বিষয়বস্তুতে চলুন

কেন্দ্রীয় ব্যাংক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যাংক অব ইংল্যান্ড, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক (ইংরেজি: 'Central Bank', কখনো কখনো রিজার্ভ ব্যাংক (Reserve Bank), বা আর্থিক কর্তৃপক্ষ (Monetary Authority) নামেও পরিচিত) হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা কোন একটি দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই এর নাম কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের নিজ নিজ দেশের বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতির তত্ত্বাবধায়ক। বাণিজ্যিক ব্যাংকের বিপরীত কর্মপদ্ধতি হিসাবে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সক্ষমতা বৃদ্ধির একটি একচেটীয়া প্রকৃতির প্রক্রিয়া অবলম্বন করে এবং দেশের জাতীয় মুদ্রা ছাপে।কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রাই দেশের'বিহিত মুদ্রা'।,[] যা সাধারণত দেশের আইনত: কার্যকলাপ হিসাবে পরিচালিত হয়।[][] কেন্দ্রীয় ব্যাংকের কাজ হল মুদ্রা তৈরি করা।বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে।

ইতিহাস

[সম্পাদনা]

সাম্প্রতিককালে কেন্দ্রীয় ব্যাংকিং ধারণা ব্যাপকভাবে পরিচিতি পায় এবং বিশ্বের বিভিন্ন দেশ এটি গ্রহণ করে। বিংশ শতাব্দীর শুরুর দিকে বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ সার্বভৌম রাষ্ট্রের কোনও কেন্দ্রীয় ব্যাংক ছিল না। বিশেষকরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কালে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক গ্রহণের প্রবনতা দেখা যায়।.[]

বিংশ শতাব্দীতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্যে ছিল বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা। কারণ ওই সময়ে ব্যাংকাররা একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুদের পরিমানের উপর ভিত্তি করে সে দেশকে ঋণ প্রদান করতো।[]

কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য

[সম্পাদনা]

একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যের মধ্যে অন্যতম হচ্ছেঃ

  • মূল্য স্থিতিশীলতা রক্ষা করা
  • উচ্চ কর্মসংস্থান নিশ্চিত করা
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করা
  • জলবায়ু পরিবর্তন প্রশমনে সহায়তা করা

কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী

[সম্পাদনা]

একটি দেশের আর্থিক কর্তৃপক্ষ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

  • মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা
  • আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা
  • বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা
  • ব্যাংকিং তত্ত্বাবধান
  • পেমেন্ট সিস্টেম পরিচালনা করা
  • মুদ্রা এবং নোট ইস্যু ও প্রচলন করা।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bank of Canada। "$5 and $10 Bank Note Issue"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৩ 
  2. Sullivan, arthur; Steven M. Sheffrin (২০০৩)। Economics: Principles in action। Upper Saddle River, New Jersey 07458: Prentice Hall। পৃষ্ঠা 254। আইএসবিএন 0-13-063085-3। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২১ 
  3. "central bank – Britannica Online Encyclopedia"britannica.com। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  4. Eichengreen, Barry; Kakridis, Andreas (২০২৩)। Kakridis, Andreas; Eichengreen, Barry, সম্পাদকগণ। "Interwar Central Banks: A Tour d' Horizon"The Spread of the Modern Central Bank and Global Cooperation: 1919–1939। Studies in Macroeconomic History। Cambridge University Press: 3–39। আইএসবিএন 978-1-009-36757-8ডিওআই:10.1017/9781009367578.003 

বহিঃসংযোগ

[সম্পাদনা]