বিষয়বস্তুতে চলুন

এস এম কামরুল হাসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম এম কামরুল হাসান
সশস্ত্র বাহিনী বিভাগের ১৭তম প্রিন্সিপাল স্টাফ অফিসার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২২ আগস্ট ২০২৪
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রীমুহাম্মদ ইউনূস (প্রধান উপদেষ্টা)
পূর্বসূরীমিজানুর রহমান শামীম
ব্যক্তিগত বিবরণ
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ মিলিটারি একাডেমি
পুরস্কার বিশিষ্ট সেবা পদক (BSP)
সামরিক পরিষেবা
আনুগত্য বাংলাদেশ
শাখা বাংলাদেশ সেনাবাহিনী
কাজের মেয়াদ১৯৮৯- বর্তমান
পদ লেফটেন্যান্ট জেনারেল
কমান্ড
  • জিওসি ও এরিয়া কমান্ডার

এস এম কামরুল হাসান একজন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। বর্তমানে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের ১৭তম প্রিন্সিপাল স্টাফ অফিসার[][] এর আগে তিনি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টরিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে ৬৬তম পদাতিক ডিভিশনের দায়িত্ব পালন করেন। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ২১তম বিএমএ লং কোর্সে অস্ত্র প্রশিক্ষণে শীর্ষ ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেছিলেন।[]

শিক্ষা জীবন

[সম্পাদনা]

কামরুল হাসান অ্যালায়েন্স ফ্রাঙ্কোয়েস থেকে ফরাসি ভাষা শিখেছেন এবং আন্তর্জাতিক মানবিক আইনে প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]