জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা
অবয়ব
ধরন | কওমি মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৫ এপ্রিল ১৯৮৮ |
প্রতিষ্ঠাতা | নূর হুসাইন কাসেমী |
মূল প্রতিষ্ঠান | দারুল উলুম দেওবন্দ |
অধিভুক্তি | আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ |
ধর্মীয় অধিভুক্তি | ইসলাম |
শিক্ষার্থী | ২৪০০ (২০২২) |
অবস্থান | |
শিক্ষাঙ্গন | শহর |
সংক্ষিপ্ত নাম | বারিধারা মাদ্রাসা |
জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা (সংক্ষেপে বারিধারা মাদ্রাসা) ঢাকা জেলার বারিধারা এলাকায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। ১৯৮৮ সালে দারুল উলুম দেওবন্দের মূলনীতিকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রাক্তন মহাসচিব নূর হুসাইন কাসেমী এটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন স্থানীয় দানবীর নাঈম উদ্দিন। মাদ্রাসাটিতে শুরু থেকেই দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত চালু করা হয়। ২০২০ সালে মাদ্রাসার ছাত্রসংখ্যা ছিল ১৭৫০ জন।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]১৯৮৮ সালের ৯ জুন দরসে বুখারীর মাধ্যমে প্রথম শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করা হয়। মাদ্রাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত। মাদ্রাসার বর্তমান বিভাগসমূহ:[১][২][৩]
- মক্তব বিভাগ
- হিফয বিভাগ
- কিতাব বিভাগ
- ছাত্র প্রশিক্ষণ বিভাগ
- ছাত্র পাঠাগার
- মাসিক দেয়াল পত্রিকা
- সাহিত্য মজলিস
- সাপ্তাহিক বক্তৃতা মজলিস
- বিষয় ভিত্তিক তারবিয়ত ও প্রশিক্ষণের ব্যবস্থা।
- ফতওয়া ও ফারায়েয বিভাগ
- কুতুবখানা (মাদ্রাসা লাইব্রেরি)
- লিল্লাহ বোর্ডিং
- আবাসিক ছাত্রাবাস
- খেদমতে খালাক বা সমাজ সেবা বিভাগ।
আরও দেখুন
[সম্পাদনা]- দেওবন্দি
- কওমি মাদ্রাসা
- দারুল উলুম দেওবন্দ
- আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া
- বাংলাদেশের কওমি মাদ্রাসার তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"। ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩০২।
- ↑ আলম, মো. মোরশেদ (২০১৪)। হাদীস শাস্ত্র চর্চায় বাংলাদেশের মুহাদ্দিসগণের অবদান (১৯৭১-২০১২)। বাংলাদেশ: ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২২৪।
- ↑ গাজীপুরী, মাহীদুল ইসলাম (২০১৮)। "জামেয়া মাদানিয়া বারিধারা"। কওমিপিডিয়া।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |