বিষয়বস্তুতে চলুন

বিরল উপজেলা

স্থানাঙ্ক: ২৫°৩৮′১২″ উত্তর ৮৮°৩২′১৭″ পূর্ব / ২৫.৬৩৬৬৭° উত্তর ৮৮.৫৩৮০৬° পূর্ব / 25.63667; 88.53806
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিরল
উপজেলা
মানচিত্রে বিরল উপজেলা
মানচিত্রে বিরল উপজেলা
স্থানাঙ্ক: ২৫°৩৮′১২″ উত্তর ৮৮°৩২′১৭″ পূর্ব / ২৫.৬৩৬৬৭° উত্তর ৮৮.৫৩৮০৬° পূর্ব / 25.63667; 88.53806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাদিনাজপুর জেলা
আয়তন
 • মোট৩৫৩.৫৮ বর্গকিমি (১৩৬.৫২ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)[]
 • মোট২,৫৭,৯২৫
 • জনঘনত্ব৭৩০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫২১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৫৫ ২৭ ১৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বিরল বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

এ উপজেলার উত্তরে বোচাগঞ্জ উপজেলাকাহারোল উপজেলা, দক্ষিণে দিনাজপুর সদর উপজেলাভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে দিনাজপুর সদর উপজেলাপুনর্ভবা নদী, ভারতের পশ্চিমবঙ্গবোচাগঞ্জ উপজেলা

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

বিরল উপজেলায় ১২টি ইউনিয়ন রয়েছে।

  1. বিরল ইউনিয়ন
  2. আজিমপুর ইউনিয়ন
  3. ফরক্কাবাদ ইউনিয়ন
  4. ধামইর ইউনিয়ন
  5. শহরগ্রাম ইউনিয়ন
  6. ভান্ডারা ইউনিয়ন
  7. বিজোড়া ইউনিয়ন
  8. ধর্মপুর ইউনিয়ন
  9. মঙ্গলপুর ইউনিয়ন
  10. রানীপুকুর ইউনিয়ন
  11. পলাশবাড়ী ইউনিয়ন
  12. রাজারামপুর ইউনিয়ন

ইতিহাস

[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

বিরল উপজেলার জনসংখ্যা ২,৫৭,৯২৫ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)। পুরুষ লোক সংখ্যা- ১,৩০,১৬০ জন। মহিলা লোক সংখ্যা- ১,২৭,৭৬৫ জন।

শিক্ষা

[সম্পাদনা]
ক্রমিক নং নাম প্রতিষ্ঠাকাল
মুন্সিপাড়া আদর্শ কলেজ ১৯৯৯
মাইনুল হাসান মহাবিদ্যালয় ১৯৯৪
ধুকুরঝাড়ী কলেজ ১৯৯৪
আজিতপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ২০০৪
জগতপুর কলেজ ১৯৯৫
কাঞ্চন নিউ মডেল কলেজ ১৯৯৯
পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ২০১১
বিরল সরকারী কলেজ ১৯৫৯
বিরল মহিলা কলেজ ১৯৯৫

মাধ্যমিক বিদ্যালয়

[সম্পাদনা]
ক্রমিক নং নাম স্থাপিত
রুদ্রপুর মেসনা এস.সি. দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ১৯৬৯
ধুকুরঝাড়ী দ্বি- মুখি উচ্চ বিদ্যালয়
ফরক্কাবাদ এন.আই উচ্চ বিদ্যালয় ১৯৬৩
আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। ০১/০১/১৯৯৩
বালান্দোর উচ্চ বিদ্যালয়।
বেতুড়া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়। ১৯৬৪
মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় ১৯৫৪
উত্তর বিষ্ণুপুর ভি,এম.এস.সি উচ্চ বিদ্যালয় ১৯৪৫
উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয় ১৯৯৫
১০ জিনইর উচ্চ বিদ্যালয় ১৯৯২
১১ রাজুরিয়া উচ্চ বিদ্যালয়
১২ পাকুড়া উচ্চ বিদ্যালয় ২০০২
১৩ রামপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
১৪ মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় ১৯৬০
১৫ কালিয়াগঞ্জ এস, সি উচ্চ বিদ্যালয় ০১/০১/১৯৮২
১৬ চৌধুরীডাঙ্গা উচ্চ বিদ্যালয় ১৯৯৩
১৭ কামদেবপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৭
১৮ কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয় ১৯৯৪
১৯ দঃমাধবপুর উচ্চ বিদ্যালয় ১৯৯৪
২০ বিস্তইড় উচ্চ বিদ্যালয় ১৯৯৪
২১ ধর্মপুর্ ইউ,সি,উচ্চ বিদ্যালয় ১৯৬৬
২২ মির্জাপুর উচ্চ বিদ্যালয় ১৯৯৫
২৩ ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
২৪ তেঘরা মাধ্যমিক বিদ্যালয় ২০০০
২৫ কানাইবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ১৯৮১
২৬ সারাঙ্গাই পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়। ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন। ১৯৭১
২৭ চকের হাট উচ্চ বিদ্যালয় ১৯৯৩
২৮ করলা মাধববাটী উচ্চ বিদ্যালয় ১৯৬৮
২৯ বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ১৯৪৮
৩০ মখলেশপুর উচ্চবিদ্যালয় ১৯৬২
৩১ বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯৮৮
৩২ বহবলদিঘী উচ্চ বিদ্যালয়
৩৩ বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৭৭

অর্থনীতি

[সম্পাদনা]

এ অঞ্চলের অর্থনীতি কৃষিনির্ভর।ধান,ভুট্টা,গম, লিচু এখানকার প্রধান অর্থকরী ফসল। এ উপজেলার মাধববাটী, দক্ষিণ মাধবপুর গ্রাম লিচু চাষের জন্য বিখ্যাত।

নদীসমূহ

[সম্পাদনা]

বিরল উপজেলায় ৩ টি নদী রয়েছে। নদীগুলো হচ্ছে পুনর্ভবা নদী, টাঙ্গন নদী এবং তুলাই নদী।[]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

বিশেষ জায়গা

[সম্পাদনা]
  • কড়ই বিল
  • ধর্মপুরের শালবন
  • দীপশিখা মেটিস্কুল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বিরল উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪ 
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৪০৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]