ছাতক সিমেন্ট
![]() | |
ধরন | পাবলিক লিমিটেড |
---|---|
শিল্প | সিমেন্ট |
প্রতিষ্ঠাকাল | ১৯৩৭[১] |
সদরদপ্তর | সিলেট , বাংলাদেশ |
উৎপাদনের আউটপুট | ২.৩ লক্ষ টন সিমেন্ট |
মাতৃ-প্রতিষ্ঠান | বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন |

ছাতক সিমেন্ট বা ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে পুরাতন সিমেন্ট কারখানা, যা সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর তীরে অবস্থিত।[২] বর্তমানে এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান।১৯৩৭ সালে আসামবেঙ্গল সিমেন্ট কোম্পানি নামে এ সিমেন্ট কারখানাটি স্থাপিত হয়।[২] বার্ষিক উৎপাদন ক্ষমতা ২ লক্ষ ৩৩ হাজার মে.টন। এর কাঁচামাল চুনাপাথর ভারতের মেঘালয় থেকে আমদানি করা হয় এছাড়া টেকেরঘাট-এর নিজস্ব পাথর উত্তোলন কেন্দ্র থেকেও পাথর সংগ্রহ করা হয়। ছাতক সিমেন্ট আসামে রফতানি করা হয়।[৩]
অবস্থান
[সম্পাদনা]ছাতক সিমেন্ট কারখানা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত। এটি সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে।
ইতিহাস
[সম্পাদনা]এটি ১৯৩৭ সালে একটি বেসরকারী সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়, তখন এর নাম ছিল অসম বেঙ্গল সিমেন্ট কোম্পানি।[৪] ১৯৬৫-এর ভারত-পাকিস্তান যুদ্ধের পর কারখানার মালিক কারখানাটি ত্যাগ করলে, ১৯৬৬ সালে এটি পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশনের নিয়ন্ত্রণে আসে।[৫] বাংলাদেশের স্বাধীনতার পর, এটি বিএমওজিসি ও পরবর্তীকালে বাংলাদেশ খনিজ উন্নয়ন কর্পোরেশনের নিয়ন্ত্রণে আসে। শেষ অবধি ১৯৮২ সালের ১ জুলাই, এটি বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের কাছে হস্তান্তরিত হয়।[৬]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন"। www.bcic.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "www.chatak.com-Chhatak Cement Co."। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Chhatak Cement Factory ready for exporting cement to Assam"। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৫।
- ↑ "Chhatak cement factory to be renovated next month" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। সেপ্টেম্বর ২৬, ২০০৯। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৫।
- ↑ "ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড"। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৫।
- ↑ "ছাতক সিমেন্ট কারখানায় ১০ দিন ধরে উৎপাদন বন্ধ"। durjoybangla.com। ২০১৯-০৩-৩১। ২০২১-১১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৫।