বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত একটি দ্বিতীয় সারির, আধাসামরিক, সেচ্ছাসেবী রিজার্ভ বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ইউনিটের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। বিএনসিসি'র মূলমন্ত্র হলো -জ্ঞান ও শৃঙ্খলা[১]
![]() বিএনসিসি মনোগ্রাম | |
সংক্ষেপে | বিএনসিসি |
---|---|
নীতিবাক্য | জ্ঞান ও শৃঙ্খলা |
গঠিত | ২৩ মার্চ ১৯৭৯ |
ধরন | আধাসামরিক স্বেচ্ছাসেবী সংরক্ষিত সামরিক বাহিনী প্রতিরক্ষা বাহিনী |
উদ্দেশ্য | সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা |
সদরদপ্তর | ৩২ ঈশা খান এভিনিউ, সেক্টর #৬, উত্তরা, ঢাকা-১২৩০ |
সদস্যপদ | ২-৪ বছর (বর্ধিত) |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
মহাপরিচালক | ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মাসুদ এনডিসি, পিএসসি, বিজিবিএমএস |
পরিচালক (প্রশাসন ও অর্থ) | রইস উদ্দীন ভূঁইয়া শাহীন (উপসচিব) |
প্রধান প্রতিষ্ঠান | প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় |
সম্পৃক্ত সংগঠন | সশস্ত্র বাহিনী বিভাগ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমানবাহিনী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | bncc |
প্রাক্তন নাম | ইউটিসি, ইউওটিসি, পিসিসি, জেসিসি, বিসিসি |
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ সরকার ১৯২০ সালে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠন করেন "ইউনিভার্সিটি কোর।" ১৯২৩ সালে ভারতীয় দেশরক্ষা বাহিনী আইন-১৯২৩ অনুসারে এর নাম পরিবর্তন করে রাখা হয় "ইউনিভার্সিটি ট্রেনিং কোর বা ইউটিসি।" একই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিসি চালু করা হয়। ১৯২৭ সালের নভেম্বর মাসে ক্যাপ্টেন ই. গ্রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষক ও ১০০ জন ছাত্রকে প্রথম সাহায্যকারী কোরের সামরিক প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেন। ১৯২৮ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে একে কোম্পানিতে উন্নীত করা হয়। এটি ইউটিসি'র ১২ টি ইউনিটের মধ্যে একটি ছিল। এর নাম দেয়া হয় "১২ ঢাকা কোম্পানি।"
১৯৪২ সালে একে একটি একক কোম্পানিতে উন্নীত করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড.মাহমুদ হাসানকে অবৈতনিক লে.কর্ণেল পদবী দিয়ে কোম্পানির ভার দেয়া হয়। ১৯৪৩ সালে এর নাম দেয়া হয় "ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর।" ১৯৪৬ সালে শিলং-এ এর প্রথম বার্ষিক অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
১৯৫০ সালে ৬২৫ ক্যাডেট এবং ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে একে একটি ব্যাটালিয়নে উন্নীত করা হয়। পাকিস্তান সরকার ১৯৫৩ সালের ৩০শে জানুয়ারি ইউটিসি'র কার্যক্রমকে নিষিদ্ধ করে। কিন্তু ছাত্রবিক্ষোভের পর ১৯৬৬ সালে পুনরায় এর কার্যক্রম শুরু হয়। একই সালে এর নামকরণ করা হয় "পাকিস্তান ক্যাডেট কোর বা পিসিসি" এবং স্কুল-কলেজের ছাত্রদের জন্য "জুনিয়র ক্যাডেট কোর বা জেসিসি" গঠন করা হয়। ১৯৭১ সালে পিসিসি ও জেসিসি'র ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২২ জন ক্যাডেট শহীদ হন। স্বাধীনতার পর "পাকিস্তান ক্যাডেট কোর" নামটির স্থলে "বাংলাদেশ ক্যাডেট কোর" নামটি প্রতিস্থাপিত হয়। ৩১ শে মার্চ, ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্যাডেট কোরের তিনটি পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। ২৩ শে মার্চ, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সরকারি আদেশ বিসিসি, জেসিসি কে সংগঠিত করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি প্রতিষ্ঠা করেন ।
উদ্দেশ্য
[সম্পাদনা]সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা
সাংগঠনিক কাঠামো
