ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ | |
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৭৬ |
ইআইআইএন | ১২৯৩০৮ |
অধ্যক্ষ | প্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহর |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস |
ওয়েবসাইট | www.tgmc.edu.bd |
![]() |
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ (ইংরেজি: Thakurgaon Govt. Womens College) উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ঠাকুরগাঁও শহরে প্রায় ১ একর জমির উপর কলেজটি অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ১ জুলাই ১৯৮৫ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।[১]
প্রতিষ্ঠার ইতিহাস
[সম্পাদনা]ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ নারী শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষনুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯৭৬ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে।[১]
একাডেমিক কোর্স চালুর ইতিহাস
[সম্পাদনা]১৯৯৪-১৯৯৫ শিক্ষাবর্ষ হতে উচ্চমাধ্যমিক শ্রেণির বিজ্ঞান এবং স্নাতক(পাস) শ্রেণির বিএসএস ও বিএ কোর্সে চালু করা হয়। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ হতে উচ্চমাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা, ২০১৩-২০১৪ শিক্ষবর্ষ হতে স্নাতক (পাস) শ্রেণিতে বিএসি কোর্স এবং সমাজকর্ম বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়েছে।[১]
কলেজে রয়েছে তিনটি ভবন।
শিক্ষক-শিক্ষার্থী
[সম্পাদনা]অনুষদ
[সম্পাদনা]কলা অনুষদ
[সম্পাদনা]- বাংলা বিভাগ
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- সমাজকর্ম
অন্যান্য কোর্স
[সম্পাদনা]- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিএসসি (পাস)।
স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ
[সম্পাদনা]বিএনসিসি, রোভার, রেডক্রিসেন্ট, বাঁধন ইত্যাদি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ"। http://www.tgmc.edu.bd/। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৫।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]