বানৌজা ঢাকা
অবয়ব
বানৌজা ঢাকা | |
---|---|
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশ | |
ঢাকা, ঢাকা বিভাগ | |
ধরন | সামরিক ঘাঁটি |
ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য | |
মালিক | বাংলাদেশ সশস্ত্র বাহিনী |
নিয়ন্ত্রক | বাংলাদেশ নৌবাহিনী |
ভবন/স্থাপনা/ক্ষেত্রের ইতিহাস | |
নির্মিত | ২০১৮ |
ব্যবহারকাল | ২০১৮ - বর্তমান |
বানৌজা ঢাকা ঢাকার খিলক্ষেতে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর পূর্ণবর্ধিত একটি ঘাঁটি।[১] এটি নৌবাহিনীর বৃহত্তম ঘাঁটিগুলির মধ্যে একটি। এটি প্রথমে শেখ মুজিবুর রহমানের নামানুসারে নামকরণ করা হয়েছিল।[২]
ইতিহাস
[সম্পাদনা]৫ নভেম্বর ২০১৮ সালে নৌঘাঁটি ‘বানৌজা শেখ মুজিব’ এর কমিশনিং করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।[৩][৪] জাতীয় দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার অভিযানে সহায়তার লক্ষ্যে এই নৌঘাঁটি প্রতিষ্ঠা করা হয়।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "শেখ পরিবারের নামে থাকা ৮ সংস্থা-প্রতিষ্ঠান-স্থাপনার নাম পরিবর্তন"। জাগো নিউজ। ৯ মার্চ ২০২৫। ৯ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৫।
- ↑ "জাতির পিতার নামে প্রতিষ্ঠা পেল 'বানৌজা শেখ মুজিব নৌ-ঘাঁটি'"। সময় টিভি। ২০১৮-১১-০৫। ২০২০-০৩-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৪।
- ↑ "জাতির পিতার নামে প্রথমবারের মত নৌঘাঁটি 'বানৌজা শেখ মুজিব' এর কমিশনিং, তিন নৌঅঞ্চলে একযোগে ২২টি বহুতল ভবন উদ্বোধন ও বিএন হাউজিং প্রজেক্টের ভিত্তিপ্রস্থার স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা"। www.ispr.gov.bd। ৫ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯।
- ↑ "নৌ বাহিনীর ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। দৈনিক ভোরের কাগজ। ২০১৮-১১-০৫। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৪।