আওস ইবনে জুবায়ের
অবয়ব
আওস ইবনে জুবায়ের আল আনসারী মুহাম্মাদের একজন অপ্রসিদ্ধ আনসার সাহাবা ছিলেন।[১] তিনি মদিনাতে বনু আমর ইবনে আওফ গোত্রে জন্মগ্রহণ করেছেন।[২] তিনি খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং নাঈম দুর্গ অবরোধকালে ৬২৮ সালে তিনি মৃত্যুবরণ করেছেন।[৩]