নূরুল কবীর
নূরুল কবীর | |
---|---|
![]() | |
জন্ম | অক্টোবর ১৯৬০ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | সংবাদ ব্যক্তিত্ব, লেখক, সম্পাদক |
কর্মজীবন | ১৯৮৮-বর্তমান |
পরিচিতির কারণ | সাংবাদিকতা, সামাজিক আন্দোলন, লেখক |
উল্লেখযোগ্য কর্ম | দ্য রেড মাওলানা |
নুরুল কবীর একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক, কলাম লেখক, সম্পাদক এবং সংবাদকর্মী। তিনি ইংরেজি দৈনিক দ্য নিউ এজের সম্পাদক। নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম এবং দ্য রেড মাওলানা তার দুটি আলোচিত বই।[১]
শিক্ষা
[সম্পাদনা]নূরুল কবীর ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, ১৯৮৮ সালে যুক্তরাজ্যের থম্পসন ফাউন্ডেশনে সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেন এবং ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াই এলাকা হাওয়াই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইস্ট-ওয়েস্ট সেন্টারে সাংবাদিকতা অধ্যয়ন করে জেফারসন ফেলোশিপ ভূষিত হন।
আন্দোলনে সক্রিয় ভূমিকা
[সম্পাদনা]নূরুল কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছাত্র জীবনের সময়, বামপন্থী ছাত্র নেতা এবং কর্মী ছিলেন, যিনি ১৯৮৩ সালে স্টুডেন্ট কমিটি অব অ্যাকশন ফর ডেমোক্রেসি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন; যে কমিটি আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে একটি নিষ্পত্তিমূলক ভূমিকা পালন করে।[২]
সাংবাদিকতা
[সম্পাদনা]নূরুল কবীর দ্য নিউ এজের সম্পাদক, যেটি বাংলাদেশের সবচেয়ে খোলামেলা নিরপেক্ষ প্রতিবেদনের সংবাদপত্রের মধ্যে একটি।[৩] নূরুল কবীর তার সম্পাদকীয় নীতির জন্য অত্যন্ত সম্মানিত।[৪] তিনি সাপ্তাহিক বুধবারের সম্পাদক ছিলেন। তিনি তার সরাসরি সাংবাদিকতা এবং সাহসী রাজনৈতিক মতামতের জন্য পরিচিত। এছাড়া কবি ও লেখক হিসেবে তিনি একাধিক বই লিখেছেন, দেশে এবং বিদেশে অসংখ্য রচনা প্রকাশ করেছেন এবং আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনগুলিতে অনেক বক্তব্য পেশ করেছেন।
বাংলাদেশে সামরিক শাসনের বিরোধিতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সোচ্চার থাকার কারণে কবির বেশ কয়েকবার আক্রমণের শিকার হন। ২০০৭/৮ সালে তার দুটি পা ভেঙে যায় এবং মোটরবাইকে করে বন্দুকধারীরা তাকে ধাওয়া করেছিল।
নির্বাচিত প্রকাশনা
[সম্পাদনা]- দ্য রেড মাওলানা (২০১২)
- নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম (২০১২)
- কটুকথা-(সাক্ষাতকারের সংগ্রহ) (২০১৪)
- ডিসপোসিং অব অ্যা ডিক্টেটর : রি-ভিজিটিং অ্যা ম্যাগনিফিসেন্ট ম্যাস আপরেইজিং আফটার ফিফটি ইয়ারস (২০২০)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Editors worried at threats to Nurul Kabir"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১০-০৩-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫।
- ↑ "আদালত অবমাননা থেকে নিউ এজ সম্পাদক নূরুল কবীর ও প্রতিবেদককে অব্যাহতি"। দৈনিক সংগ্রাম। ২০ ফেব্রুয়ারি ২০১২। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবসে ঢাকার দ্য নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর সাক্ষাৎকার দেন ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগকে"। ভয়েস অব আমেরিকা। ৩ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "Nurul Kabir -New age"। নিউ এজ (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।