গীতবিতান
![]() বিশ্বভারতী সংস্করণের প্রচ্ছদ | |
লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
---|---|
অনুবাদক | রবীন্দ্রনাথ ঠাকুর |
প্রকাশনার স্থান | ভারত |
ভাষা | বাংলা |
ধরন | গান |
প্রকাশক | বিশ্বভারতী গ্রন্থনবিভাগ |
প্রকাশনার তারিখ | ১৯৩১ |
মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ |
গীতবিতান রবীন্দ্রনাথ ঠাকুরের সমুদয় গানের সংকলন গ্রন্থ। ১৯৩১ সালে (আশ্বিন, ১৩৩৮ বঙ্গাব্দ) এই গ্রন্থের প্রথম সংস্করণটি দুই খণ্ডে প্রকাশিত হয়।[১] গীতবিতান প্রকাশের পূর্বে রবীন্দ্রনাথের ‘সমুদয়’ গান মোট তেরোটি গীতিসংকলনে ছড়িয়ে ছিটিয়ে ছিল।[২] প্রথম সংস্করণে গীতবিতান গ্রন্থের বর্তমান পর্যায়বিন্যাস করা হয়নি। পরবর্তীকালে এই সংস্করণের সকল গান কবি ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ ও ‘আনুষ্ঠানিক’,'গীতিনাট্য ও নৃত্যনাট্য','ভানুসিংহ ঠাকুরের পদাবলী,'জাতীয় সংগীত' ও 'পরিশিষ্ট'। পর্যায়ে বিন্যস্ত করেন। এই বিষয়ানুক্রমে সজ্জিত হয়ে রবীন্দ্রনাথের মৃত্যুর পর ১৯৪২ সালে (মাঘ, ১৩৪৮) গীতবিতান গ্রন্থের দ্বিতীয় সংস্করণ দুই খণ্ডে প্রকাশিত হয়।[১] বর্তমানে এই সংস্করণটিই প্রচলিত। ১৯৫০ সালে (১৩৫৭ বঙ্গাব্দ) কবির যাবতীয় গীতিনাট্য-নৃত্যনাট্য, ও অন্যান্য গ্রন্থের অসংকলিত গান নিয়ে গীতবিতান সংকলনের তৃতীয় খণ্ড প্রকাশিত হয়।[১] সমগ্র রবীন্দ্রসংগীতের সংকলন হিসেবে আজও গীতবিতান বাঙালি সমাজে বিশেষ জনপ্রিয় ও সমাদৃত এক গীতিসংকলন।