ক্ষণিকা
ক্ষণিকা হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২][৩] এটি ১৯০০ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়।[২][৩] এতে সর্বমোট ৫৯-টি কবিতা রয়েছে।[৪]
বিষয়বস্তু
[সম্পাদনা]জীবনের আপাত-তুচ্ছ মুহূর্তগুলির প্রতি গভীর ভালোবাসা, যৌবনের উল্লাস ও চটুলতা, এই কাব্যের মূল সুর। ছন্দের সাবলীলতা ও ক্ষিপ্রতা এই কাব্যের কবিতাগুলির বিশেষ বৈশিষ্ট্য।[২]
উৎসর্গীকরণ
[সম্পাদনা]রবীন্দ্রনাথ তাঁর "ক্ষণিকা" কাব্যগ্রন্থটি লোকেন্দ্রনাথ পালিতকে উৎসর্গ করেন।[৫]
কবিতার তালিকা
[সম্পাদনা]"ক্ষণিকা" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হল[৪]–
১. উদ্বোধন
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সংবরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. কৃষ্ণকলি
৪৭. কৃতার্থ
৪৮. স্থায়ী-অস্থায়ী
৪৯. উদাসীন
৫০. যৌবনবিদায়
৫১. শেষ হিসাব
৫২. শেষ
৫৩. বিলম্বিত
৫৪. মেঘমুক্ত
৫৫. চিরায়মানা
৫৬. আবির্ভাব
৫৭. কল্যাণী
৫৮. অন্তরতম
৫৯. সমাপ্তি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কবিতা | রবীন্দ্র রচনাবলী"। rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।
- ↑ ক খ গ "রবীন্দ্রনাথ ঠাকুর"। Bengali Grammar। বাংলা ব্যাকরণ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।
- ↑ ক খ "কবিগুরুর সাহিত্যকর্ম"। risingbd.com। ২০১৪-০৮-০৯। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।
- ↑ ক খ ক্ষণিকা – রবীন্দ্র রচনাবলী
- ↑ "ক্ষণিকা - উৎসর্গ | রবীন্দ্র রচনাবলী"। rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
ক্ষনিকা কাব্যে কবিতা ৬২টি।