[সম্পাদনা]

বিশ্বনাথ পৌরসভার আয়তন ৩৬.৮১ বর্গ কিলোমিটার জনসংখ্যা ৪৮৩৭৪ জন

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

শিক্ষার হার:

শিক্ষা প্রতিষ্ঠান রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়, জামেয়া মাদানিয় বিশ্বনাথ, বিশ্বনাথ আলিম মাদ্রাসা, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসা

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

ঐতিহাসিক বিশ্বনাথ বাজার, বাসিয়া নদী, কালিগঞ্জের মাদাইর হাওর, প্রবাসী চত্ত্বর, মুক্তিযোদ্ধা লাইব্রেরী।

বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও প্রশাসকের কার্য সম্পাদন কমিটির সদস্যগণের নাম ও পদবী:

[সম্পাদনা]
ক্র নাম, ও পদবী পৌরসভার পদবী দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড
০১ জনাব আলাউদ্দিন কাদের

সহকারী কমিশনার (ভূমি) বিশ্বনাথ, সিলেট

প্রশাসক সকল ওয়ার্ড
০২ সদস্য
০৩ সদস্য
০৪ সদস্য
০৫ সদস্য
০৬ সদস্য
০৭ সদস্য

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]