[সম্পাদনা]এই সংগঠন একটি আধা সামরিক স্বেচ্ছাসেবী সংগঠন, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে জনকল্যাণ মূলক কাজ করে থাকে, যেমনঃ বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্ত দান, এছাড়াও যুদ্ধকালীন সময়ে সামরিক বাহিনীকে সাহায্য করে থাকে।
সেনা উইং
[সম্পাদনা]সেনা শাখার অধীনে রয়েছে ৫টি রেজিমেন্ট। এগুলো হল:
- কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রাম
- ময়নামতি রেজিমেন্ট, কুমিল্লা
- মহাস্থান রেজিমেন্ট, রাজশাহী
- সুন্দরবন রেজিমেন্ট, খুলনা
- রমনা রেজিমেন্ট, ঢাকা
প্রতিটি রেজিমেন্টের অধীনে রয়েছে ৫টি ব্যাটালিয়ন।
রমনা রেজিমেন্টে , ঢাকা এর ৫টি ব্যাটালিয়ন গুলো হলো:
- ১ বিএনসিসি ব্যাটালিয়ন
- ২ বিএনসিসি ব্যাটালিয়ন
- ৩ বিএনসিসি ব্যাটালিয়ন
- ৪ বিএনসিসি ব্যাটালিয়ন
- ৫ বিএনসিসি ব্যাটালিয়ন
প্রতিটি ব্যাটালিয়নের অধীনে ৫টি কোম্পানি রয়েছে। এগুলো হলো:
- A =Alpha
- B =Bravo
- C =Chirle
- D =Delta
- E = Echo
নৌ উইং
[সম্পাদনা]নৌ-শাখার এর ৫টি ব্যাটালিয়ন হলো: 1 , 2 3 , 4 , 5অধীনে রয়েছে ৩টি ফ্লোটিলা; এগুলো হলো:
বিমান উইং
[সম্পাদনা]বিমান শাখার অধীনে রয়েছে ৩টি স্কোয়াড্রন। এগুলো হলো:
সুবিধাবলি
[সম্পাদনা]বিএনসিসির মাধ্যমে ছাত্র-ছাত্রীগণ নিজ নিজ রেজিমেন্টের মাধ্যমে বিভিন্ন সেনানিবাসে সামরিক বাহিনীর পরীক্ষায় অংশ নিতে পারেন। তাঁরা সামরিক বাহিনীগুলোর মতো শারীরিক ও মানসিক প্রশিক্ষণপ্রাপ্ত হন। সামরিক বাহিনীগুলোতে যোগ দেওয়ার সময় তাদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা দিতে হয়না এবং নির্বাচিত ক্যাডেটরা সরাসরি আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ করে পছন্দের বাহিনীতে যোগদান করতে পারে। তবে অবশ্যই একটি ক্যাম্প করেছেন এমন ক্যাডেটরাই আইএসএসবির জন্য মনোনীত হন। এছাড়াও প্রতিবছর নির্বাচিত বেশ কিছু সংখ্যক ক্যাডেট বিদেশ ভ্রমণের সুযোগ পান যার সম্পূর্ণ খরচ সরকার বহন করে। তা ছাড়া, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় বিএনসিসি কোটা থেকে অতিরিক্ত পাঁচ নম্বর প্রদান করা হয়ে থাকে।[তথ্যসূত্র প্রয়োজন]
প্রশিক্ষণ
[সম্পাদনা]- ড্রিল
- অস্ত্র প্রশিক্ষণ
- মাঠ নৈপুণ্য এবং শারীরিক প্রশিক্ষণ
- সংস্থা
- ক্ষুদ্র ও রণকৌশল
- সামরিক ইতিহাস
- সামরিক বিজ্ঞান
- রীতিবিরুদ্ধ যুদ্ধবিগ্রহ
- ম্যাপ পড়া
- প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন
- কমান্ড এবং নেতৃত্ব
পদবী
[সম্পাদনা]ক্যাডেট পদবী
[সম্পাদনা]- ক্যাডেট
- ক্যাডেট ল্যান্স কর্পোরাল
- ক্যাডেট কর্পোরাল
- ক্যাডেট সার্জেন্ট
- ক্যাডেট আন্ডার অফিসার[২]
ক্যাডেট
[সম্পাদনা]ক্যাডেট আন্ডার অফিসার | ক্যাডেট সার্জেন্ট | ক্যাডেট কর্পোরাল | ক্যাডেট ল্যান্স কর্পোরাল | ক্যাডেট | |
---|---|---|---|---|---|
সেনা শাখা | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
নৌ শাখা | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
বিমান শাখা | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
ক্যাডেট এপুলেট
[সম্পাদনা]শাখা সমূহ | ক্যাডেট আন্ডার অফিসার | সিনিয়র ডিভিশন | জুনিয়র ডিভিশন |
---|---|---|---|
সেনা শাখা | ![]() |
![]() |
![]() |
নৌ শাখা | ![]() |
![]() |
![]() |
বিমান শাখা | ![]() |
![]() |
![]() |
বিএনসিসি অফিসার
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mir Farjana Sharmin। "Bangladesh National Cadet Corps (BNCC)"। Banglapedia। ১৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১২।
- ↑ "ক্যাডেট পদবী"। bncc.gov.bd/। ১৫ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৭।
৩. ↑ Md.Shakhawat Hossain Sayem .(DGBHS) "Bangladesh National Cadet Corps"
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- https://web.archive.org/web/20130124194714/
- http://www.bncc.gov.bd/home/pages/history ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জানুয়ারি ২০১৩ তারিখে