উসুলুল ইফতা
![]() আরবি সংস্করণের প্রচ্ছদ | |
লেখক | তাকি উসমানি |
---|---|
মূল শিরোনাম | আরবি: أصول الإفتاء و آدابه |
প্রকাশনার স্থান | পাকিস্তান |
ভাষা | আরবি |
বিষয় | ফিকহ |
প্রকাশিত | ২০১০ |
মিডিয়া ধরন | শক্তমলাট |
পৃষ্ঠাসংখ্যা | ৩৪৮ |
ওয়েবসাইট | muftitaqiusmani.com |
উসুলুল ইফতা (আরবি: أصول الإفتاء وآدابه) পাকিস্তানি ফকিহ তাকি উসমানির রচিত ফতোয়া প্রদানের নীতি ও আচার-আচরণ সম্পর্কিত একটি আরবি বই। এটি ২০১১ সালে করাচি থেকে প্রকাশিত হয়। এতে ফতোয়ার অর্থ ব্যাখ্যা করার পর ফতোয়া এবং ইফতার প্রয়োজনীয়তা ও পার্থক্য, পূর্ববর্তীদের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। বইটির বঙ্গানুবাদ করেছেন হারুনুর রশিদ। বর্তমানে এটি বাংলাদেশের উচ্চতর ফিকহ অধ্যয়নকারীদের প্রাথমিক পাঠ্যবই হিসেবে পড়ানো হয়।[১][২][৩][৪] অনেকেই এর টীকা ও ব্যাখ্যাগ্রন্থ রচনা করেছেন।[৫]
প্রেক্ষাপট
[সম্পাদনা]গ্রন্থটির রচনার প্রেক্ষাপট সম্পর্কে তাকি উসমানি বলেন, "আমি জামিয়া দারুল উলুম করাচিতে আত-তাখাসসুস ফিল ইফতার তালিবে ইলমদের দরস প্রদানকালে তাদেরকে একটি স্মারক-লিপি লিখিয়েছিলাম। তাতে আল্লামা ইবনে আবেদীন রহ. কর্তৃক রচিত শরহু উকুদি রসমিল মুফতী গ্রন্থটি সংক্ষেপণ করেছি। আর তাতে বিভিন্ন কিতাব থেকে ফতোয়ার বাস্তবতা অনুধাবনে বেশ কিছু জ্ঞাতব্য বিষয়, ফতোয়ার ইতিহাস, শর্তাবলি ও আদব-শিষ্টাচার প্রভৃতি সংযোজন করেছি। তালিবে ইলমরা নিজেদের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তার সাহায্য গ্রহণার্থে এ স্মারক-লিপিটি অনুলিখন করে আসছে। আর অনেক তালিবে ইলম এ স্মারক- লিপিটি ছাপিয়ে দেওয়ার জন্য আমার নিকট আবেদন করেছে। যাতে অনুলিখন ও ফটোকপি ইত্যাদির খরচাদি থেকে বাঁচা যায়। কিন্তু আমি তাতে পুনঃ নিরীক্ষণ ও নতুনভাবে স্বতন্ত্র সংকলনের রূপদানের পূর্বে স্মারক লিপিটি ছাপাতে চাচ্ছিলাম না। আর এদিকে আমার অধিক ব্যস্ততা ও ধারাবাহিক সফরের কারণে এভাবে কয়েক বছর কেটে গেলো। অতঃপর আল্লাহ তা'আলা তাতে পুনঃনিরীক্ষণের সুযোগ দান করলেন। তাই নতুন কিছু জানা ও জটিল বিষয় বস্তুগুলোর সংশোধন ও পরিমার্জনের ব্যাপারে আমি নিজেই মুখাপেক্ষি হয়ে গবেষণার্থে অনেক কিতাবের শরণাপন্ন হয়েছি। আর আমি স্মারকলিপিটি থেকে অনেক বিষয়কে বিলুপ্ত করেছি এবং বিষয় বস্তুর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে এমন অনেক আলোচনার সন্নিবেশ ঘটিয়েছি। পূর্ণ গবেষণার মাধ্যমে পরিমার্জনের প্রয়োজন রয়েছে এমন মাসআলা-সমূহ পরিমার্জনে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছি। তারপর আমার গবেষণার ফলাফল কিতাবটিতে উপস্থাপন করেছি। এমনকি লক্ষ্য-উদ্দেশ্য পূরণে ও আমার মতো তালিবে ইলমদের প্রয়োজন মেটাতে কিতাবটি পরিপূর্ণ সংকলনের রূপ পরিগ্রহ করে।"[৬]
এতে শাকের সিদ্দিক বক্ষমাণ কিতাবটিতে আলোচিত সমস্ত ফুকাহার সংক্ষিপ্ত জীবনী সংকলন করেছেন; যা কিতাবে আলোচিত প্রত্যেক ফকিহ এর প্রথম নামের টীকায় উল্লেখ করা হয়েছে।[৬]
বিষয়বস্তু
[সম্পাদনা]গ্রন্থটির আলোচ্য বিষয়:
- ফতোয়া ও তার গুরুত্ব
- আল ফাতাওয়া আত-তাশরিইয়্যাহ
- আল ফাতাওয়া আল-ফিকহিয়্যাহ
- আল ফাতাওয়া আল-জুয্ইয়্যাহ
- ইফতা ও কাযার মধ্যে পার্থক্য
- ফতোয়া প্রদানে সালাফের ভীত-সন্ত্রস্ততা
- সালফে সালেহীনের ফতোয়া প্রদান পদ্ধতি
- অসংঘটিত বিষয়ে ফতোয়া প্রদানে বাধা দানকারী ফুকাহায়ে কেরাম
- অসংঘটিত বিষয় সম্পর্কে ফতোয়া প্রদানকারী ফুকাহায়ে কেরাম ও তাদের দলিল
- তাবেয়ীদের যুগে ফতোয়ার ইমাম
- সাহাবা, তাবেয়ী ও ফুকাহায়ে কেরামের মতানৈক্যের কারণ
- ফিকহ সংকলন
- ফিকহি মাযহাবসমূহের আত্মপ্রকাশ
- মাযহাব গ্রহণ ও তাকলীদের বিবরণ
- ফুকাহায়ে কেরামের স্তর বিন্যাস
- শাফেয়ী ফুকাহায়ে কেরামের শ্রেণি বিন্যাস
- হানাফী মাযহাবের মাসআলাসমূহের স্তর বিন্যাস
- মাসাইলুল উসুল বা জাহিরুর রিওয়ায়াহ
- শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহ. কর্তৃক
- হানাফী মাযহাবের মাসআলাসমূহের স্তর-বিন্যাস
- হানাফী মাযহাব অনুসারে ফতোয়া প্রদানে মুফতী সাহেবের দিক নির্দেশক নীতিমালার সার-সংক্ষেপ
- প্রথম কারণ:কিতাবের লিখকের জীবনী সম্পর্কে অনবগতি
- দ্বিতীয় কারণ:লেখক কর্তৃক দুর্বল বর্ণনাসমূহ একত্র করণ
- তৃতীয় কারণ:মর্মোদ্ধারে প্রতিবন্ধক সংক্ষিপ্ততা
- চতুর্থ কারণ:দুর্লভ ও দুষ্প্রাপ্যতা
- পঞ্চম কারণ:কিতাবটি লেখকের দিকে সম্পৃক্ত করণে সন্দেহ
- ষষ্ঠ কারণ:কিতাবটি ফিকহ বিষয়ক না হওয়া
- অন্য মাযহাবের ভিত্তিতে ফতোয়া প্রদান
- ব্যাপক প্রয়োজনে অন্য মাযহাবের ভিত্তিতে ফতোয়া প্রদান
- প্রাধান্যশীল দলিলের কারণে অন্য মাযহাবের ভিত্তিতে ফতোয়া প্রদান
- বিচারক যখন অন্যের মাযহাবের ভিত্তিতে ফায়সালা করবেন
- আল্লামা কাসানী রহ. এর বক্তব্যের সার-সংক্ষেপ নিম্নরূপ
- পরবর্তী ইজমার মাধ্যমে পূর্ববর্তী ইখতেলাফ নিরসন হবে কি?
- ফতোয়া প্রদানের বিধান ও ফতোয়া দান পদ্ধতি
- ফতোয়া লেখার আদব-শিষ্টাচার
- মুফতী সাহেবের ব্যক্তিগত শিষ্টাচার
- ফতোয়া জিজ্ঞাসার বিধি-বিধান
অনুবাদ
[সম্পাদনা]এটি বঙ্গানুবাদ করেছেন হারুনুর রশিদ এবং সম্পাদনা করেছেন মাহমুদুল হাসান জামশেদ, যা মাকতাবাতুন নুসরাহ থেকে প্রকাশিত হয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]- ↑ জিল হুমা, ডক্টর (৩০ জুন ২০১৯)। "مفتی محمد تقی عثمانی کی معروف تصنیفات و تالیفات کا تعارفی جائزہ:" [মুফতি মুহাম্মদ তাকি উসমানির বিখ্যাত লেখাগুলির একটি পরিচিতিমূলক পর্যালোচনা]। রাহাতুল কুলুব (ইংরেজি ভাষায়): ২০৩–২০৪। আইএসএসএন 2521-2869। ডিওআই:10.51411/rahat.3.1.2019.66।
- ↑ সাহিন, উনাল (২০২০)। "উসুলুল ইফতা ওয়া আদাবুহু"। মুতাফেককির (তুর্কি ভাষায়)। ৭ (১৪): ৬৩৫–৬৪০। আইএসএসএন 2148-8134। ডিওআই:10.30523/mutefekkir.849997। ১৭ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২।
- ↑ Akay, İhsan (২০১৬-১১-৩০)। "USÛLU'L-İFTÂ VE ÂDÂBUHU"। Şarkiyat (তুর্কি ভাষায়)। 8 (2): 1006–1009।
- ↑ أحمد, راشدي، محمد كمال الدين (২০০১)। المصباح في رسم المفتي ومناهج الإفتاء: بشرح إصول الإفتاء لسماحة الشيخ القاضي المفتي محمد تقي العثماني (আরবি ভাষায়)। ماريه اكادمي। ওসিএলসি 72522461।
- ↑ মুহাম্মাদ জাবের হোসাইন, মুফতী (২০১৫)। কিকাব পরিচিতি ও ফিকহী পরিভাষার পরিচয় (পিডিএফ)। মধ্যবাড্ডা, ঢাকা: মাকতাবাতুল আতীক। পৃষ্ঠা ৩৬০–৩৬১।
- ↑ ক খ গ্রন্থের ভূমিকা দ্রষ্টব্য
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- বিঙ্গোল, আব্দুর রহিম (২০১৯)। Muhammed Takî Osmânî ve fıkıhçılığı [মুহাম্মদ তাকি উসমানি ও তার আইনশাস্ত্র] (এম.এ.) (তুর্কি ভাষায়)। দিয়ারবাকির: ডিকল বিশ্ববিদ্যালয়। ১৩ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২।
- পেম্বারটন, কেলি (২০০৯)। "An Islamic Discursive Tradition on Reform as Seen in the Writing of Deoband's Mufti Muḥammad Taqi Usmani" [দেওবন্দের মুফতি মুহাম্মদ তাকি উসমানির লেখায় সংস্কারের উপর একটি ইসলামি আলোচনামূলক ঐতিহ্য]। দ্য মুসলিম ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। ৯৯ (৩): ৪৫২–৪৭৭। আইএসএসএন 1478-1913। ডিওআই:10.1111/j.1478-1913.2009.01280.x।
- রাজভিয়ান, ক্রিস্টোফার (২০১৮)। (দেওবন্দের রক্ষণশীলতা: দারুল ইফতা, নদওয়াতুল উলামা এবং মুফতি মুহাম্মদ তাকি উসমানি) । Modern Islamic Authority and Social Change [আধুনিক ইসলামি কর্তৃত্ব ও সামাজিক পরিবর্তন]। স্কটল্যান্ড: এডিনবার্গ বিশ্ববিদ্যালয় প্রকাশনী। পৃষ্ঠা ২৪৪–২৬৮। আইএসবিএন 978-1-4744-3322-8। ডিওআই:10.3366/j.ctv7n0978.15।