তালিয়া শায়ার
তালিয়া শায়ার | |
---|---|
Talia Shire | |
জন্ম | তালিয়া রোজ শায়ার ২৫ এপ্রিল ১৯৪৬ লেক সাকসেস, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬৮–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ডেভিড শায়ার (বি. ১৯৭০; বিচ্ছেদ. ১৯৮০) জ্যাক সোয়ার্জম্যান (বি. ১৯৮০; মৃ. ১৯৯৪) |
সন্তান | ৩ |
পিতা-মাতা | কারমিনে কোপলা ইতালিয়া পেনিনো |
আত্মীয় | কোপলা পরিবার |
তালিয়া রোজ শায়ার ইংরেজি: Talia Rose Shire; প্রদত্ত নাম: কোপলা, জন্ম: ২৫শে এপ্রিল ১৯৪৬) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি দ্য গডফাদার চলচ্চিত্র ধারবাহিকে কনি করলেওনে এবং রকি চলচ্চিত্র ধারাবাহিকে আদ্রিয়ান বালবোয়া চরিত্রে অভিনয় করার জন্য বিশেষভাবে পরিচিত। দ্য গডফাদার পার্ট ২ (১৯৭৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও রকি (১৯৭৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তালিয়া শায়ার ১৯৪৬ সালের ২৫শে এপ্রিল নিউ ইয়র্কের লেক সাকসেসে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ছিল তালিয়া রোজ কোপলা। তার পিতা কারমিনে কোপলা (১৯১০-১৯৯১) ছিলেন একজন সুরকার এবং মাতা ইতালিয়া (জন্ম: পেনিনো, ১৯১২-২০০৪)। তার পিতামাতা দুজনেই ইতালীয় ছিলেন। তার চাচা আন্তন কোপলা একজন সুরকার ও সঙ্গীত পরিচালক। তালিয়ার ভাই প্রধ্যাত পরিচালক ও প্রযোজক ফ্রান্সিস ফোর্ড কোপলা, শিক্ষাবিদ অগাস্ট কোপলা।[১] অভিনেতা নিকোলাস কেজ তার ভাইপো এবং পরিচালক ও অভিনেত্রী সোফিয়া কোপলা তার ভাইঝি।[২]
কর্মজীবন
[সম্পাদনা]শায়ার দ্য গডফাদার চলচ্চিত্র ধারবাহিকে কনি করলেওনে চরিত্রে অভিনয় করেন। তিনি এই চলচ্চিত্র ধারাবাহিকের দ্বিতীয় চলচ্চিত্র দ্য গডফাদার পার্ট ২ (১৯৭৪)-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরবর্তী কালে তিনি রকি চলচ্চিত্র ধারাবাহিকে আদ্রিয়ান বালবোয়া চরিত্রে অভিনয় করেন।[৩] এই চলচ্চিত্র ধারাবাহিকের রকি (১৯৭৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার ও নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস পুরস্কার লাভ করেন[৪] এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও শ্রেষ্ঠ নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]শায়ার ১৯৭০ সালে সুরকার ডেভিড শায়ারকে বিয়ে করেন। ১৯৮০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের এক পুত্র - ম্যাথু ওরল্যান্ডো শায়ার। ১৯৮০ সালে তিনি চলচ্চিত্র প্রযোজক জ্যাক সোয়ার্জমানকে বিয়ে করেন। এই দম্পতির দুই পুত্র - অভিনেতা ও সঙ্গীতজ্ঞ জ্যাসন ও রবার্ট।[৬]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৭৪ | একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | দ্য গডফাদার পার্ট ২ | মনোনীত | [৭] |
১৯৭৬ | শ্রেষ্ঠ অভিনেত্রী | রকি | মনোনীত | [৮] | |
গোল্ডেন গ্লোব পুরস্কার | নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী | মনোনীত | [৯] | ||
নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | [১০] | ||
ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ২য় স্থান | [১১] | ||
ন্যাশনাল বোর্ড অব রিভিউ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | [১২] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ নোল্যান্ড, ক্লেয়ার (৩০ অক্টোবর ২০০৯)। "August Coppola dies at 75; professor was father of Nicolas Cage and brother of Francis Ford Coppola"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "If Hollywood Royalty Exists, It Begins With The Coppola Family" (ইংরেজি ভাষায়)। Film School Rejects। ২৫ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৮।
- ↑ স্র্যাগো, মাইকেল (৪ নভেম্বর ২০০৫)। "'Rocky's' got a bad case of sequel-itis"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ ওয়াইলার, এ. এইচ. (৪ জানুয়ারি ১৯৭৭)। "'Ali President's Men' Wins Critics Award"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫।
- ↑ "Talia Shire"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Talia Shire profile" (ইংরেজি ভাষায়)। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৮।
- ↑ "The 47th Academy Awards | 1975"। অস্কারস (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। ৬ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫।
- ↑ "The 49th Academy Awards | 1977"। অস্কারস (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। ৫ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫।
- ↑ "Rocky"। গোল্ডেন গ্লোবস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫।
- ↑ "Awards – New York Film Critics Circle" (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫।
- ↑ "`All the President's Men' Makes It 2 in a Row"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ১৯৭৭। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫।
- ↑ "1976 Award Winners"। ন্যাশনাল বোর্ড অব রিভিউ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে তালিয়া শায়ার (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে তালিয়া শায়ার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে তালিয়া শায়ার (ইংরেজি)