ইয়োইচি মিতা
অবয়ব
ইয়োইচি মিতা | |
---|---|
জন্ম | ১৯ ডিসেম্বর, ১৮৯২ |
মৃত্যু | ২৯ মে, ১৯৮৩ |
শিক্ষা | ইয়ামাগুচি কমার্শিয়াল কলেজ |
ইয়োইচি মিতা( ১৯ ডিসেম্বর ১৮৯২ – ২৯ মে ১৯৮৩) একজন জাপানি মুসলমান ছিলেন, যাকে জাপানি ভাষায় পবিত্র কুরআনের প্রথম অনুবাদক হিসেবে ধরা হয়।[১]
জন্ম
[সম্পাদনা]ইয়োইচি মিতা ১৮৯২ সালের ডিসেম্বর মাসের ১৯ তারিখে জাপানের ইয়ামাগুচিতে জন্মগ্রহণ করেন।
মৃত্যু
[সম্পাদনা]১৯৮৩ সালের ৩০ মে তিনি পরলোকগমন করেন।
প্রকাশিত বই
[সম্পাদনা]- ইসুরামু রিকাই নো তামে নি (বাংলা:ইসলামকে বোঝার জন্য)
- সাহাবা মনোগাতারি (বাংলা:সাহাবাদের গল্প)
- ইসুরামু ইয়োমোন (বাংলা:ইসলাম পরিচিতি)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mita Ryōichi"। Kotobanku (Japanese ভাষায়)। Asahi Shinbun। ৩০ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬।