বিষয়বস্তুতে চলুন

আমরা (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমরা
ডিভিডি প্রচ্ছদ
পরিচালকমৈনাক ভৌমিক
প্রযোজকনিতেশ শর্মা
শ্রেষ্ঠাংশেযীশু সেনগুপ্ত
পরমব্রত চট্টোপাধ্যায়
সুরকারময়ুখ ভৌমিক
মুক্তি
  • ২০০৬ (2006)
দেশভারত
ভাষাবাংলা

আমরা হলো মৈনাক ভৌমিক পরিচালিত ২০০৬ সালের একটি ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় এবং নীলাঞ্জনা শর্মা[][][] চলচ্চিত্রটি বিভিন্ন পটভূমি থেকে ছয়টি চরিত্রের জীবন এবং প্রেম এবং সম্পর্কের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি অন্বেষণ করে।

পটভূমি

[সম্পাদনা]

গল্পটি অমিত রায়, ভাষ চট্টোপাধ্যায়, রাজ মুখোপাধ্যায়, শ্রেয়া ঘোষাল, তাপস চট্টোপাধ্যায় এবং সুনায়না বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তাদের প্রণয় জীবনের জটিল পথচলা নিয়ে।

অমিত, একজন চলচ্চিত্র পরিচালক, তার অতীত সম্পর্ক নিয়ে ভাবেন, যেখানে তিনি রূপা নামে এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেম করেছিলেন, যা পরে ভেঙে যায়। তাপস, একজন শিক্ষাবিদ, সুনায়না নামে এক ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়িত। রাজ, যিনি একটি রক ব্যান্ডে আছেন এবং রকস্টার হওয়ার স্বপ্ন দেখেন, আগে শ্রেয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন, যিনি পেশায় একজন বিদ্যালয় শিক্ষিকা। ভাষা, একজন গৃহবধূ, অমিতের ছবির অডিশন দিতে গিয়ে তার সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন।

গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে অমিত এবং শ্রেয়া অনলাইনে একটি চ্যাটরুমে পুনরায় যুক্ত হন এবং ডেটে যান। রাজ সুনায়নাকে আকর্ষণ করতে শুরু করেন, আর সুনায়না তাপসের সঙ্গে সম্পর্ক নিয়ে অস্বস্তি বোধ করেন। ভাষা, তাপসের অবিশ্বাস্য আচরণে সন্দেহ করে এবং তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রত্যেক চরিত্র নিজ নিজ অনুভূতি বুঝতে এবং উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে চেষ্টা করতে থাকে। সুনায়না তাপসের সঙ্গে সম্পর্ক ভেঙে রাজকে বিয়ের প্রস্তাব দেন। শ্রেয়া অ্যারেঞ্জড ম্যারেজের পথে হাঁটেন, আর ভাষা ও অমিত একে অপরের কাছাকাছি আসেন। শেষ পর্যন্ত, চরিত্রগুলোতে তাদের আদর্শ সঙ্গী খুঁজে পায় এবং তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের সমাধান করে।

ছবিতে অমিত একজন প্রতিষ্ঠিত টেলিফিল্ম পরিচালক, শ্রেয়া একজন তরুণ ও আকর্ষণীয় শিক্ষিকা, রাজ একজন রকস্টার হওয়ার স্বপ্ন দেখা সংগীতশিল্পী এবং তাপস একজন অধ্যাপক হিসেবে চিত্রিত। তাপসের স্ত্রী ভাষা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন এবং অডিশন প্রক্রিয়ার সময় অমিতের প্রতি প্রণয় অনুভূতি তৈরি করেন।

অভিনয়শিল্পী

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

সুর ও সঙ্গীত পরিচালনা করেন ময়ুখ শর্মা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Aamra Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos | eTimes"timesofindia.indiatimes.com। ২০২০-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Aamra DVD (2006)"। www.induna.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-৩১ 
  3. "Amra (2006) Movie"। www.gomolo.in। ৪ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-৩১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]