বিষয়বস্তুতে চলুন

আদিল হোসেন নোবেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নোবেল
জন্ম
মোঃ আদিল হোসেন নোবেল

(1968-12-20) ২০ ডিসেম্বর ১৯৬৮ (বয়স ৫৬)
চট্টগ্রাম, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশামডেল, অভিনেতা, কর্পোরেট চাকুরীজীবী
কর্মজীবন১৯৯১-বর্তমান
পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কার

নোবেল (জন্ম: ২০ ডিসেম্বর ১৯৬৮ ) একজন বাংলাদেশী মডেল। তার পুরো নাম আদিল হোসেন নোবেল। তিনি চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। মডেলিং এর পাশাপাশি তিনি কিছু টিভি নাটকে অভিনয় করেছেন। তিনি ভীট চ্যানেল আই ফিমেল মডেল হান্ট অনুষ্ঠানের বিচারক ছিলেন। তিনি ছয়বার তারকা জরিপে সেরা মডেল হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

নোবেল চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। ১৯৮৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে ঢাকা চলে আসেন। তিনি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া তিনি সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এবং জেভিয়ার লেবার রিলেশনস ইনস্টিটিউট থেকে ‘কি অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট’-এর ওপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।[] ছাত্র অবস্থায় মডেল হিসেবে কাজ করার জন্য তার এক কাজিন তাকে পরামর্শ। জনপ্রিয় অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন নির্মিত স্প্রাইটের একটি বিজ্ঞাপনে তিনি প্রথম কাজ করেন। টেকনিক্যাল কারণে ওই বিজ্ঞাপনটি প্রচার হয়নি।[] আফজাল হোসেনের নির্দেশনায় ‘আজাদ বলপেন’র ‘Lonely Day, Lonely Night’ বিজ্ঞাপনটি নোবেলের প্রথম ব্যাপক দর্শকপ্রিয় বিজ্ঞাপন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৯১ সালে ফ্যাশন শো-এর মাধ্যমে নোবেল তার কর্মজীবন জীবন শুরু করেন।[] তার করা টেলিভিশন বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে এইচআরসি চা, আজাদ বলপয়েন্ট কলম, আরসি কোলা, পাকিজা শাড়ী, কেয়া সাবান, কেয়া লিপ জেল এবং এশিয়ান পেইন্ট। নোবেল এবং আরেক অভিনেত্রী মৌ একসময় টেলিভিশন মডেলিং-এ জনপ্রিয় জুটি ছিলেন।

মডেলিং এর সাথে সাথে তিনি কিছু টিভি নাটকে অভিনয় করেছেন। তার প্রথম নাটক প্রাচীর পেরিয়ে, যেটি বাংলাদেশের প্রথম প্যাকেজ টিভি নাটক। নাটকটি ১৯৯৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। তিনি লেখক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র মাসুদ রানা চরিত্রেও অভিনয় করেন।[]

নোবেল ১৯৯৩ সালে এমজিএইচ গ্রুপের জাহাজ বিভাগে যোগ দেন। ১৯৯৬ সালের জুলাইয়ে তিনি কোটস বাংলাদেশ লিমিটেডে যোগ দেন। তিনি কোটস বাংলাদেশ লিমিটিডের মার্কেটিং সার্ভিসের জেনারেল ম্যানেজার নিযুক্ত হন। ২০১০ সালে তিনি ওয়ারিদ টেলিকম লিমিটেডের (বর্তমানে এয়ারটেল) বিপণন বিভাগে হেড কর্পোরেট এবং এসএমই সেলস হিসেবে নিযুক্ত হন।[] বর্তমানে নোবেল রবির সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে ‘হেড অব এন্টারপ্রাইজ বিজনেস’ হিসেবে কর্মরত আছেন।[]

নোবেল ভিট-চ্যানেল আই ফিমেল মডেল হান্ট প্রতিযোগিতার বিচারক ছিলেন। এছাড়া লাক্স চ্যানেল আই সুপারস্টারের অতিথি বিচারকও ছিলেন।

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]

নোবেল ছয়বার তারকা জরিপে সেরা মডেল হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার[] ও দুইবার সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার অর্জন করেন।

বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৯৯ ১ম মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা মডেল (পুরুষ) - বিজয়ী []
২০০০ ২য় মেরিল-প্রথম আলো পুরস্কার - বিজয়ী []
২০০১ ৩য় মেরিল-প্রথম আলো পুরস্কার - বিজয়ী []
২০০২ ৪র্থ মেরিল-প্রথম আলো পুরস্কার কেয়া হারবাল বিজয়ী []
২০০৩ ৫ম মেরিল-প্রথম আলো পুরস্কার কেয়া সুপার বিউটি সোপ মনোনীত
২০০৪ ১ম বিনোদন বিচিত্রা পুরস্কার শ্রেষ্ঠ মডেল (পুরুষ) - বিজয়ী []
৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার আরসি কোলা বিজয়ী []
৫ম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার বিজয়ী [][১০]
২০০৫ ৭ম মেরিল-প্রথম আলো পুরস্কার আরসি কোলা বিজয়ী []
২০০৭ ৯ম মেরিল-প্রথম আলো পুরস্কার কেয়া লাইফগার্ড মনোনীত
৮ম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার - বিজয়ী [১১]
২০০৮ ১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার ড্যানিশ বিস্কুট মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Adil Hossain Noble joins Warid as Head of Corporate & SME Sales"। Fore Thought PR। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০১৫ 
  2. "অপ্রতিদ্বন্দ্বী নোবেল"। ৭ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৯, ২০১৬ 
  3. "নতুন বিজ্ঞাপনে মডেলিংয়ের রাজপুত্র"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬ 
  4. "এ সপ্তাহের সাক্ষাৎকারঃ মডেল আদিল হোসেন নোবেল"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬ 
  5. "Bangladeshi Model Adil Hossain Noble"। BD All Time। সেপ্টেম্বর ২৫, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০১৫ 
  6. "কিছু টুকিটাকি..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৫ 
  7. "Uro Binodon Bichitra Award 2003"দ্য ডেইলি স্টার। ২৮ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৫ 
  8. "Meril-Prothom Alo Award handed over"দ্য ডেইলি স্টার। মে ২২, ২০০৪। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৯, ২০১৬ 
  9. ইসলাম, সাইফুল (২০০৪)। "ফিজআপ-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড"। 
  10. ইসলাম, মইনুল (২০০৪)। "সিজেএফবি পুরস্কার-২০০৩"। 
  11. "আরটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড"। আনন্দ বিনোদন। ২০০৭।