বিষয়বস্তুতে চলুন

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৭৬
ইআইআইএন১২৯৩০৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহর
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ক্রীড়াক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস
ওয়েবসাইটwww.tgmc.edu.bd
মানচিত্র

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ (ইংরেজি: Thakurgaon Govt. Womens College) উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ঠাকুরগাঁও শহরে প্রায় ১ একর জমির উপর কলেজটি অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ১ জুলাই ১৯৮৫ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।[]

প্রতিষ্ঠার ইতিহাস

[সম্পাদনা]

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ নারী শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষনুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯৭৬ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে।[]

একাডেমিক কোর্স চালুর ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৪-১৯৯৫ শিক্ষাবর্ষ হতে উচ্চমাধ্যমিক শ্রেণির বিজ্ঞান এবং স্নাতক(পাস) শ্রেণির বিএসএস ও বিএ কোর্সে চালু করা হয়। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ হতে উচ্চমাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা, ২০১৩-২০১৪ শিক্ষবর্ষ হতে স্নাতক (পাস) শ্রেণিতে বিএসি কোর্স এবং সমাজকর্ম বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়েছে।[]

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের ক্যাম্পাস।

কলেজে রয়েছে তিনটি ভবন।

শিক্ষক-শিক্ষার্থী

[সম্পাদনা]

অনুষদ

[সম্পাদনা]

কলা অনুষদ

[সম্পাদনা]
  1. বাংলা বিভাগ
  2. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  3. দর্শন
  4. সমাজকর্ম

অন্যান্য কোর্স

[সম্পাদনা]
  1. বিএ (পাস)
  2. বিএসএস (পাস)
  3. বিএসসি (পাস)।

স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ

[সম্পাদনা]

বিএনসিসি, রোভার, রেডক্রিসেন্ট, বাঁধন ইত্যাদি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ"http://www.tgmc.edu.bd/। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৫  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]