চুনারুঘাট সরকারি কলেজ
![]() চুনারুঘাট সরকারি কলেজ, চুনারুঘাট | |
নীতিবাক্য | শিক্ষাই আলো |
---|---|
ধরন | সরকারি |
প্রতিষ্ঠাতা | ১৯৭৩ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় (বিশ্ববিদ্যালয় শাখা), সিলেট শিক্ষা বোর্ড (কলেজ শাখা) |
অধ্যক্ষ | অসিত কুমার পাল |
সনাক্তকরণ নম্বর | ১৪৭৯৭৬ |
শিক্ষার্থী | ৫০০০ জন (প্রায়) |
স্নাতক | বি.এ., বি.এস.এস., বি.বি.এ., বি.এসসি |
অবস্থান | ২৪°১২′৩৩″ উত্তর ৯১°৩১′২৭″ পূর্ব / ২৪.২০৯৩° উত্তর ৯১.৫২৪৩° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | বাংলা, ইংরেজি |
একাডেমিক বিভাগ | ৩ |
পোশাকের রঙ | |
সংক্ষিপ্ত নাম | CGC, চু.স.ক. |
ক্রীড়া | রাগবি, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, দাবা, হকি, ব্যাডমিন্টন |
![]() |
চুনারুঘাট সরকারি কলেজ বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক (ডিগ্রি), ও স্নাতক (সম্মান) পড়ানো হয়।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এটি। ১৬ ফেব্রুয়ারি ২০১৭ থেকে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। ১ মার্চ, ১৯৮০ সালে কলেজটি সরকারি করণ করা হয়।
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]চুনারুঘাট সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাশ) শ্রেণিতে পাঠদান করা হয়। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা - তিনটি শাখায় শিক্ষার্জনের সুযোগ রয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ২২টি বিষয়ে পাঠদান করা হয় এবং স্নাতক (সম্মান) শ্রেণিতে ১২টি বিষয়ে শিক্ষাদান করা হয়।
বিভাগ ও অনুষদসমূহ
[সম্পাদনা]উচ্চ মাধ্যমিক
[সম্পাদনা]এই কলেজে এস.এস.সি. পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দেয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ,এস,সি) কার্যক্রম সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।
স্নাতক (পাশ) শ্রেণীতে পঠিত বিষয়/বিভাগ সমূহ
[সম্পাদনা]স্নাতক (পাস) কোর্স
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- বি.এ. (পাস) কোর্স
- ইতিহাস বিভাগ
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- দর্শন বিভাগ
- অর্থনীতি বিভাগ
- সমাজকল্যাণ বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- ইসলামী শিক্ষা বিভাগ
- বি.এস.এস. (পাস) কোর্স
- অর্থনীতি বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- সমাজকল্যাণ বিভাগ
- ইতিহাস বিভাগ
- ইসলামের ইতিহাস বিভাগ
- ইসলামী শিক্ষা বিভাগ
- দর্শন বিভাগ
- বি.বি.এস (পাস) ব্যবসায় শিক্ষা কোর্স
- হিসাববিজ্ঞান বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
- মার্কেটিং বিভাগ
- অর্থনীতি বিভাগ
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কাজে নিজেকে সমৃদ্ধ করা সুযোগ রয়েছে।
- রোভার ডেন
- সাংস্কৃতিক সংগঠন
অর্জন সমূহ
[সম্পাদনা]- চ্যাম্পিয়ন, প্রকল্প প্রদশর্ন, উপজেলা পর্যায়, ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ২০২১।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "এক নজরে চুনারুঘাট"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ জুন ২০১৯। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- ↑ "হবিগঞ্জের শিক্ষাঙ্গন-চুনারুঘাট"। হবিগঞ্জ ইনফো। ১৩ নভেম্বর ২০১৩। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।