বাগাতিপাড়া পৌরসভা
অবয়ব
বাগাতিপাড়া পৌরসভা | |
---|---|
শহর | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নাটোর জেলা |
উপজেলা | বাগাতিপাড়া উপজেলা |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | বাগাতিপাড়া পৌরসভা |
• মেয়র | রুহুল আমিন। |
আয়তন | |
• মোট | ১০.৪২ বর্গকিমি (৪.০২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৬,২৩০ (পৌর জনসংখ্যা) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
'বাগাতিপাড়া পৌরসভা নাটোর জেলার, বাগাতিপাড়া উপজেলার একটি শহর, এবং পৌরসভা।[১] এটি বাগাতিপাড়া উপজেলায় অবস্থিত। ২০০৪ সালে এ পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি 'গ 'শ্রেণীর পৌরসভা।[২]
ইতিহাস
[সম্পাদনা]২০০৪ সালে নাটোর বাগাতিপাড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়।[৩]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]ওয়ার্ডঃ ৮ টি
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তনঃ ১০.৪২ বর্গকিমি
মোট জনসংখ্যাঃ ১৬,২৩০ জন
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হারঃ ৯৪.০%
শিক্ষা প্রতিষ্ঠানঃ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পৌর মেয়রের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- ↑ "নাটোর জেলা"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "এক যুগেও হয়নি বাগাতিপাড়া পৌর নির্বাচন!"। www.deshsangbad.com। ২০১৮-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |